Connect with us

ঢালিউড

‘ব্ল্যাক ওয়ার’ দেখতে হুইলচেয়ারে চেপে সিনেমা হলে আরিফিন শুভর মা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মায়ের সঙ্গে আরিফিন শুভ (ছবি: ফেসবুক)

চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমা হলে দেখলেন তার মা খাইরুন নাহার। গতকাল সন্ধ্যায় ঢাকার ব্লকবাস্টার সিনেমাসে গিয়েছিলেন তারা। এবারই প্রথম ছেলের সিনেমা দেখলেন মা।

মাকে হুইলচেয়ারে বসিয়ে সিনেমা হলে যাওয়া, ১ হাজার টাকা দিয়ে টিকিট কেনা এবং সিনেমা হলে বসার মুহূর্তগুলো নিয়ে সাজানো একটি ভিডিও ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন আরিফিন শুভ। এতে লাইক পড়েছে ২৮ হাজারের বেশি। আর এটি শেয়ার হয়েছে দুই শতাধিক বার।

আরিফিন শুভ ফেসবুকে লিখেছেন, ‘১৩ বছরের ক্যারিয়ারে এই প্রথম মাকে নিয়ে সিনেমা হলে একসঙ্গে আমার সিনেমা দেখা আমার সত্যিই সবচেয়ে বড় পাওয়া। অসুস্থতার মাঝেও মা আমার সঙ্গে গিয়েছেন এবং আমাদের সঙ্গে মুভি দেখেছেন এবং অত্যন্ত খুশি হয়েছেন। মায়ের হাসিমুখের চাহনিই আমার সকল তৃপ্ততা এনে দিয়েছে। এ অনুভূতি কিছু শব্দে প্রকাশ করা কখনও সম্ভব নয়। আমার মায়ের জন্য দোয়া করবেন। তার সুস্থতার জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় বেঁচে থাকতে চাই।’

মায়ের সিনেমা হলে যাওয়ার ভিডিওতে ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার ‘ও মা আমার মা’ শিরোনামের গানটি রেখেছেন আরিফিন শুভ। এটি গেয়েছেন নোবেল। এর কথা লিখেছেন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন নাদিম ভূঁইয়া।

‘ব্ল্যাক ওয়ার’ সিনেমায় আরিফিন শুভ (ছবি: কপ ক্রিয়েশন)

কপ ক্রিয়েশন প্রযোজিত ‘ব্ল্যাক ওয়ার’ হলো ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দ্বিতীয় কিস্তি। এটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। এতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, রাশেদ খান অপু প্রমুখ।

আরিফিন শুভ

আরিফিন শুভ (ছবি: ফেসবুক)

২০১০ সালের ১৫ জানুয়ারি মুক্তিপ্রাপ্ত খিজির হায়াত খানের ‘জাগো’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পথচলা শুরু করেন আরিফিন শুভ। তার ক্যারিয়ারের ১৩ বছর পূর্ণ হলো। পুলিশ অ্যাকশনধর্মী সিনেমা ‘ঢাকা অ্যাটাক’-এর সুবাদে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

আরিফিন শুভ

‘মুজিব’ সিনেমার পোস্টারে আরিফিন শুভ (ছবি: ইনস্টাগ্রাম)

এদিকে আরিফিন শুভ এখন ওয়েব ফিল্ম ‘ঊনিশ২০’ এবং অনম বিশ্বাসের সিনেমা ‘ফুটবল ৭১’ নিয়ে ব্যস্ত। চলতি বছর মুক্তি পেতে পারে তার অভিনীত আরো দুই সিনেমা। এগুলো হলো শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: একটি জাতির রূপকার’, রায়হান রাফীর ‘নূর’।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ