Connect with us

বলিউড

মেয়েকে নিয়ে কলকাতায় এসব খাবারে মজেছেন আনুশকা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

আনুশকা শর্মা

আনুশকা শর্মা (ছবি: ইনস্টাগ্রাম)

বলিউড অভিনেত্রী-প্রযোজক আনুশকা শর্মা এখন ভারতের সাবেক ফাস্ট বোলার ঝুলন গোস্বামির বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমা নিয়ে ব্যস্ত। যুক্তরাজ্যে এর একটি ধাপের শুটিং শেষে কিছুদিন আগে কলকাতায় কাজ শুরু করেন তিনি। সেই পর্বও শেষ হয়েছে সদ্য।

কলকাতায় শুটিংয়ের ফাঁকে মেয়ে ভামিকাকে কোলে নিয়ে বেশ কয়েকটি দর্শনীয় জায়গায় ঘুরেছেন ৩৪ বছর বয়সী এই তারকা। পাশাপাশি ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার উপভোগ করেছেন। শনিবার (৩০ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় সেগুলোর নাম ও ছবি শেয়ার দিয়েছেন তিনি। তার এই পোস্টের শিরোনাম ‘ইট-প্রে-লাভ’।

আনুশকা শর্মা

গঙ্গার ঘাটে মেয়ে ভামিকাকে কোলে নিয়ে আনুশকা শর্মা (ছবি: ইনস্টাগ্রাম)

কলকাতার ময়দান, শিয়ালদহ স্টেশন, ইডেন, আন্দুলের বিভিন্ন জায়গায় ঘুরেছেন ‘রব নে বানা দি জোড়ি’ তারকা আনুশকা। মেয়ে ভামিকাকে কোলে নিয়ে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাকে। তবে মুখে মাস্ক রাখায় তখন তাকে কেউ চিনতে পারেনি। তা না হলে ভিড় সামলাতে হিমশিম খেতেন ক্রিকেটার বিরাট কোহলির স্ত্রী!

আরেকটি ছবিতে মেয়ে ভামিকাকে কোলে নিয়ে রাজপথে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আনুশকাকে। তারা কলকাতার কালীঘাট মন্দির, বেলুড় মঠ, গঙ্গার ঘাটসহ একাধিক জায়গায় ঘুরেছেন।

আনুশকা শর্মা

কলকাতার রাস্তায় মেয়ে ভামিকাকে কোলে নিয়ে আনুশকা শর্মা (ছবি: ইনস্টাগ্রাম)

কলকাতায় যেসব খাবার খেয়ে আনুশকা মুগ্ধ সেগুলোর ছবি পোস্ট করেছেন। এ তালিকায় আছে আলিয়া হোটেলের ফিরনি, বলবন্ত সিংয়ের চা-সিঙারা, সন্দেশ ও রসগোল্লা, প্যারামাউন্টের শরবত, গিরিশ দে’র গুড়ের মালাই রোল এবং পুটিরামের কচুরি ও আলুর দম।

আনুশকা শর্মা

কলকাতায় এসব খাবারের স্বাদ উপভোগ করেছেন আনুশকা শর্মা (ছবি: ইনস্টাগ্রাম)

‘চাকদা এক্সপ্রেস’ সিনেমার শুটিং শেষে আনুশকা বলেন, ‘কলকাতা বরাবরই আমার হৃদয়ে বিশেষ জায়গায় আছে। শহরটির মানুষজনের আন্তরিকতা, সুস্বাদু খাবার ও চমৎকার স্থাপত্যসহ সবকিছু আমার ভীষণ ভালো লাগে। কাজের সুবাদে কলকাতায় আবার আসতে পারা আনন্দের ব্যাপার।’

আনুশকা শর্মা

আনুশকা শর্মা (ছবি: ইনস্টাগ্রাম)

কলকাতায় এর আগে সবশেষ ২০১৮ সালে নিজের প্রযোজিত ও অভিনীত ‘পরী’র শুটিংয়ে এসেছিলেন আনুশকা। এবার ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমার প্রচারণামূলক ভিডিওর শুটিং করেন ইডেন গার্ডেনসে। মাঠে ঝুলন গোস্বামির সঙ্গে আলাপ হয়েছে তার।

আনুশকা শর্মা

‘চাকদা এক্সপ্রেস’ সিনেমার দৃশ্যে আনুশকা শর্মা (ছবি: ইনস্টাগ্রাম)

আগামী বছর নেটফ্লিক্সে মুক্তি পাবে প্রসিত রয় পরিচালিত ‘চাকদা এক্সপ্রেস’। মেয়ের জন্মের পর এটাই হবে আনুশকার প্রথম সিনেমা। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাকদাহ শহরের মেয়ে ঝুলনের গৌরবময় জীবন কাহিনি দেখা যাবে এতে। অনেক বাধা বিপত্তি পেরিয়ে তার ক্রিকেটার হওয়ার স্বপ্নপূরণ হয়েছিলো।

আনুশকা শর্মা

আনুশকা শর্মা (ছবি: ইনস্টাগ্রাম)

ঝুলন গোস্বামীর শারীরিক ভাষা, বোলিং ও ব্যাটিংয়ের ধরন রপ্ত করতে অনেকদিন মাঠে ব্যাট-বল হাতে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন আনুশকা। ব্যাপক অনুশীলন করতে হয়েছে তাকে।

আনুশকাকে সবশেষ চার বছর আগে বড় পর্দায় দেখা গেছে। ২০১৮ সালে মুক্তি পায় শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে তার অভিনীত ‘জিরো’। আনন্দ এল. রাই পরিচালিত সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ