Connect with us

বলিউড

যে কারণে বিয়ের প্রথম চারদিন ঘর থেকে বের হবেন না রণবীর-আলিয়া

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

রণবীর কাপুর ও আলিয়া ভাট
রণবীর কাপুর ও আলিয়া ভাট (ছবি: ইনস্টাগ্রাম)

তিন বছরেরও বেশি সময় চুটিয়ে প্রেমের পর বিয়ে করে থিতু হতে যাচ্ছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বুধবার (১৩ এপ্রিল) আলিয়ার হাতে মেহেদি রাঙানোর মধ্য দিয়ে বিয়ের উৎসব শুরু হয়েছে। সাত পাকে বাঁধা পড়ার পর বেশকিছু আচার-অনুষ্ঠান মেনে চলতে সব ধরনের কাজ থেকে বিরতি নিচ্ছেন বলিউডের এই দুই তারকা।

বিয়ের পর পাঞ্জাবি কাপুর পরিবারের নববধূ হিসেবে আলিয়াকে চৌনকা চারধন থেকে শুরু করে কিছু আচার-অনুষ্ঠান পালন করতে হবে।

রণবীর কাপুর ও আলিয়া ভাট

রণবীর কাপুর ও আলিয়া ভাট (ছবি: ইনস্টাগ্রাম)

বলিউড লাইফকে একটি সূত্র জানিয়েছে, পাঞ্জাবি রীতি অনুযায়ী বর-কনে টানা চারদিন একটি ঘরে আবদ্ধ থাকবেন। প্রতিদিন সকালে তারা পূজা করবেন। বিয়ের চতুর্থ দিন নবদম্পতি স্নান করে সত্য নারায়ণ পূজায় বসবেন। তারপর আলিয়াকে লাল রঙা সিঁদুর পরিয়ে চিরকাল একসঙ্গে থাকার প্রতিশ্রুতি দেবেন রণবীর।

জানা গেছে, আলিয়ার হবু শাশুড়ি নীতু কাপুর সব আচার-অনুষ্ঠানের ব্যাপারে খুব খুঁতখুঁতে। পুত্রবধূকে স্বাগত জানাতে মুখিয়ে আছেন তিনি। বুধবার মেহেদি অনুষ্ঠানে ঋষি কাপুরের স্ত্রী সাংবাদিকদের কাছে মন্তব্য করেছেন, ‘আলিয়া ইজ দ্য বেস্ট।’

রণবীর কাপুর ও আলিয়া ভাট

রণবীর কাপুর ও আলিয়া ভাট (ছবি: সংগৃহীত)

রণবীরের বাস্তু ভবনে দুপুরে মেহেদি অনুষ্ঠানের পর সন্ধ্যায় ছিল সংগীতানুষ্ঠান। এতে কণ্ঠশিল্পী প্রতীক কুহাড় গেয়ে শোনান পাঞ্জাবি ও হিন্দি ভাষার সুফি, ফোক ও শাস্ত্রীয় ঘরানার গান। এছাড়া বেজেছে আলিয়ার ‘রাজি’ সিনেমার ‘দিলবারো’ গানটি।

দুই পরিবারের অন্য নারীরা বৃহস্পতিবার নিজেদের হাত মেহেদিতে রাঙাবেন। এদিন বিয়ের বন্ধনে জড়াবেন রণবীর ও আলিয়া।

আলিয়া ভাট ও রণবীর কাপুর

‘ব্রক্ষ্মাস্ত্র’ সিনেমার গানে আলিয়া ভাট ও রণবীর কাপুর (ছবি: ইনস্টাগ্রাম)

রণবীর ও আলিয়াকে ‘ব্রক্ষ্মাস্ত্র’ সিনেমায় প্রথমবার একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে। আয়ান মুখার্জি পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী ৯ সেপ্টেম্বর। বুধবার এই সিনেমার ‘কেসারিয়া’ গানের ভিডিওর কিছু অংশ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আয়ান।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ