Connect with us

বলিউড

শাহরুখের ‘জওয়ান’ পেছালো, ভিডিওতে এলো নতুন মুক্তির ঘোষণা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

শাহরুখ খান

‘জাওয়ান’ সিনেমার ফার্স্ট লুক টিজারে শাহরুখ খান (ছবি: টুইটার)

‘পাঠান’ সিনেমার মাধ্যমে পৃথিবী কাঁপানো সাফল্যের পর বলিউড বাদশা শাহরুখ খান ‘জওয়ান’ হয়ে আসবেন। আগামী ২ জুন এটি মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু এখনো এর ট্রেলার আসেনি। ফলে কিছুদিন ধরে ধারণা করা হচ্ছিলো, পিছিয়ে যেতে পারে এই সিনেমা। অবশেষে সেই ঘোষণা এলো।

শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ‘জওয়ান’ মুক্তি পাবে চলতি বছরের ৭ সেপ্টেম্বর। হিন্দি, তেলুগু ও তামিল ভাষায় দেখা যাবে এটি। ভক্তদের জন্য একটি ভিডিওর মাধ্যমে খবরটি জানানো হয়েছে। এতে দেখা যায়, আকাশে বিদ্যুৎ চমকানোর সময় ছদ্মবেশী একজন ওপর থেকে লাফ দিচ্ছে। তার হাতে সরু লম্বা হাতিয়ার।

‘জওয়ান’ পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। দক্ষিণী এই নির্মাতা সিনেমাটির নাম হ্যাশট্যাগে জুড়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘৭ সেপ্টেম্বর, ২০২৩ বিশ্বব্যাপী / প্রস্তুত চিফ।’

অ্যাটলি’র পরিচালনায় এবারই প্রথম কাজ করছেন শাহরুখ। তিনি চেয়েছেন, ‘বাহুবলী’ তারকা প্রভাস অভিনীত ‘সালার’ মুক্তির আগ পর্যন্ত যেন সিনেমা হল ফাঁকা পাওয়া যায়। তাই ‘জওয়ান’ পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এটি প্রযোজনা করছেন তার স্ত্রী গৌরি খান।

শাহরুখ খান

শাহরুখ খান (ছবি: ইনস্টাগ্রাম)

ধারণা করা হচ্ছে, ‘জওয়ান’ সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। অমিতাভ বচ্চন অভিনীত ‘আখেরি রাস্তা’ সিনেমায় অনুপ্রাণিত এর গল্প। ‘আখেরি রাস্তা’ ছিলো কমল হাসানের তামিল সিনেমা ‘ওরু কেইদিয়িন ডায়েরি’র রিমেক। এটি অ্যাটলি’র প্রিয় সিনেমার মধ্যে অন্যতম।  দুটিতেই বাবা ও ছেলের ভূমিকায় একই চেহারার দুইজন ছিলেন। একইভাবে ‘জওয়ান’ সিনেমায় বাবা ও ছেলে হিসেবে থাকছেন শাহরুখ। ‘আখেরি রাস্তা’র মতোই এটি একটি প্রতিশোধের গল্প।

সম্প্রতি ‘জওয়ান’ সিনেমার বেশকিছু ক্লিপ ফাঁস হয়। কয়েকদিন আগে সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট।

‘জওয়ান’ সিনেমায় আরো অভিনয় করছেন নয়নতারা, বিজয় সেতুপতি, যোগি বাবু, রিধি দোগরা ও সুনীল গ্রোভার। অতিথি চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।

‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খান (ছবি: রেড চিলিস এন্টারটেইনমেন্ট)

এদিকে শাহরুখের হাতে আরো আছে রাজকুমার হিরানির ‘ডানকি’। এতে তার বিপরীতে প্রথমবার দেখা যাবে তাপসী পান্নুকে। সম্প্রতি কাশ্মিরের সোনামার্গ ও পুলওয়ামা শহরে শুটিং করেছেন তারা। এর গল্প একজন পাঞ্জাবি ব্যক্তির জীবন ও কানাডা ভ্রমণকে কেন্দ্র করে। ভারতে যাদের ভিসা বাতিল হয় তারা বিভিন্ন পরিবহন ও পথ দিয়ে কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। তাদের এই যাত্রাকে বলা হয় ‘ডানকি ফ্লাইট’। সিনেমাটির বিষয়বস্তু সেটাই।

রাজকুমার হিরানির পরিচালনায় এবারই প্রথম কাজ করছেন শাহরুখ। এর আগে মুম্বাই, বুদাপেস্ট ও লন্ডনে সিনেমাটির শুটিং হয়েছে। এতে আরো অভিনয় করছেন সতীশ শাহ ও বোমান ইরানি। ‘ডানকি’ মুক্তি পাবে চলতি বছরের ২২ ডিসেম্বর।

এদিকে আগামী ৮ মে থেকে টানা সাতদিন সুপারস্টার সালমান খানের ‘টাইগার থ্রি’র শুটিং করবেন শাহরুখ। এতে পাঠান চরিত্রে আরেকবার দেখা যাবে তাকে। এটি পরিচালনা করবেন মনীষ শর্মা।

মন্তব্য করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ