Connect with us

বলিউড

শাহরুখের শত্রু বিজয়!

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘জাওয়ান’ সিনেমার পোস্টারে শাহরুখ খান ও বিজয় সেতুপতি
‘জাওয়ান’ সিনেমার পোস্টারে শাহরুখ খান ও বিজয় সেতুপতি (ছবি: ফেসবুক)

জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ চার বছর পর রূপালি পর্দায় ফিরতে যাচ্ছেন শাহরুখ খান। ‘পাঠান’ ছাড়াও এই মুহূর্তে আরও দুটি সিনেমায় কাজ করছেন কিং খান। যার মধ্যে একটি রাজকুমার হিরানির ‘ডানকি’ এবং অপরটি অ্যাটলির ‘জাওয়ান’।

ইতিমধ্যে ‘পাঠান’ ও ‘ডানকি’র শুটিং সম্পন্ন করে ফেলেছেন শাহরুখ খান। সব ঠিক থাকলে ২০২৩ সালের জানুয়ারিতে মুক্তি পাবে ‘পাঠান’ এবং ডিসেম্বর আসবে ‘ডানকি’।

বর্তমানে অ্যাটলির ‘জাওয়ান’র শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন বলিউডের এই অভিনেতা। নতুন এই সিনেমাটি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। প্রতিনিয়তই বাড়ছে উচ্ছ্বাস। আর সেই উচ্ছ্বাসে যেনো আরও একটু ঘি ঢাললেন নির্মাতারা।

জানা গেছে যে, শাহরুখ খানের ‘জাওয়ান’-এ খলনায়কের চরিত্রে দেখা যাবে দক্ষিণের জনপ্রিয় তারকা বিজয় সেতুপতিকে। মুম্বাইয়ে এসে শিগগিরই এই সিনেমার শুটিংয়ে যোগ দিতে চলেছেন তিনি।

এর আগে ‘জাওয়ান’-এ ভিলেনের চরিত্রের জন্য প্রস্তাব যায় রানা ডগ্গুবাটির কাছে। কিন্তু তার হাতে একাধিক ছবির কাজ থাকার কারণে তিনি করতে পারছেন না বলে জানা যায়।

পরিচালক অ্যাটলির ‘জাওয়ান’-এ শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ