Connect with us

ঢালিউড

শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

ইধিকা পল (ছবি: ফেসবুক)

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিয়তমা’র নায়িকা চূড়ান্ত হয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করবেন কলকাতার ইধিকা পল। আগামী ৮ মে এর শুটিং শুরু হবে।

শাকিব খান (ছবি: ফেসবুক)

সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। তিনি এর আগে ‘সুলতানা বিবিয়ানা’ নির্মাণ করেন। সেই সিনেমার প্রযোজক আরশাদ আদনান ‘প্রিয়তমা’ প্রযোজনা করছেন।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাবে ‘প্রিয়তমা’। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে এর চিত্রনাট্য লিখেছেন ফারুক হোসেন।

ইধিকা পল (ছবি: ফেসবুক)

ইধিকা পল কলকাতার টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ। অভিনয়ের পাশাপাশি নাচে পারদর্শী তিনি।

কেকে দাস কলেজ থেকে অ্যাকাউনটেন্সিতে অনার্স পাস করেই অভিনয় জগতে প্রবেশ করেন ইধিকা পল। তার প্রথম ধারাবাহিক স্টার জলসার ‘কপালকুণ্ডলা’। এতে পদ্মাবতী চরিত্রে দেখা গেছে তাকে।

ইধিকা পল (ছবি: ফেসবুক)

ইধিকার দ্বিতীয় ধারাবাহিক জি বাংলার ‘রিমলি’। এক দরিদ্র চাষি পরিবারের মেয়ের জীবন নিয়ে এর গল্প। এরপর জি বাংলার আরেক ধারাবাহিক ‘পিলু’তে অভিনয় করেন তিনি। এতে তার চরিত্রের নাম রঞ্জিনী।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ