Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

ভারতের জাতীয় পুরস্কারে সেরা অভিনেতা আল্লু অর্জুন, সেরা অভিনেত্রী আলিয়া-কৃতি

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র দৃশ্যে আলিয়া ভাট (ছবি: বানসালি প্রোডাকশন্স)

ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যৌথভাবে সেরা অভিনেত্রী হয়েছেন আলিয়া ভাট ও কৃতি স্যানন। ‘পুষ্পা: দ্য রাইজ – পার্ট ওয়ান’ সিনেমায় নাম ভূমিকায় দুর্দান্ত কাজ করায় সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। আজ (২৪ আগস্ট) নয়াদিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে ২০২১ ও ২০২২ সালে ভারতীয় সিনেমার সেরাদের তালিকা ঘোষণা করা হয়েছে।

সঞ্জয়লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’তে যৌনকর্মী থেকে ক্ষমতাধর নারীতে রূপান্তর হওয়া গাঙ্গুবাই কোঠেওয়ালি চরিত্রে অনবদ্য নৈপুণ্যের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন আলিয়া। অন্যদিকে মারাঠি সিনেমা ‘মালা আই হাইচি!’র (২০১১) হিন্দি রিমেক ‘মিমি’তে বিদেশি দম্পতির জন্য সারোগেসি পদ্ধতিতে মা হওয়া তরুণীর চরিত্রে দারুণ অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রী হয়েছেন কৃতি স্যানন। তার সহশিল্পী পঙ্কজ ত্রিপাঠি হয়েছেন সেরা পার্শ্ব অভিনেতা।

‘মিমি’ সিনেমার দৃশ্যে কৃতি স্যানন (ছবি: জিও স্টুডিওস)

‘পুষ্পা: দ্য রাইজ – পার্ট ওয়ান’ সিনেমায় অভিনয়ের সুবাদে ভারতের জাতীয় ক্রাশ তকমা পেয়েছেন রাশমিকা মান্দানা। সহশিল্পী আল্লু অর্জুন জাতীয় পুরস্কার পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন এই নায়িকা। তাদের সিনেমার জন্য সেরা সংগীত পরিচালক (গান) শাখায় পুরস্কার পেয়েছেন দেবী শ্রী প্রসাদ।

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় আল্লু অর্জুন ও রাশ্মিকা মান্দানা (ছবি: টুইটার)

সেরা অভিনেত্রী ছাড়া আরো চারটি পুরস্কার জিতেছে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। এগুলো হলো সেরা রূপসজ্জা, সেরা সম্পাদনা, সেরা চিত্রনাট্য এবং সেরা সংলাপ। সম্পাদনা এবং যৌথভাবে চিত্রনাট্য লেখার জন্য দুটি পুরস্কার পেয়েছেন পরিচালক সঞ্জয়লীলা বানসালি। তার মতোই দুটি পুরস্কার (সেরা চিত্রনাট্য ও সেরা সংলাপ) পেয়েছেন উৎকর্ষিনী বাশিষ্ট।

‘আরআরআর’ ছবির দৃশ্য

‘আরআরআর’ ছবিতে জুনিয়র এনটিআর ও রামচরণ

এসএস রাজামৌলির ‘আরআরআর’ সর্বাধিক ছয়টি পুরস্কার জিতেছে। এগুলো হলো সেরা বিনোদনমূলক জনপ্রিয় সিনেমা, সেরা সংগীত পরিচালনা (আবহ সংগীত), সেরা গায়ক, সেরা নৃত্য পরিচালনা, সেরা স্পেশাল ইফেক্টস এবং সেরা স্টান্ট কোরিওগ্রাফি।

সুজিত সরকার পরিচালিত ‘সরদার উধাম’ সেরা হিন্দি সিনেমাসহ পেয়েছে চারটি পুরস্কার। বাকিগুলো হলো সেরা চিত্রগ্রহণ, সেরা পোশাক পরিকল্পনা এবং সেরা শিল্প নির্দেশনা।

করণ জোহর প্রযোজিত ও বিষ্ণুবর্ধন পরিচালিত ‘শেরশাহ’ বিশেষ জুরি পুরস্কার পেয়েছে। দুটি করে পুরস্কার পেয়েছে বক্স অফিস হিট ‘দ্য কাশ্মির ফাইলস’ এবং অস্কারে ভারতের প্রতিনিধিত্ব করা গুজরাটি সিনেমা ‘চেলো শো’।

করোনা মহামারির কারণে দুই বছর বিরতি দিয়ে প্রকাশিত হলো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম। ১৯৫৪ সাল থেকে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হচ্ছে। ইতিহাসে সর্বাধিক আটটি পুরস্কার জিতেছে ‘লগান’ (২০০২)।

ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ী তালিকা
সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমা: রকেট্রি
সেরা অভিনেতা: আল্লু অর্জুন (পুষ্পা: দ্য রাইজ – পার্ট ওয়ান)
সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি) ও কৃতি স্যানন (মিমি)
সেরা পার্শ্ব অভিনেতা: পঙ্কজ ত্রিপাঠি (মিমি)
সেরা পার্শ্ব অভিনেত্রী: পল্লবী জোশি (দ্য কাশ্মির ফাইলস)
সেরা পরিচালক: নিখিল মহাজন (গোদাবরী)
সেরা বিনোদনমূলক জনপ্রিয় সিনেমা: আরআরআর
সেরা জাতীয় সংহতিমূলক সিনেমা (নার্গিস দত্ত অ্যাওয়ার্ড): দ্য কাশ্মির ফাইলস
সেরা শিশু শিল্পী: ভাবিন রাবারি (চেলো শো)
সেরা চিত্রনাট্য (মৌলিক): শাহি কবির (নায়াট্টু)
সেরা চিত্রনাট্য (রূপান্তরিত): সঞ্জয়লীলা বানসালি ও উৎকর্ষিনী বাশিষ্ট (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)
সেরা সংলাপ রচয়িতা: উৎকর্ষিনী বাশিষ্ট ও প্রকাশ কাপাডিয়া (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)
সেরা সংগীত পরিচালক (গান): দেবী শ্রী প্রসাদ (পুষ্পা: দ্য রাইজ – পার্ট ওয়ান)
সেরা সংগীত পরিচালক (আবহ সংগীত): এমএম কিরাবানি (আরআরআর)
সেরা গায়ক: কালা ভৈরাবা (আরআরআর)
সেরা গায়িকা: শ্রেয়া ঘোষাল (গান: মায়াবা তুয়াবা, ইরাবিন নিরাল)
সেরা গীতিকবি: চন্দ্রবোস (গান: ধাম ধাম ধাম, কোন্দা পোলাম)
সেরা হিন্দি সিনেমা: সরদার উধাম
সেরা বাংলা সিনেমা: কালকক্ষ
সেরা কান্নাডা সিনেমা: ট্রিপল সেভেন চার্লি
সেরা মালায়লাম সিনেমা: হোম
সেরা গুজরাটি সিনেমা: চেলো শো
সেরা তামিল সিনেমা: কাদাইসি বিবাসাই
সেরা তেলুগু সিনেমা: উপেনা
সেরা মারাঠি সিনেমা: একদা কাই জালা
সেরা আসামিজ সিনেমা: অনুর
সেরা ওড়িয়া সিনেমা: প্রতীক্ষা
সেরা নবাগত পরিচালক (ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড): বিষ্ণু মোহন (মেপ্পাড়িয়ান)
সেরা নৃত্য পরিচালক: প্রেম রক্ষিত (আরআরআর)
সেরা চিত্রগ্রাহক: অভিক মুখোপাধ্যায় (সরদার উধাম)
সেরা পোশাক পরিকল্পনা: বীরা কাপুর (সরদার উধাম)
সেরা স্পেশাল ইফেক্টস: শ্রীনিবাস মোহন (আরআরআর)
সেরা শিল্প নির্দেশনা: দিমিত্রি মালিচ ও মানসি ধ্রুব মেহতা (সরদার উধাম)
সেরা সম্পাদনা: সঞ্জয়লীলা বানসালি (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)
সেরা রূপসজ্জা: প্রীতিশীল সিং (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)
সেরা স্টান্ট কোরিওগ্রাফি: কিং সলোমান (আরআরআর)
বিশেষ জুরি অ্যাওয়ার্ড: শেরশাহ (বিষ্ণুবর্ধন)
স্পেশাল মেনশন: এক দুয়া

সিনেমাওয়ালা প্রচ্ছদ