Connect with us

বিশ্বসংগীত

লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসে শাকিরার জয়জয়কার

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবার হয়ে গেলো লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডস। স্পেনের সেভিল শহরে পুরস্কার বিতরণ করা হয়েছে। এবার তিনটি শাখায় সেরা হয়েছেন কলম্বিয়ান পপতারকা শাকিরা। ছবিতে দেখে নিন আরো যারা পুরস্কার পেলেন।

আর্জেন্টাইন ডিজে বিজারর‍্যাপের সঙ্গে শাকিরার যৌথ গান ‘শাকিরা: বিজারর‍্যাপ মিউজিক সেশনস, ভলিউম. ফিফটি থ্রি’ জিতেছে সং অব দ্য ইয়ার এবং পপ সং অব দ্য ইয়ার পুরস্কার। এছাড়া ৪৬ বছর বয়সী এই গায়িকা ‘টিকিউজি’ গানের সুবাদে ক্যারল জি’র সঙ্গে পেয়েছেন বেস্ট আরবান/ফিউশন পারফরম্যান্স স্বীকৃতি।

কলম্বিয়ান গায়িকা ক্যারল জি’র ‘মানিয়ানা চেরা বনিতো’ অ্যালবাম অব দ্য ইয়ার এবং বেস্ট আরবান মিউজিক অ্যালবাম পুরস্কার পেয়েছে।

রেকর্ড অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে মেক্সিকান গায়িকা নাতালিয়া লাফোরকাদের গান ‘দে তোদাস লাস ফ্লরেস’।

বেস্ট নিউ আর্টিস্ট অ্যাওয়ার্ড জিতেছেন ভেনেজুয়েলার জোয়াকিনা।

২৪তম লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা
রেকর্ড অব দ্য ইয়ার: দে তোদাস লাস ফ্লরেস (নাতালিয়া লাফোরকাদে)
অ্যালবাম অব দ্য ইয়ার: মানিয়ানা চেরা বনিতো (ক্যারল জি)
সং অব দ্য ইয়ার: শাকিরা: বিজার‍্যাপ মিউজিক সেশনস, ভলিউম. ফিফটি থ্রি
বেস্ট নিউ আর্টিস্ট: জোয়াকিনা
বেস্ট পপ ভোকাল অ্যালবাম: তু ইস্তোরিয়া (হুলিয়েতা ভেনেগাস)
বেস্ট ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবাম: দেসিমো কোয়ার্তো (আন্দ্রেস সেপেদা)
বেস্ট পপ সং: শাকিরা: বিজার‍্যাপ মিউজিক সেশনস, ভলিউম. ফিফটি থ্রি
বেস্ট আরবান ফিউশন/পারফরম্যান্স: টিকিউজি (ক্যারল জি ফিচারিং শাকিরা)
বেস্ট রেগ্যাটন পারফরম্যান্স: লা রেসেতা (তেগো কালদেরন)
বেস্ট আরবান মিউজিক অ্যালবাম: মানিয়ানা চেরা বনিতো (ক্যারল জি)
বেস্ট র‍্যাপ/হিপ হপ সং: কোকো শানেল (ব্যাড বানি ও এলাদিও কারিয়ন)
বেস্ট আরবান সং: কেভেদো: বিজার‍্যাপ মিউজিক সেশনস, ভলিউম ফিফটি টু (বিজার‍্যাপ ফিচারিং কেভেদো)
বেস্ট রক অ্যালবাম: সোলো দে লিরা (মোলোতভ ব্যান্ড)
বেস্ট রক সং: লেচে দে তিগ্রে (দিয়ামান্তে এলেকত্রিকো ফিচারিং আদ্রিয়ান কেসাদা)
বেস্ট পপ/রক অ্যালবাম: ভিদা কতিদিয়ানা (হুয়ানেস)
বেস্ট পপ রক সং: ওখোস মারোনেস (লাসো)
বেস্ট অল্টারনেটিভ মিউজিক অ্যালবাম: বলেরো আপোকালিপতিকো (মেসিয়ের পেরিনে)
বেস্ট অল্টারনেটিভ সং: এল লাদো অস্কুরো দেল কোরাতন (দান্তে স্পিনেত্তা)
বেস্ট সালসা অ্যালবাম: নিশ সিনফোনিকো (গ্রুপো নিশ ও অর্কেস্তা সিনফোনিকা ন্যাশনাল দে কলম্বিয়া)
বেস্ট ট্র্যাডিশনাল ট্রপিক্যাল অ্যালবাম: ভিদা (অমারা পর্তুয়ানদো)
বেস্ট কন্টেমপোরারি ট্রপিক্যাল অ্যালবাম: ফাইভ: টেন এএম (লুইস ফের্নান্দো বরখাস)
বেস্ট ট্রপিক্যাল সং: সি তু মে কিয়েরেস (ফনসেকা ও হুয়ান লুইস গেরা)
বেস্ট সিঙ্গার-সংরাইটার অ্যালবাম: দে তোদাস লাস ফ্লরেস (নাতালিয়া লাফোরকাদে)
বেস্ট সিঙ্গার-সংরাইটার সং: দে তোদাস লাস ফ্লরেস (নাতালিয়া লাফোরকাদে)
বেস্ট রিজিয়নাল সং: উন এক্স হান্ড্রেড টু (গ্রুপো ফ্রন্তেরা ফিচারিং ব্যাড বানি)
বেস্ট ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম: মেড ইন মিয়ামি (কামিলো ভ্যালেন্সিয়া ও রিচার্ড ব্রাভো)
বেস্ট ফোক অ্যালবাম: কামিনো আল সল (ভিসেন্তে গার্সিয়া)
বেস্ট ট্যাঙ্গো অ্যালবাম: অপারেশন ট্যাঙ্গো (কিনতেতো আস্তর পিয়াৎসোলা)
বেস্ট ফ্ল্যামেনকো অ্যালবাম: কামিনো (নিনা পাস্তোরি)
বেস্ট লাতিন জ্যাজ/জ্যাজ অ্যালবাম: আই মিসড ইউ টু! (চুচো ভালদেস ও পাকিতো দে’রিভেরা)
বেস্ট শর্ট ফর্ম মিউজিক ভিডিও: এসতাস বুয়েনিসিমো (নেথি পেলুসো)
বেস্ট লং ফর্ম মিউজিক ভিডিও: কামিলো: এল প্রিমার ট্যুর দে মি ভিদা (কামিলো)

সিনেমাওয়ালা প্রচ্ছদ