Connect with us

ছবি ও কথা

মিসরে ‘প্রিয় মালতী’ মেহজাবীনের কিছু ছবি

৪৫‌তম কায়রো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিচ্ছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। উৎসবের ওয়ার্ল্ড সিনেমা শাখায় নিজের নতুন সিনেমা ‘প্রিয় মালতী’র প্রচারণা করতে এই উৎসবে হাজির হয়েছেন তিনি। লালগালিচা ও ওয়ার্ল্ড প্রিমিয়ারসহ বিভিন্ন মুহূর্তের স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই তারকা। সেগুলো দেখে নিন একঝলকে।

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

কায়রো উৎসবের লালগালিচায় মেহজাবীন চৌধুরী। তার ভেলভেট শাড়িটি ডিজাইন করেছেন সাফিয়া সাথী।

কায়রো উৎসবের লালগালিচায় ‘প্রিয় মালতী’ টিম।

কায়রো উৎসবে ‘প্রিয় মালতী’র প্রদর্শনীতে কথা বলছেন মেহজাবীন চৌধুরী।

কায়রো উৎসবে ‘প্রিয় মালতী’র প্রদর্শনীতে আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী।

কায়রো উৎসবে ‘প্রিয় মালতী’র প্রদর্শনীতে কথা বলছেন শঙ্খ দাসগুপ্ত।

মেহজাবীন চৌধুরীর হাতে ‘প্রিয় মালতী’ টিমের জন্য কায়রো উৎসবের ব্যাজ।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ