Connect with us

ওটিটি

রণবীর-দীপিকার ‘এইটি থ্রি’র সঙ্গে লড়বে ‘খাঁচার ভেতর অচিন পাখি’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

তমা মির্জা

‘খাঁচার ভেতর অচিন পাখি’তে ফজলুর রহমান বাবু ও তমা মির্জা (ছবি: চরকি)

এশিয়ান অ্যাকাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডসে জাতীয় পর্যায়ে তিনটি শাখায় বিজয়ী হলো বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকি’র কন্টেন্ট। এগুলো হলো সেরা ফিচার ফিল্ম রায়হান রাফীর ‘খাঁচার ভেতর অচিন পাখি’, সেরা ড্রামা সিরিজ সালেহ সোবহান অনীম, সিদ্দিক আহমেদ এবং সুকর্ণ শাহেদ ধীমান পরিচালিত ‘জাগো বাহে’ এবং সেরা পরিচালক (ফিকশন) মোহাম্মদ তাওকীর ইসলাম (শাটিকাপ)।

সেরা ফিচার ফিল্ম ‘খাঁচার ভেতর অচিন পাখি’র সঙ্গে লড়বে বলিউড তারকা রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের ‘এইটি থ্রি’ (নেটফ্লিক্স) এবং হংকং রেপার্টরি থিয়েটারের ‘প্রিন্সিপ্যাল’।

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

‘এইটি থ্রি’ সিনেমায় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন (ছবি: ফেসবুক)

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এশিয়ান অ্যাকাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডসের ফেসবুক পেজে লাইভে এবারের বিভিন্ন শাখার জাতীয় বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিটি শাখায় জাতীয় পর্যায়ে সেরাদের মধ্য থেকে মূল আয়োজনে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হবে।

এবারই প্রথম এশিয়ান অ্যাকাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডসে যুক্ত হলো বাংলাদেশের নাম। এ প্রসঙ্গে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘এশিয়ান অ্যাকাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডসের স্বীকৃতি নিঃসন্দেহে আমাদের জন্য বড় সাফল্য। চরকি প্রমাণ করেছে, বাংলাদেশ আন্তর্জাতিক মানের কনটেন্ট বানাতে পারে।’

জাগো বাহে

‘জাগো বাহে’ সিরিজের ‘শব্দের খোয়াব’ গল্পে সহশিল্পীর পাশে চঞ্চল চৌধুরী (ছবি: চরকি)

সেরা ড্রামা সিরিজ ‘জাগো বাহে’র প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার ‘দ্য সিক্রেটস শি কিপস সিজন টু’ এবং চীনের ‘দ্য আইডিয়াল সিটি’।

সেরা পরিচালক (ফিকশন) শাখায় মোহাম্মদ তাওকীর ইসলামের সঙ্গে লড়বেন নিউজিল্যান্ডের অ্যাইডি ওয়াকার (কিড সিস্টার) এবং হংকংয়ের ইপ-চুন ফাই (ব্যারাক ও’কর্মা ১৯৬৮)।

শাটিকাপ

‘শাটিকাপ’ সিরিজের পোস্টার (ছবি: চরকি)

প্রতি বছরের ডিসেম্বরে সিঙ্গাপুরে প্রদান করা হয় এশিয়ান অ্যাকাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১৬টি দেশের সিনেমা এবং টেলিভিশনের সেরা কাজগুলোকে স্বীকৃতি দেওয়া হয়।

চরকির ১৫ মাসের পথচলায় অর্জন করেছে চ্যানেল আই আইসিটি ডিজিটাল অ্যাওয়ার্ডসে ৮টি, মেরিল প্রথম আলো পুরস্কারে ৪টি এবং ব্লেন্ডার্স চয়েস ডেইলি স্টার ওটিটি অ্যাওয়ার্ডসে ১১টি স্বীকৃতি। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে ইনমা অ্যাওয়ার্ডে পেয়েছে বিশেষ স্বীকৃতি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ