Connect with us

বলিউড

রণবীর-সাই পল্লবী-যশের ‘রামায়ণ’ আসবে দুই ভাগে

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

(বাঁ থেকে) রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ (ছবি: প্রাইম ফোকাস স্টুডিওস)

সব জল্পনার অবসান! বহুল প্রত্যাশিত সিনেমা ‘রামায়ণ’ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা এলো। এতে রাম চরিত্রে দেখা যাবে বলিউড তারকা রণবীর কাপুরকে। সীতার ভূমিকায় থাকবেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। রাবণ রূপে বড় পর্দায় আসবেন আরেক ‘কেজিএফ’ তারকা যশ।

গতকাল (৬ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় ‘রামায়ণ’ সিনেমার প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশ্যে এনেছেন প্রযোজক নমিত মালহোত্রা। এদিন ছিল রণবীরের মেয়ে রাহার দ্বিতীয় জন্মদিন।

 

View this post on Instagram

 

A post shared by Namit Malhotra (@iamnamitmalhotra)

পোস্টারে দেখা যাচ্ছে, একটি বাণ আকাশ ফুঁড়ে চলেছে, আগুনের ঝলকে। এতে  উল্লেখ রয়েছে দুই ভাগে মুক্তি পাবে বিশাল ক্যানভাসের ‘রামায়ণ’। প্রথম পর্ব আসবে ২০২৬ সালের দীপাবলিতে। দ্বিতীয় কিস্তি মুক্তি পাবে ২০২৭ সালের দীপাবলিতে।

দীর্ঘদিন ধরে খবরের শিরোনামে আসছিলো প্রাইম ফোকাস স্টুডিওস প্রযোজিত ‘রামায়ণ’। এটি পরিচালনা করবেন ‘দঙ্গল’, ‘ছিচ্চোরে’ ও ‘বাওয়াল’ সিনেমার পরিচালক নিতেশ তিওয়ারি।

(বাঁ থেকে) রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ (ছবি: এক্স)

প্রযোজক নমিত মালহোত্রা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘প্রায় পাঁচ হাজার বছর আগের যে মহাকাব্য কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছে, সেটি নিয়ে সিনেমা তৈরির স্বপ্ন দেখেছিলাম প্রায় একদশক আগে। আমাদের টিমের অক্লান্ত পরিশ্রমের ফলে এটি বাস্তবে রূপ পেতে চলেছে, এজন্য আমি খুবই উচ্ছ্বসিত। আমাদের ইতিহাস, সত্য ও সংস্কৃতি রামায়ণকে বিশ্ব দরবারে সর্বাধিক প্রামাণ্য, পবিত্র ও দৃশ্যত চমকদারভাবে উপস্থাপন করাই সিনেমাটি নির্মাণের উদ্দেশ্য।’

‘রামায়ণ’-এ কৈকেয়ীর ভূমিকায় লারা দত্ত ও মন্থরা চরিত্রে থাকতে পারেন শিবা চাড্ডা। হনুমানের ভূমিকায় দেখা যাবে সানি দেওলকে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ