Connect with us

ছবি ও কথা

মৌসুমী হামিদের বিয়ের ছবি

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

বিয়ে করেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। লেখক-নির্মাতা আবু সাইয়িদ রানার সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। আজ (১২ জানুয়ারি) ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ঘরোয়া পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দু’জনের প্রায় আড়াই বছরের সম্পর্ক দুই পরিবারের সম্মতিতে পূর্ণতা পেলো। সোশ্যাল মিডিয়ায় আজ সন্ধ্যায় বিয়ের ছবি শেয়ার করেছেন নায়িকা।

কনের সাজে বরের সঙ্গে তোলা ছবি পোস্ট করে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিবাহের পঞ্চম বরষে’ কবিতার কয়েক লাইনে মনের ভাব প্রকাশ করেছেন মৌসুমী হামিদ, ‘মিলনের স্বর্ণপাত্রে সুধা দিল ভরি/মধু সঞ্চয়ের পর/মধু পেরে করিল মুখর/শান্ত আনন্দের আমন্ত্রণে/আসন পাতিয়া দিল রবাহূত অনাহূত জনে।’

লাল টুকটুকে শাড়ির সঙ্গে সিক্স ইয়ার্ডস স্টোরি ব্র্যান্ডের গয়না ও ছোট্ট লাল টিপ পরেছেন দীর্ঘাঙ্গী মৌসুমী হামিদ।

মৌসুমী হামিদকে বাঙালি কনে সাজিয়েছে জাহিদ খান ব্রাইডাল মেকওভার। এর স্বত্বাধিকারী জাহিদ খানকে ধন্যবাদ জানিয়ে নায়িকা ফেসবুকে আরেকটি পোস্টে লিখেছেন, ‘পাশে থাকায় এবং আমার স্বপ্নকে সত্যি করে তোলার জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ।’

মৌসুমী হামিদের করা ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে অভিনন্দন জানিয়েছেন অভিনয়শিল্পী ও নির্মাতারা। তাদের মধ্যে উল্লেখযোগ্য চিত্রনায়িকা পূর্ণিমা, জাকিয়া বারী মম, সোহানা সাবা, সাবেরী আলম, তানভিন সুইটি, মৌসুমী নাগ, শাহনাজ খুশি, ফারজানা চুমকি, শামীমা তুষ্টি, শ্রাবন্তী, মাজনুন মিজান, এরফান মৃধা শিবলু, সাঈদ বাবু, আহসান হাবিব নাসিম, অরণ্য আনোয়ার, ইমেল হক।

নববধূর সাজে মৌসুমী হামিদের ছবিটি তুলেছেন তাহজীব জামি।

গত ১০ জানুয়ারি রাতে ছিলো মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ রানার গায়ে হলুদ।

হবু বর-কনের নাম লেখা হলুদের আয়োজন।

লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১০ প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়ে শোবিজে আসেন মৌসুমী হামিদ। এরপর অনেক নাটক ও কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ