Connect with us

শুভেচ্ছা

যমজ সন্তানের মা হলেন সুমাইয়া শিমু

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

সুমাইয়া শিমুর কোলে যমজ পুত্রসন্তান (ছবি: ফেসবুক)

ছোট পর্দার অভিনেত্রী সুমাইয়া শিমু মা হলেন। তার কোল জুড়ে এসেছে যমজ পুত্রসন্তান। এখন তিনি অভিনন্দনে ভাসছেন।

গতকাল (১৯ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় সুমাইয়া শিমু জানান, গত ৮ নভেম্বর সকাল ১১টা ২৬ মিনিট ও সকাল ১১টা ২৭ মিনিটে তার যমজ ছেলের জন্ম হয়। তবে দুই নবজাতকের নাম জানাননি তিনি।

সুমাইয়া শিমুর কোলে যমজ পুত্রসন্তান (ছবি: ফেসবুক)

সুমাইয়া শিমু বলেন, ‘সবার সঙ্গে সুসংবাদটি ভাগাভাগি করতে চেয়েছিলাম। আমাদের পরিবার বড় হয়েছে। আমরা এখন দুই ফুটফুটে ছেলের গর্বিত বাবা-মা। সর্বশক্তিমানকে ধন্যবাদ ও শুকরিয়া! আমাদের মন ভালোবাসায় ভরে গেছে। সবার শুভকামনার জন্য ধন্যবাদ। সত্যিই আমাদের হৃদয় প্রাণবন্ত হয়ে উঠেছে।’

সুমাইয়া শিমু (ছবি: ফেসবুক)

সুখবর জানানোর সঙ্গে একটি ভিডিও এবং সন্তানদের কোলে নিয়ে তোলা কয়েকটি ছবি শেয়ার করেছেন সুমাইয়া শিমু। ভিডিওতে দেখা গেছে, হাসপাতালে নার্সারি ট্রে’তে তার যমজ সন্তান শুয়ে আছে, তাদের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। দুই ছেলেকে স্বাগত জানাতে সোনালি রঙের ফয়েল বেলুন দিয়ে ‘টু হোম’ লিখে ঘর সাজানো হয়। এর সঙ্গে ছিলো সাদা, কালো ও আকাশি নীল রঙের বেলুন। বেবি শাওয়ারের দিন তোলা একটি ছবিও পোস্ট করেছেন তিনি।

সুমাইয়া শিমু (ছবি: ফেসবুক)

মা হওয়ায় সুমাইয়া শিমুকে বিনোদন অঙ্গনের অনেকে অভিনন্দন জানিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য চিত্রনায়িকা নিপুণ, কেয়া, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, অপি করিম, রোজী সিদ্দিক, তানভিন সুইটি, বন্যা মির্জা, দীপা খন্দকার, ফারজানা চুমকি, সুষমা সরকার, ঐন্দ্রিলা, সোহানা সাবা, নোভা ফিরোজ, স্বাগতা, শারমিন জোহা শশী, নাজিয়া হক অর্ষা, শাহনাজ খুশি, শামীমা তুষ্টি, অভিনেতা চঞ্চল চৌধুরী, এফ এস নাঈম, নিলয় আলমগীর, মিশা সওদাগর, জিতু আহসান, মীর সাব্বির, শতাব্দী ওয়াদুদ, সাজু খাদেম, রওনক হাসান, একে আজাদ সেতু, মাজনুন মিজান, আহসান হাবিব নাসিম, মুকিত জাকারিয়া, আমিন আজাদ, নরেশ ভূঁইয়া, সিদ্দিক, নির্মাতা সালাহউদ্দিন লাভলু, মাতিয়া বানু শুকু, গোলাম সোহরাব দোদুল, কৌশিক শংকর দাস, সকাল আহমেদ, মিজানুর রহমান আরিয়ান, দীপু হাজরা, আরিক আনাম খান, অনন্য ইমন, সংগীতশিল্পী তপন চৌধুরী, বাপ্পা মজুমদার, দিনাত জাহান মুন্নী, এলিটা করিম, লোপা হোসেইন, সৈয়দ শহিদ, জয় শাহরিয়ার, সাব্বির জামান, নৃত্যশিল্পী মুনমুন আহমেদ প্রমুখ।

সুমাইয়া শিমু (ছবি: ফেসবুক)

সুমাইয়া শিমু এমনিতে সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন। যমজ সন্তানের সুখবর দেওয়ার আগে গত জুনে বাবা দিবসে সর্বশেষ একটি পোস্ট করেছিলেন তিনি। মা হওয়ার খবর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানাতে আবার ফেসবুক বেছে নিলেন এই তারকা।

সুমাইয়া শিমু (ছবি: ফেসবুক)

২০১৫ সালের ২৮ আগস্ট যুক্তরাষ্ট্র-ভিত্তিক এনজিও রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নজরুল ইসলামের সঙ্গে বিয়ের বন্ধনে জড়ান সুমাইয়া শিমু। তার সঙ্গেই সংসার করছেন তিনি।

সুমাইয়া শিমুর জন্ম নড়াইলে। শৈশব কেটেছে সেখানেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ‘সরকার ও রাজনীতি’ বিষয়ে স্নাতকোত্তর এবং একই বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলায় পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি।

সুমাইয়া শিমু (ছবি: ফেসবুক)

১৯৯৯ সালে ‘এখানে আতর পাওয়া যায়’ নাটকের মধ্য দিয়ে টেলিভিশন নাটকে অভিষেক হয় সুমাইয়া শিমুর। এরপর অনেক খণ্ড নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিক এবং বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি।

দীর্ঘদিনের বিরতির পর ২০২১ সালে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘লাইফলাইন’ নাটকের মাধ্যমে অভিনয়ে ফেরেন সুমাইয়া শিমু। অলাভজনক সংগঠন ‘বেটার ফিউচার ফর ওমেন’ নামের একটি উন্নয়নমূলক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তিনি।

শুভেচ্ছা

নাগা চৈতন্য ও সবিতা ধুলিপালার বাগদান

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

সবিতা ধুলিপালা ও নাগা চৈতন্য (ছবি: ফেসবুক)

তেলুগু অভিনেতা নাগা চৈতন্য ও বলিউড অভিনেত্রী সবিতা ধুলিপালার সম্পর্ক নিয়ে অনেকদিন ধরে জল্পনা চলছিলো। সেই গুঞ্জন অবশেষে বাস্তবে রূপ নিলো। আজ (৮ আগস্ট) সকালে ঘরোয়া পরিসরে তাদের বাগদান হয়েছে। নাগার বাবা অভিনেতা নাগার্জুনার বাড়িতে দুই পরিবারের উপস্থিতিতে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সোশ্যাল মিডিয়ায় তিনিই এই সুখবর জানিয়েছেন। 

ফেসবুক ও ইনস্টাগ্রামে নাগার্জুনা আক্কিনেনি ছেলের বাগদানের দুটি স্থিরচিত্র শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘আমাদের ছেলে নাগা চৈতন্যের সঙ্গে সবিতা ধুলিপালার বাগদান ঘোষণা করতে পেরে আমি খুবই আনন্দিত। আজ সকাল ৯টা ৪২ মিনিটে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। সবিতাকে আমাদের পরিবারে স্বাগত জানাতে পেরে আমরা খুবই খুশি। যুগলকে অনেক শুভেচ্ছা! সারা জীবন তাদের জীবনে ভালোবাসা ও সুখ ভরে থাকুক। ঈশ্বর তাদের মঙ্গল করুন।’

সবিতা ধুলিপালা, নাগার্জুনা ও নাগা চৈতন্য (ছবি: ফেসবুক)

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বাগদানে সবিতা সেজেছিলেন হালকা গোলাপি রঙের শাড়ি ও ব্লাউজে। খোঁপায় বাঁধা ছিলো গোলাপি ফুল। নাগা চৈতন্য পরেছেন সাদা শেরওয়ানি। তারকা জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন জগতের অনেকেই।

সবিতা ধুলিপালা ও নাগা চৈতন্য (ছবি: ফেসবুক)

জ্যোতিষীর পরামর্শ নিয়েই ৮ আগস্ট দিনটি বেছে নেওয়া হয়েছে। নাগার মা অমলা আক্কিনেনি, ভাই আখিল আক্কিনেনি, সবিতার মা-বাবা ও বোন এবং হবু বর-কনের ঘনিষ্ঠরা বাগদানে ছিলেন। চলতি বছরের শেষ প্রান্তে সাত পাকে বাঁধা পড়বেন দুই তারকা।

নাগা চৈতন্য (ছবি: এক্স)

নাগা চৈতন্য ২০১৭ সালে গোয়াতে তামিল-তেলুগু অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিয়ের বন্ধনে জড়ান। চার বছরের দাম্পত্য জীবন কাটানোর পর ২০২১ সালের অক্টোবরে  তাদের বিচ্ছেদ হয়। সামান্থার সঙ্গে সংসারে থাকাকালীন সবিতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে যান নাগা। তারা একসঙ্গে ইউরোপ বেড়াতে যাওয়ার পর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, দু’জনে একটি পার্টি উপভোগ করছেন। সেই থেকে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা ঘনীভূত হতে থাকে। তবে এই তারকা জুটি মুখ খোলেননি।

নাগা চৈতন্য ও সবিতা ধুলিপালা (ছবি: এক্স)

সামান্থার সঙ্গে প্রতারণার কথা কয়েক মাস আগে একটি সাক্ষাৎকারে স্বীকার করেন নাগা। ৩৭ বছর বয়সী এই অভিনেতা জানান, দাম্পত্য জীবনে থাকাকালীন অন্য সম্পর্কে জড়িয়েছেন।

বাগদানের আগে সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট থেকে সামান্থার সঙ্গে তোলা একাধিক স্থিরচিত্র মুছে ফেলেছেন নাগা চৈতন্য। কেবল ‘মাজিলি’ (২০১৯) সিনেমার পোস্টার ও শুটিংয়ের কিছু ছবি এখনো আছে। এতে সামান্থার সঙ্গে জুটি বাঁধেন তিনি।

সবিতা ধুলিপালা ও নাগা চৈতন্য (ছবি: ফেসবুক)

সামান্থার সঙ্গে বিয়েবিচ্ছেদের পর অবসাদে দিন কাটতো নাগার। নাগার্জুনা বলেন, ‘বাগদান-পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। জীবনে আবার সুখ খুঁজে পেয়েছে চৈতন্য। সে সত্যিই খুব খুশি। আমার ছেলে মনের কথা সহজে প্রকাশ করে না। কিন্তু আমি বুঝতে পারতাম, সে ভালো নেই। আবার তাকে হাসতে দেখে আমি খুব খুশি। সবিতা ও নাগার জুটি অসাধারণ। তারা পরস্পরকে খুব ভালোবাসে।’

সবিতা ধুলিপালা (ছবি: এক্স)

২০১৬ সালে অনুরাগ কাশ্যাপের ‘রমণ রাঘব ২.০’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সবিতা ধুলিপালার। অ্যামাজন প্রাইম ভিডিওর ‘মেড ইন হ্যাভেন’ সিরিজের সব মৌসুমে (২০১৯-২০২৩) অভিনয় করেছেন তিনি। তার আরো দুটি আলোচিত সিরিজ ‘বার্ড অব ব্লাড’ (নেটফ্লিক্স) ও ‘দ্য নাইট ম্যানেজার’ (ডিজনি প্লাস হটস্টার)।

সবিতা ধুলিপালা (ছবি: এক্স)

হিন্দির পাশাপাশি তেলুগু, মালায়লাম ও তামিল সিনেমায় দেখা গেছে সবিতাকে। সম্প্রতি দেব প্যাটেলের পরিচালনায় ‘মাঙ্কি ম্যান’-এর মাধ্যমে হলিউডে পা রেখেছেন ৩২ বছর বয়সী এই অভিনেত্রী।

পড়া চালিয়ে যান

শুভেচ্ছা

বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের হাবু ভাই

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

চাষী আলমের কোলে পুত্রসন্তান (ছবি: ফেসবুক)

অভিনেতা চাষী আলম প্রথমবার বাবা হলেন। তার ঘরে এসেছে একটি পুত্রসন্তান। তার ওজন ছিল ৩ দশমিক ২৫ কেজি। মা ও ছেলে উভয়ে সুস্থ আছে। 

ঢাকার একটি হাসপাতালে গতকাল বুধবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে চাষীর পুত্রসন্তানের জন্ম হয়। তিনি জানান, আকিকা দিয়ে ছেলে নাম রাখবেন।

চাষী আলম ও তুলতুল ইসলাম (ছবি: ফেসবুক)

চাষীর স্ত্রী তুলতুল ইসলাম সুখবরটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে গিয়ে লিখেছেন, ‘আমাদের জীবনের নতুন ভালোবাসা নুর ফারিস্তাকে দেখুন। জুনিয়র চাষী। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’

‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজের সুবাদে ‘হাবু ভাই’ নামে বেশ জনপ্রিয় চাষী আলম। গত বছরের ২৫ আগস্ট ঢাকার মেয়ে তুলতুল ইসলামের সঙ্গে বিয়ের বন্ধনে জড়ান তিনি।

পড়া চালিয়ে যান

শুভেচ্ছা

নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ডসে পুরস্কার পেলেন মেহজাবীন-ফারিণ-দর্শনা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

(বাঁ থেকে) মেহজাবীন চৌধুরী (ছবি: ফেসবুক)

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২২তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে সুঅভিনয়ের জন্য স্বীকৃতি পেলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিণ ও ওপার বাংলার তারকা দর্শনা বণিক। বাংলাদেশ ও প্রবাসের ২৭ জন শিল্পী-কলাকুশলী ও উদ্যোক্তাদের পুরস্কার দেওয়া হয়েছে এবারের আসরে।

গত ৩০ জুন স্থানীয় সময় রাতে কুইন্সের জ্যামাইকার অ্যামাজুরা মিলনায়তনে পুরস্কার বিতরণের পাশাপাশি নাচ, গান ও কৌতুক পরিবেশনা উপভোগ করেন দর্শক-অতিথিরা। অনুষ্ঠানটির সঞ্চালনা ছিলেন বাবু জামান ও কণ্ঠশিল্পী জিনাত জাহান মুন্নি।

তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসের আয়োজক শো-টাইম মিউজিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর খান আলম সকল পৃষ্ঠপোষক, শিল্পী-কলাকুশলীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। আগামীতে বাংলা সংস্কৃতি ও বিনোদনপ্রেমীদের সাড়া পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দর্শনা বণিক (ছবি: ফেসবুক)

২২তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা
আজীবন সম্মাননা: আহমদ শরীফ ও তরিকুল ইসলাম মিতু (যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেতা)
সেরা টিভি অভিনেতা: চঞ্চল চৌধুরী
সেরা টিভি অভিনেত্রী: মেহজাবীন চৌধুরী (দ্য সাইলেন্স)
সেরা ওয়েব সিরিজের অভিনেত্রী: তাসনিয়া ফারিণ (নিকষ)
সেরা ওয়েব ফিল্মের অভিনেত্রী: তানজিন তিশা (পয়জন)
সেরা চলচ্চিত্র অভিনেতা: শাকিব খান (প্রিয়তমা)
সেরা চলচ্চিত্র অভিনেত্রী: তমা মির্জা (সুড়ঙ্গ), মন্দিরা চক্রবর্তী (কাজলরেখা)
সেরা চলচ্চিত্র পরিচালক: রায়হান রাফি (সুড়ঙ্গ), হিমেল আশরাফ (প্রিয়তমা)
বিশেষ পুরস্কার: দর্শনা বণিক, জায়েদ খান
সেরা কৌতুক অভিনেতা: নজরুল ইসলাম
সেরা গায়ক: তাহসান
সেরা গায়িকা: আতিয়া আনিসা
সেরা ফোক গায়িকা: বিন্দু কণা, সুলতানা ইয়াসমিন লায়লা
সেরা সংগীত পরিচালক ও গীতিকবি: কবির বকুল
প্রবাসের উদীয়মান কণ্ঠশিল্পী: নিপা জামান, রানো নওয়াজ ও অনিক রাজ
ইয়াংস্টার ইউটিউবার: প্রিসিলা
সেরা নারী উদ্যোক্তা: অনুভা শাহীন হোসেন
সেরা উদ্যোক্তা: শাহ নেওয়াজ (সিইও, গোল্ডেন এজ হোম কেয়ার), রুহিন হোসেন (সিইও, রিভারটেল), নাসির সবুজ (সিইও, এসএনএস হোম লোন)

পড়া চালিয়ে যান
Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ