Connect with us

শুভেচ্ছা

যে কারণে জন্মদিনে দেখা দেননি, ভক্তদের জন্য শাহরুখের বার্তা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

শাহরুখ খান (ছবি: ইনস্টাগ্রাম)

বলিউড বাদশা শাহরুখ খান সাধারণত নিজের জন্মদিনের প্রথম প্রহরে অর্থাৎ মাঝরাতে ভক্তদের সামনে হাজির হন। মান্নাতের ব্যালকনিতে দাঁড়িয়ে দুই হাত মেলে ভালোবাসায় সাড়া দেন এই তারকা। এ ঘটনার পুনরাবৃত্তি নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এবার ঘটলো ছন্দপতন!

গত ১ নভেম্বর রাত থেকে মুম্বাইয়ে মান্নাতের সামনে ভক্তদের ভিড় জমে গিয়েছিলো। কিন্তু দেখা দেননি শাহরুখ। ধারণা করা হচ্ছে, নিরাপত্তাজনিত কারণে জনসমুদ্রের সামনে আসেননি ৫৯ বছর বয়সী এই অভিনেতা। বলিউডের আরেক সুপারস্টার সালমান খান নিয়মিত খুনের হুমকি পাচ্ছেন। সালমান ঘনিষ্ঠ সবারই প্রাণনাশের ঝুঁকি রয়েছে বলে শঙ্কা। তাই শাহরুখকে তেমন একটা বাইরে দেখা যাচ্ছে না।

শাহরুখ খান (ছবি: ইনস্টাগ্রাম)

গতকাল (২ নভেম্বর) জন্মদিনের প্রায় শেষ লগ্নে সোশ্যাল মিডিয়ায় শাহরুখ লিখেছেন, ‘আমার সন্ধ্যাকে বিশেষ করে তোলার জন্য আপনাকে ধন্যবাদ। আমার জন্মদিনের জন্য যারা এসেছিলেন তাদের প্রত্যেককে আমার ভালোবাসা জানাই। আর যারা আসতে পারেননি তাদের জন্য আমার সমস্ত ভালোবাসা পাঠিয়ে দিলাম।’

শাহরুখ-পত্নী গৌরী খান সোশ্যাল মিডিয়ায় গতকাল সন্ধ্যায় দুটি ছবি শেয়ার করেছেন। এরমধ্যে একটিতে আলো ঝলমলে সাজানো ঘরে এই দম্পতিকে দেখা গেছে। অন্যটি গোল চকলেট কেক কেটে শাহরুখের জন্মদিন উদযাপনের স্থিরচিত্র। তার একপাশে গৌরী, অন্যপাশে মেয়ে সুহানা খান।

 

View this post on Instagram

 

A post shared by Gauri Khan (@gaurikhan)

শাহরুখকে ট্যাগ করে গৌরী লিখেছেন, ‘গত রাতে বন্ধু ও পরিজনেদের সঙ্গে একটি স্মরণীয় সন্ধ্যা। শুভ জন্মদিন।’

এর আগে গতকাল দিনভর ভক্ত, সহকর্মী, স্বজন ও বন্ধুদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন শাহরুখ।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ