Connect with us

ওটিটি

ভালোবাসা দিবসে শুভ-বিন্দুর ‘ঊনিশ২০’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

প্রায় আট বছর পর অভিনেত্রী আফসান আরা বিন্দুর পর্দায় ফেরার খবর জানাজানি হয়েছে কয়েকদিন আগে। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় একটি ওয়েব ফিল্মে অভিনয় করছেন তিনি। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক আরিফিন শুভ। এবার জানা গেলো তাদের কাজটির নাম ‘ঊনিশ২০’। প্রযোজনা প্রতিষ্ঠান চরকি থেকে পাওয়া শুটিংয়ের কিছু মুহূর্তে শুভ ও বিন্দুকে দেখে নিন।

‘ঊনিশ২০’ নিয়ে আফসান আরা বিন্দু বেশ রোমাঞ্চিত।

দীর্ঘদিন পর কাজে ফিরে তিনি বলেন, ‘আট বছর ক্যামেরার সামনে নিজেকে সদ্যজাত শিল্পী মনে হচ্ছে! তবে পরিচালক, সহশিল্পী ও কলাকুশলীদের কাছ থেকে শুটিংয়ের প্রথম দিন থেকেই যে ভালোবাসা ও সম্মান পাচ্ছি তাতে আমি আপ্লুত। আগে যাদের সঙ্গে নিয়মিত কাজ হতো তাদের আবার দেখে ভালো লাগছে। পরিচালকের কথা শুনে-মেনে কাজ করছি।’

ওয়েব ফিল্মটি নিয়ে আরিফিন শুভ বলেন, ‘সবাই মিলে ভালো একটা কাজ শুরু করছি। আমাদের দিক থেকে শতভাগ ভালো একটা কাজ দর্শককে উপহার দেওয়ার চেষ্টা করবো আমরা। বাকিটা সময়, দর্শক ও সৃষ্টিকর্তার ওপর নির্ভর করবে।’

ছোট পর্দার পাশাপাশি ‘দারুচিনি দ্বীপ’, ‘জাগো’, ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’ ও ‘এইতো প্রেম’ সিনেমায় অভিনয় করেন বিন্দু। এরমধ্যে ‘জাগো’ সিনেমায় শুভর সঙ্গে অভিনয় করেছেন তিনি।

এবারই প্রথম দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি’র প্রযোজনায় কাজ করছেন শুভ ও বিন্দু।

২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন বিন্দু।

চরকির জন্য এর আগে ‘নেটওয়ার্কের বাইরে’ সিনেমা পরিচালনা করেন মিজানুর রহমান আরিয়ান। তার কথায়, ‘‘এটি একটি ফান, গান ও প্রেমের সিনেমা। যাদের জীবনে এমন ভালোলাগার মুহূর্ত ঘটেছে তারা নিজেদের সম্পৃক্ত করতে পারবেন গল্পের বিভিন্ন মুহূর্তের মাধ্যমে। আর যাদের জীবনে এমন ভালোলাগার মুহূর্ত আসেনি তারা প্রত্যাশা করবেন সেসব আসুক।’

বর্তমানে ঢাকার বিভিন্ন স্থানে ওয়েব ফিল্মটির শুটিং চলছে। আগামী বছর ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাবে ৯০ মিনিটের সিনেমাটি।

চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, “২০২৩ সালে এই সিনেমা চরকির জন্য গুরুত্বপূর্ণ কন্টেন্ট হতে যাচ্ছে। এখন পর্যন্ত চরকির সবচেয়ে জনপ্রিয় কনটেন্ট ‘নেটওয়ার্কের বাইরে’ পরিচালনা করেছেন আরিয়ান। তার পরিচালনায় শুভ-বিন্দু জুটির নতুন কাজ আসছে অনেক বছর পর, এটা ভেবেই ভালো লাগছে।”

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ