Connect with us

ঢালিউড

রেহানার পর পুলিশ হয়ে বড় পর্দায় আসছেন বাঁধন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমায় আজমেরী হক বাঁধন (ছবি: কপ ক্রিয়েশন্স)

‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার মাধ্যমে দেশ-বিদেশে প্রশংসা কুড়ানোর পর বলিউডে বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ সিনেমায় টাবুর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। এবার পুলিশ কর্মকর্তা হিসেবে বড় পর্দায় আসছেন তিনি। ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমায় তাকে এই চরিত্রে দেখা যাবে। আজ (১৯ মার্চ) এর ১ মিনিট ৪ সেকেন্ডের টিজার প্রকাশিত হয়েছে।

‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমায় সহকারী পুলিশ সুপার লিনা চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। টিজারে দেখা যায়, পুলিশের পোশাক পরে আয়নায় তাকিয়ে নিজেকে দেখছেন তিনি। এছাড়া সাদা পোশাকে কয়েকটি অভিযানের চুম্বক অংশে আছেন এই তারকা।

থ্রিল, রহস্য ও সাসপেন্সে ভরা সিনেমাটির গল্পে দেখা যাবে, ১৪ ফেব্রুয়ারি তথা ভালোবাসা দিবসের পর একই জেলায় খুন-ধর্ষণের শিকার হন অর্চনা গোপ, জেসমিন টিউলিপ এবং এশা জান্নাত নামের তিন তরুণী। কে নৃশংস খুনি? তাকে খুঁজে বের করতে তদন্তের দায়িত্ব পড়ে চৌকস পুলিশ কর্মকর্তা লিনার কাঁধে।

সত্যি ঘটনা অবলম্বনে ‘এশা মার্ডার: কর্মফল’ পরিচালনা করেছেন সানী সানোয়ার। এটি মুক্তি পাবে আগামী ঈদুল আজহায়। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, ফারুক আহমেদ, শরীফ সিরাজ, হাসনাত রিপন, পূজা ক্রুজসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে কপ ক্রিয়েশন ও ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ।

সিনেমাওয়ালা প্রচ্ছদ