Connect with us

বলিউড

ভক্তদের সঙ্গে সেলফি তোলার বিশ্বরেকর্ড গড়লেন অক্ষয়

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

অক্ষয় কুমার ও ইমরান হাশমি (ছবি: টুইটার)

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের বিপুলসংখ্যক ভক্ত ও অনুসারী রয়েছে বিশ্বব্যাপী। সবার ভালোবাসায় তিনি বছরের পর বছর সাফল্যে এগিয়ে গেছেন। এবার অন্যরকম একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন ৫৫ বছর বয়সী এই তারকা।

গতকাল ভারতের মুম্বাইয়ে নিজের নতুন সিনেমার প্রচারণার সময় ভক্তদের সঙ্গে একের পর এক সেলফি তুলেছেন অক্ষয়। কারণ সিনেমাটির নাম ‘সেলফি’। তিন মিনিটে সেই সংখ্যা দাঁড়ায় ১৮৪টি। কম সময়ে সবচেয়ে বেশি সেলফি তোলার বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন তিনি।

আমেরিকান পর্যটক জেমস স্মিথ আগের রেকর্ডটি গড়েছিলেন। ২০১৮ সালের ২২ জানুয়ারি কার্নিভাল ড্রিম ক্রুজ জাহাজে তিন মিনিটে ১৬৮টি সেলফি তোলেন তিনি। তারও আগে ২০১৫ সালে লন্ডনে ‘স্যান আন্ড্রিয়াস’ সিনেমার প্রিমিয়ারে তিন মিনিটে ১০৫টি সেলফি তুলে ইতিহাস সৃষ্টি করেন হলিউড তারকা ডোয়াইন জনসন। দুটি ঘটনাই এখন অতীত।

ডায়ানা পেন্টি, অক্ষয় কুমার ও ইমরান হাশমি (ছবি: টুইটার)

অন্যরকম বিশ্বরেকর্ড গড়ে অক্ষয় কুমার বলেন, ‘ভক্তদের সঙ্গে এমন অর্জন ভাগ করতে পেরে আমি আনন্দিত। এখন পর্যন্ত আমি যা কিছু অর্জন করেছি এবং জীবনের যে পর্যায়ে এসে পৌঁছেছি, ভক্তদের নিঃশর্ত ভালোবাসা ও সমর্থনের সুবাদে সেসব সম্ভব হয়েছে। তারা আমার পুরো কর্মজীবনে কতটা গুরুত্বপূর্ণ তা মেনে নেওয়ার অংশ হিসেবে কম সময়ে বেশি সেলফি তোলা ছিলো তাদের প্রতি বিশেষ সম্মান জানানো।’

‘সেলফি’ সিনেমায় ইমরান হাশমি ও অক্ষয় কুমার (ছবি: টুইটার)

আগামীকাল (২৪ ফেব্রুয়ারি) মুক্তি পাচ্ছে ‘সেলফি’। এতে আরো অভিনয় করেছেন ইমরান হাশমি। এবারই প্রথম একফ্রেমে দেখা যাবে তাদের। ট্রাফিক পুলিশ ওম প্রকাশ আগারওয়াল চরিত্রে আছেন ইমরান হাশমি। বলিউড সুপারস্টার বিজয় কুমারের ভূমিকায় থাকছেন অক্ষয়। ওম প্রকাশের একটাই স্বপ্ন, ছেলে নিয়ে প্রিয় তারকা বিজয়ের সঙ্গে সেলফি তোলা। কিন্তু বিজয় ও ওম প্রকাশের প্রথম দেখা এতোই ভয়াবহ রূপ নেয় যে তারা একে অপরের শত্রুতে পরিণত হয়।

অক্ষয় কুমার ও ইমরান হাশমি অভিনীত ‘সেলফি’ সিনেমার পোস্টার (ছবি: টুইটার)

দুই অভিনেতার নায়িকা হিসেবে আছেন নুশরাত ভারুচা ও ডায়ানা পেন্টি। একটি গানে অক্ষয়ের সঙ্গে নেচেছেন ম্রুনাল ঠাকুর। ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ গানটির নতুন সংস্করণ রয়েছে এতে। ২ ঘণ্টা ২৩ মিনিট ব্যাপ্তির এই সিনেমা পরিচালনা করেছেন রাজ মেহতা। এটি মূলত ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত মালয়ালাম সিনেমা ‘ড্রাইভিং লাইসেন্স’-এর হিন্দি রিমেক।

‘সেলফি’ সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে ম্রুনাল ঠাকুর (ছবি: টুইটার)

অক্ষয় কুমার এর আগে আরো দুটি সিনেমায় রুপালি পর্দর তারকা হিসেবে পর্দায় এসেছেন। ২০১৪ সালে ‘দ্য শৌকিনস’-এ নিজের ভূমিকায় স্বল্প সময়ের জন্য দেখা গেছে তাকে। গত বছর ‘অ্যান অ্যাকশন হিরো’তে সিনেমার নায়কের চরিত্রে অভিনয় করেন তিনি।

এদিকে মুম্বাইয়ে ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজের তৃতীয় কিস্তির প্রচারণামূলক ভিডিওর শুটিং করেছেন অক্ষয়। আগের দুই পর্বের মতো এবারও তার সহশিল্পী সুনীল শেঠি ও পরেশ রাওয়াল। তাদের দেখা যাবে যথাক্রমে রাজু, শ্যাম ও বাবুরাও চরিত্রে। মজার ব্যাপার হলো, সিনেমাটির নাম রাখা হয়েছে ‘হেরি ফেরি ফোর’!

অক্ষয় কুমার (ছবি: টুইটার)

প্রিয়দর্শন পরিচালিত ‘হেরা ফেরি’ মুক্তি পায় ২০০০ সালে। এর গল্প একজন দরিদ্র বাড়িওয়ালা এবং তার দুই ভাড়াটিয়াকে কেন্দ্র করে। রং নম্বর ফোনের সুবাদে তারা ধনী বনে যায়। ২০০৬ সালে ‘ফির হেরা ফেরি’ পরিচালনা করেন নীরাজ বোরা। এতে দেখানো হয়, রাজু, শ্যাম ও বাবুরাও ত্রয়ী লোভে পড়ে সম্পদশালী হতে গিয়ে গোলমাল বাঁধিয়ে ফেলে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ