Connect with us

শুভেচ্ছা

ভুট্টা খেয়ে সানি দেওলের জন্মদিন উদযাপন

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

সানি দেওল

সানি দেওল (ছবি: ইনস্টাগ্রাম)

‘অর্জুন’, ‘ঘাতক’, ‘গাদার’সহ বলিউডের বেশকিছু জনপ্রিয় সিনেমার নাম বললেই চলে আসে ‘ধাই-কিলো কা হাত’ নায়ক সানি দেওল। গতকাল ছিলো তার ৬৫তম জন্মদিন। মানালিতে দিনটি উপভোগ করেছেন তিনি।

হিমালয়ের শীতল আবহাওয়া বেশ উপভোগ করছেন এই তারকা। কনকনে ঠাণ্ডায় দলবল নিয়ে পথের ধারে গরম-গরম ভুট্টা খেয়ে জন্মদিন উদযাপন করেছেন তিনি।

সানি দেওল

সানি দেওল (ছবি: ইনস্টাগ্রাম)

জন্মদিনে তোলা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সানি দেওল। বন্ধু, পরিবার ও ভক্তরা এতে তাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য অভিনেতা জ্যাকি শ্রফ, সৎ বোন এশা দেওল।

সানি দেওল, ধর্মেন্দ্র ও ববি দেওল

সানি দেওল, ধর্মেন্দ্র ও ববি দেওল (ছবি: ইনস্টাগ্রাম)

সবশেষ আর. বালকি পরিচালিত ‘চুপ’ সিনেমায় দেখা গেছে সানি দেওলকে। তিনি এখন ‘আপনে টু’ সিনেমার চিত্রনাট্য চূড়ান্ত করছেন। এতে ধর্মেন্দ্র, সানি দেওল, ববি দেওল ও সানির ছেলে করণ দেওল থাকবেন। এছাড়া তার হাতে আছে ‘গাদার টু’। এতে প্রথম পর্বের মতোই থাকবেন আমিশা প্যাটেল।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ