Connect with us

টেলিভিশন

মেক্সিকোতে সাগরপাড়ে নজর কেড়েছেন তানজিন তিশা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিতে কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গিয়েছিলেন। এর ফাঁকে শহরটির নানান প্রান্তে ঘুরে বেড়িয়েছেন তিনি। এরপর মেক্সিকো ভ্রমণে গিয়েছিলেন এই তারকা। বেড়ানোর সময় তোলা বেশকিছু ছবি ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।

মেক্সিকোর কিন্তানা রু রাজ্যের কানকুন শহরে তানজিন তিশা।

রোদ ঝলমল দিনে অপূর্ব লেগেছে তানজিন তিশার সাজগোজ।

কাঁধখোলা হলুদ রঙা পোশাকে তানজিন তিশা।

নীল সাগরের পাড়ে পাম গাছের সারিতে মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ তানজিন তিশা।

নীল আকাশের নিচে খোলা চুলে মিষ্টি হাসিতে তানজিন তিশা।

সোনালি গোলাকার দুল পরেছিলেন তানজিন তিশা।

সৈকতের বালিতে খালি পায়ে ছবি তুলেছেন তানজিন তিশা।

ফরাসি যাজক জন ভিয়ানের একটি বিখ্যাত উক্তি পোস্ট করে ছবিগুলো শেয়ার করেছেন তানজিন তিশা। উক্তিটি হলো, ‘একটি খাঁটি মন চমৎকার মুক্তার মতো। সমুদ্রের তলদেশে যতক্ষণ এটি খোলসের ভেতর লুকিয়ে থাকে, কেউ এর প্রতি মুগ্ধতা নিয়ে ভাবে না। তবে এটি রোদের আলোয় নিয়ে এলে জ্বলজ্বল করে এবং সবার নজর কেড়ে নেয়। এভাবেই পৃথিবীতে আড়ালে থাকা খাঁটি মন একদিন অনন্ত সূর্যালোকে স্বর্গদূতদের সামনে জ্বলে উঠবে।’

মেক্সিকোর কিন্তানা রু রাজ্যের কানকুন শহরে আরেকদিন শ্বেতশুভ্র সৌন্দর্য ফুটিয়ে তুলেছিলেন তানজিন তিশা।

সাদা প্যান্টস্যুট আর সানগ্লাসে সেজেছিলেন তানজিন তিশা।

সাদার আবহে তানজিন তিশার লাল রঙা লিপস্টিক নজর কাড়ে।

পায়ে সোনালি নেলপলিশ লাগিয়ে সোনালি জুতা বেছে নিয়েছিলেন তানজিন তিশা।

ছবিগুলো শেয়ার করে তানজিন তিশা স্প্যানিশ ভাষায় লিখেছেন, ‘হোলা’। এর অর্থ হ্যালো!

মেক্সিকোর কানকুনে বেগুনি রঙা ফুলেল ছাপের মিনি পোশাকে তানজিন তিশা।

টুপি খুলে সানগ্লাস পরে তানজিন তিশার সমুদ্রবিলাস।

সাগরপাড়ে সূর্যের তাপ এড়াতে টুপি পরেছিলেন তানজিন তিশা।

ছবিগুলো শেয়ার করে সাগরের ঢেউয়ের ইমোজি জুড়ে দিয়ে তানজিন তিশা লিখেছেন, ‘হে আমার ভালোবাসা।’

সিনেমাওয়ালা প্রচ্ছদ