গান বাজনা
‘মুড়ির টিন’ দিয়ে শুরু কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুম
কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমের প্রথম গান হিসেবে প্রকাশিত হলো ‘মুড়ির টিন’। এতে স্থান পেয়েছে চট্টগ্রাম, সিলেট ও খুলনার আঞ্চলিক ভাষা। মূলত চাটগাঁইয়া ভাষায় গাওয়া হয়েছে গানটি। কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও স্পটিফাই চ্যানেলে শোনা যাচ্ছে এই গান।
চট্টগ্রামে লোকাল বাসের আরেকটি প্রচলিত নাম ‘মুড়ির টিন’। জ্যামে আটকে থাকা তরুণদের গল্প উঠে এসেছে এই মজার ও প্রাণচাঞ্চল্যে ভরপুর গানে। এতে অংশ নিয়েছেন তিন প্রতিভাবান তরুণ সংগীতশিল্পী রিয়াদ হাসান, তৌফিক আহমেদ ও পল্লব। তিনজনই খুব উচ্ছ্বসিত।
রিয়াদ হাসান বলেন, ‘কোক স্টুডিও বাংলায় অংশ নেওয়া আমার জন্য একটি স্বপ্নের মতো। আশা করছি, এই গান অনেকদিন ধরে সবার মুখে মুখে থাকবে।’
তৌফিক মনে করেন, ‘নতুন মৌসুম শুরুর জন্য এর মতো চমৎকার গান আর হয় না।’
পল্লব বলেন, ‘কোক স্টুডিওর মতো বড় একটি প্ল্যাটফর্মে সিলেট ও সিলেটি ভাষাকে সবার সামনে তুলে ধরার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত।’
ভালোবাসা দিবসে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগের ছয়টি জায়গায় একসঙ্গে বিশেষ প্রদর্শনীর মাধ্যমে গানটি প্রকাশিত হয়। ঢাকার রবীন্দ্র সরোবর ও আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) এলাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সাস্ট) ছিলো এসব আয়োজন। এগুলোতে ১০ হাজারের বেশিসংখ্যক দর্শক-শ্রোতা ‘মুড়ির টিন’ গানের তালে নেচেগেয়ে আনন্দ প্রকাশ করেন।
কোক স্টুডিও বাংলার সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব বলেন, ‘মুড়ির টিন দারুণ মজার ও প্রাণবন্ত একটি গান। এমন গান দিয়েই আমরা দ্বিতীয় মৌসুম শুরু করতে চেয়েছিলাম। তরুণ, প্রতিভাবান শিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিলো চমৎকার। বাংলাদেশের মানুষদের কথ্য সব ভাষাকে সম্মান জানাতে গানটি বেছে নেওয়া হয়েছে।’
কোক স্টুডিও বাংলা হলো কোকা-কোলার আন্তর্জাতিক সংগীত আয়োজন কোক স্টুডিওর বাংলাদেশি সংস্করণ।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস