Connect with us

শুভেচ্ছা

মেয়ের নাম জানালেন দীপিকা-রণবীর

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন (ছবি: ইনস্টাগ্রাম)

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এখন মাতৃত্ব উপভোগ করছেন। মেয়ের সঙ্গে ফুরফুরে সময় কাটছে তার। গত ৮ সেপ্টেম্বর হাসপাতালে ভূমিষ্ঠ হয় দীপিকা ও বলিউড অভিনেতা রণবীর সিংয়ের প্রথম সন্তান। নিজেদের মেয়েকে কী নামে ডাকেন এই তারকা দম্পতি? ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সেই কৌতূহল মিটলো শিশুর জন্মের প্রায় একমাস পর। 

দীপিকা-রণবীর মেয়ের নাম রেখেছেন ‘দুয়া’। এর সঙ্গে আছে মায়ের ‘পাড়ুকোন’ ও বাবার ‘সিং’ বংশের নাম। পুরো নাম দুয়া পাড়ুকোন সিং। ইংরেজিতে দুয়া লেখার অক্ষর তিনটি। প্রথম অক্ষর ‘ডি’ হলো দীপিকার নামের আদ্যক্ষর। মাঝের ‘ইউ’ দুয়ার নানি উজ্জ্বলার নামের প্রথম অক্ষর। আর ‘এ’ হচ্ছে দীপিকার ছোট বোন আনিশার নামের আদ্যক্ষর। যদিও অনেকের ধারণা, ‘এ’ হলো রণবীর সিংয়ের মা অঞ্জুর নামের প্রথম অক্ষর।

গতকাল (২ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় মেয়ের দুটি খালি পায়ের ছবি শেয়ার করে নামের অর্থ ও এটি বেছে নেওয়ার কারণ জানিয়েছেন দীপবীর। তারা লিখেছেন, ‘দুয়া অর্থ প্রার্থনা। সে আমাদের প্রার্থনার উত্তর। আমরা ভালোবাসা ও কৃতজ্ঞতায় পূর্ণ হয়েছি।’

ইনস্টাগ্রামে দীপিকার পোস্টে লাইক পড়েছে ৩০ লাখ বারের বেশি। এর মন্তব্যের ঘরে অভিনেতা অর্জুন কাপুর লিখেছেন, ‘বেবি সিম্বা’। এছাড়া ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট, অনন্যা পান্ডে, ভূমি পেডনেকর, দিয়া মির্জা, বিপাশা বসু, পত্রলেখা, অভিনেতা বিক্রান্ত ম্যাসি, নীল নিতিন মুকেশ, পরিচালক করণ জোহর, সুজিত সরকারসহ অনেকে।

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন (ছবি: ইনস্টাগ্রাম)

এদিকে গতকাল মুক্তি পেয়েছে দীপিকা ও রণবীর অভিনীত ‘সিংঘাম অ্যাগেইন’। এতে দুই তারকাকেই পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা গেছে। এতে ইন্সপেক্টর সংগ্রাম ভালেরাও সিম্বা চরিত্রে রণবীর ও ইন্সপেক্টর শক্তি শেঠির ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা। রোহিত শেঠির পরিচালনায় এতে আরো আছেন অজয় দেবগণ, কারিনা কাপুর খান, অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফ, অর্জুন কাপুর ও জ্যাকি শ্রফ।

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন (ছবি: ইনস্টাগ্রাম)

২০১৩ সালে ‘গোলিয়ো কি রাসলীলা: রাম-লীলা’র শুটিংয়ে শুরু হয় দীপিকা-রণবীরের প্রেম। এরপর ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’ ও ‘৮৩’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে রাজকীয়ভাবে বিয়ে করেন দুই তারকা।

চলতি বছরে ‘সিংঘাম অ্যাগেইন’ দীপিকার তৃতীয় মুক্তিপ্রাপ্ত সিনেমা। গত জানুয়ারি ‘ফাইটার’ (হৃতিক রোশন) ও জুনে দর্শক মাতিয়েছে ‘কাল্কি ২৮৯৮ এডি’ (প্রভাস)।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ