Connect with us

ঢালিউড

শাকিব খানের ক্যারিয়ারের যা কিছু প্রথম

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

শাকিব খান (ছবি: ফেসবুক)

আজ ঢালিউড সুপারস্টার শাকিব খানের ৪৪তম জন্মদিন। দুই যুগেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় কাজ করছেন তিনি। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক ভক্ত থেকে শুরু করে তারকাদের শুভেচ্ছা সিক্ত হয়েছেন।

১৯৭৯ সালের ২৮ মার্চ নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন মাসুদ রানা। দর্শকদের কাছে শাকিব খান হিসেবে পরিচিত দেশীয় সিনেমার এই জনপ্রিয় নায়ক। তার ক্যারিয়ারের প্রথম যত কিছু জেনে নিন।

প্রথম সিনেমা
বড় পর্দায় মুক্তিপ্রাপ্ত শাকিব খানের প্রথম সিনেমা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালবাসা’। ১৯৯৯ সালের ২৮ মে রুপালি পর্দায় অভিষেক হয় তার। এতে তার নায়িকা ছিলেন ইরিন জামান। এটি ব্যবসাসফল না হলেও নাচ ও অভিনয়ের জন্য নজর কাড়েন তিনি। যদিও আফতাব খান টুলু পরিচালিত ‘সবাই তো সুখী হতে চায়’ সিনেমার মাধ্যমে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান শাকিব খান।

নিজের নামে প্রথম সিনেমা
মনোয়ার হোসেন ডিপজল পরিচালিত ‘গণদুশমন’ (২০০১) সিনেমায় এএসপি শাকিব খান চরিত্রে অভিনয় করেন তিনি। এছাড়া আনোয়ার চৌধুরী জীবনের ‘গুরুদেব’ (২০০৪), বদিউল আলম খোকনের ‘নাম্বার ওয়ান শাকিব খান’ (২০১০), এসএ হক অলিকের ‘আরো ভালোবাসবো তোমায়’ (২০১৫) এবং উত্তম আকাশের ‘আমি নেতা হবো’ (২০১৮) সিনেমায় নিজের নামের চরিত্রে দেখা গেছে তাকে।

অতিথি চরিত্রে প্রথম অভিনয়
শাহীন সুমনের ‘কে আপন কে পর’ (২০১১) সিনেমায় প্রথমবার অতিথি চরিত্রে কাজ করেন শাকিব খান। এছাড়া জাকির হোসেন রাজুর ‘দবির সাহেবের সংসার’ (২০১৪) এবং ‘এক কাপ চা’ (২০১৪) সিনেমায় তার ক্ষণিকের উপস্থিতি দেখা গেছে।

শাকিব খান (ছবি: ফেসবুক)

যৌথ প্রযোজনায় প্রথম সিনেমা
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। এরমধ্যে প্রথমটি ছিলো এফ আই মানিক পরিচালিত ‘সবার উপরে তুমি’ (২০০৯)। কলকাতায় এটি মুক্তি পায় ‘আমার ভাই আমার বোন’ নামে। যৌথ প্রযোজনায় শাকিবের অন্য সিনেমাগুলো হলো ‘শিকারী’ (২০১৬), ‘নবাব’ (২০১৭)।

টালিউডে প্রথম
শুধু টালিউডের প্রযোজনায় শাকিব খান তিনটি সিনেমায় কাজ করেছেন। সবই মুক্তি পেয়েছে ২০১৮ সালে। এগুলো হলো জয়দীপ মুখার্জি পরিচালিত ‘চালবাজ’ (২০১৮) ও ‘ভাইজান এলো রে’ এবং রাজীব কুমার বিশ্বাস পরিচালিত ‘নাকাব’।

প্রথম প্রযোজনা
বদিউল আলম খোকন পরিচালিত ‘হিরো: দ্য সুপারস্টার’ সিনেমার মাধ্যমে ২০১৪ সালে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন শাকিব খান। এছাড়া তিনি প্রযোজনা করেছেন মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ (২০১৯) এবং কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’ (২০২১)।

শাকিব খান (ছবি: ফেসবুক)

প্রথম জাতীয় পুরস্কার
জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ (২০১০) সিনেমার সুবাদে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা হন শাকিব খান। এরপর শাহীন সুমনের ‘খোদার পরে মা’ (২০১২), ‘আরো ভালোবাসবো তোমায়’ (২০১৫), হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’র (২০১৭) জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন তিনি।

প্রথম গাওয়া গান
২০১১ সালে মালেক আফসারী পরিচালিত ‘মনের জ্বালা’ সিনেমায় ‘আমি চোখ তুলে তাকালেই’ হলো শাকিব খানের গাওয়া প্রথম গান। এটি লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনায় আলি আকরাম শুভ।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ