Connect with us

শুভেচ্ছা

রুনা লায়লার জন্মদিনে অফিসিয়াল ইউটিউব চ্যানেল

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

রুনা লায়লা (ছবি: ফেসবুক)

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লার অফিসিয়াল ইউটিউব চ্যানেল চালু হলো। আজ (১৭ নভেম্বর) নিজের জন্মদিন উপলক্ষে শ্রোতা-ভক্ত ও সংগীতানুরাগীদের এই উপহার দিলেন তিনি। ‘দ্য রুনা লায়লা’ চ্যানেলে গুণী এই শিল্পীর গাওয়া গানের ভিডিও, বিভিন্ন অর্জনের গল্প ও আগামী কাজ পাওয়া যাবে। 

গতকাল (১৬ নভেম্বর) রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় রুনা লায়লা বলেন, ‘আমার প্রতি জন্মদিনে আপনারা অনেক শুভেচ্ছা বার্তা পাঠান, ভালোবাসা দেন, উপহার দেন। সেই সঙ্গে দোয়া-আশীর্বাদ তো থাকেই আপনাদের। ভাবছি আমার এবারের জন্মদিনে আপনাদের একটা উপহার দেবো। সেটি হলো আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল।’

ইউটিউবে চ্যানেলটির ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ জানিয়েছেন রুনা লায়লা। দেশবরেণ্য এই সংগীতশিল্পী।

ফেসবুকে ভিডিও বার্তায় রুনা লায়লা যোগ করেন, ‘গানের জগতে আমার ৬০ বছরের পথচলায় যা কিছু করেছি এবং আগামীতে কী করতে চাই সেগুলো তুলে ধরতে আপনাদের সবাইকে পাশে চাই। আপনাদের ভালোবাসা যেন থাকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজের যত্ন নেবেন। আমি সবাইকে ভালোবাসি। অনেক ধন্যবাদ।’

ভিডিও বার্তা শেয়ার দিতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রুনা লায়লা লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ! আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল শেয়ার করে বেশ উচ্ছ্বসিত লাগছে।’

রুনা লায়লা (ছবি: ফেসবুক)

১৯৫২ সালের ১৭ নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন রুনা লায়লা। দীর্ঘ ছয় দশকের সংগীতজীবনে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন তিনি। মোট ১৮টি ভাষায় তার গাওয়া গানের সংখ্যা ১০ হাজারের বেশি। ‘দি রেইন’, ‘জাদুর বাঁশি’, ‘অ্যাক্সিডেন্ট’, ‘অন্তরে অন্তরে’, ‘দেবদাস’, ‘প্রিয়া তুমি সুখী হও’ ও ‘তুমি আসবে বলে’ সিনেমায় প্লেব্যাকের জন্য সেরা গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

রুনা লায়লার কালজয়ী গানের তালিকায় রয়েছে ‘যখন আমি থাকবো নাকো’, ‘বুকে আমার আগুন জ্বলে’, ‘যখন থামবে কোলাহল’, ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো’, ‘আয়রে মেঘ আয়রে’, ‘এই বৃষ্টিভেজা রাতে’, ‘আমার মন বলে তুমি আসবে’, ‘পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে’, ‘বন্ধু তিন দিন তোর বাড়িত’, ‘সুখ তুমি কী বড় জানতে ইচ্ছে করে’, ‘পান খাইয়া ঠোঁট লাল’ প্রভৃতি। দেশের গানের তালিকায় উল্লেখযোগ্য– ‘প্রতিদিন তোমায় দেখি সূর্যরাগে’, ‘হায়রে আমার মন মাতানো দেশ’, ‘আমায় গেঁথে দাও না মাগো’।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ