Connect with us

ওটিটি

ভালোবাসা দিবসে পরীমণির ‘বুকিং’, টিজারে প্রেমের গান

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘বুকিং’ শর্টফিল্মে এবিএম সুমন ও পরীমণি (ছবি: বঙ্গ)

ভালোবাসা দিবসে ফিরছেন চিত্রনায়িকা পরীমণি। ‘বুকিং’ নামের একটি শর্টফিল্মে দেখা যাবে তাকে। আজ (১০ ফেব্রুয়ারি) এর টিজার প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এতে তার বিপরীতে আছেন এবিএম সুমন। এবারই প্রথম একসঙ্গে কাজ করলেন তারা।

মিষ্টি একটি প্রেমের গল্প নিয়ে ‘বুকিং’ পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। চিত্রনাট্য তারই। এর টিজারে দেখা যায়, একটি নৌযানে বসে আছেন দু’জনে। পরীমণি টকটকে লাল শাড়ি পরা। তার দিকে অপলক তাকিয়ে আছেন এবিএম সুমন।

টিজারে ব্যবহার হয়েছে একটি গান। এর কথা এমন, ‘প্রথম প্রেমের খামে শেষ চিঠি লিখেছি তোমাকে।’ এটি লিখেছেন সোমেশ্বর অলি, সুর ও সংগীত পরিচালনায় সাজিদ সরকার।

‘বুকিং’ শর্টফিল্মে তানিয়া চরিত্রে দেখা যাবে পরীমণিকে। শুটিংয়ে তোলা নিজের হিজাব পরা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে এই তথ্য জানান তিনি।

‘বুকিং’ শর্টফিল্মে পরীমণি (ছবি: বঙ্গ)

টিজারের আগে দুটি পোস্টার প্রকাশিত হয়েছে। দুটিতেই পরীমণি ও এবিএম সুমনকে রোমান্টিক আবহে পাওয়া গেছে।

ঢাকার অদূরে ৩০০ ফুটে শর্টফিল্মটির শুটিং হয়েছে। এতে আরো অভিনয় করেছেন সুষমা সরকার, শিল্পী সরকার অপু, মাহাদী হাসান পিয়ালসহ অনেকে। এর গল্প লিখেছেন বিশ্বজিৎ চৌধুরী।

‘বুকিং’ শর্টফিল্মে এবিএম সুমন ও পরীমণি (ছবি: বঙ্গ)

আগামী ১৪ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’তে মুক্তি পাবে ৩০ মিনিটের ‘বুকিং’।

পরীমণির হাতে এখন আছে সরকারি অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’। এটি পরিচালনা করেছেন রেজা ঘটক। এর বাইরে টিএম ফিল্মসের ‘খেলা হবে’ নামের একটি সিনেমায় দেখা যাবে নায়িকাকে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ