বলিউড
শাহরুখের পরিবারের সঙ্গে তোলা সালমানের ছবি আলোচনায়
বলিউডের দুই সুপারস্টার সালমান খান ও শাহরুখ খান দুই দশকেরও বেশি সময় ধরে ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু কয়েক বছর আগে তাদের সম্পর্কে ফাটল ধরেছিলো। পরে অবশ্য তাদের বন্ধুত্ব জোড়া লেগেছে। ফলে বেশ কয়েকটি অনুষ্ঠানে ও পার্টিতে দুই খানকে একসঙ্গে দেখা গেছে।
গত ৩১ মার্চ নিতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের (এনএমএসিসি) উদ্বোধনী আয়োজনে আবার সালমান-শাহরুখের উপস্থিতি নজর কাড়লো। অনুষ্ঠানে শাহরুখের পরিবারের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন সল্লু। তার সঙ্গে তখন ছিলেন শাহরুখ-পত্নী গৌরি খান ও তাদের দুই সন্তান আরিয়ান খান ও সুহানা খান।
শাহরুখের পরিবারকে সালমানের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে বেশ উচ্ছ্বসিত লেগেছে। এটি সোশ্যাল মিডিয়ায় শেয়ারের পর মুহূর্তে ভাইরাল হয়ে গেছে। শাহরুখ তখন ফ্রেমে না থাকলেও পরে স্ত্রী ও ছেলেমেয়ের সঙ্গে ছবি তুলেছেন।
শাহরুখের পরিবার এবং সালমান ছাড়াও দুই দিনের অনুষ্ঠানে বলিউডের প্রথম সারির তারকারা অংশ নিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, রেখা, মাধুরী দীক্ষিত, ঐশ্বরিয়া রাই, কাজল, কারিশমা কাপুর, কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, রাশমিকা মান্দানা, নয়নতারা, সোনম কাপুর, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান, জানভী কাপুর, কৃতি স্যানন, ভূমি পেডনেকর, অনন্যা পাণ্ডে, দিশা পাটানি, মৌনি রয়, রাকুল প্রীত সিং, কাজল আগারওয়াল, অদিতি রাও হায়দারি, দিয়া মির্জা, মালাইকা অরোরা, অভিনেতা আমির খান, হৃতিক রোশন, রণবীর সিং, সাইফ আলি খান, ফারহান আখতার, রজনীকান্ত, সিদ্ধার্থ মালহোত্রা, ভিকি কৌশল, শহিদ কাপুর, অর্জুন কাপুর, রাজকুমার রাও, জ্যাকি শ্রফ, পরিচালক করণ জোহর প্রমুখ।
অতিথি তালিকায় দেখা গেছে হলিউডের কয়েকজন তারকাকে। তারা হলেন আমেরিকান গায়ক নিক জোনাস, স্প্যানিশ অভিনেত্রী পেনেলোপি ক্রুজ, ‘স্পাইডারম্যান’ তারকা টম হল্যান্ড, আমেরিকান অভিনেত্রী জেন্ডায়া, কেট গ্রাহাম, মডেল জিজি হ্যাডিড, ব্রাজিলিয়ান অভিনেত্রী মারিনা রুই বারবোসা, আমেরিকান ইন্টারনেট তারকা এমা চেম্বারলেন, ফ্যাশন ডিজাইনার ল রোচ।
ভারতের মুম্বাইয়ে জিও ওয়ার্ল্ড সেন্টারে অবস্থিত বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে ভারতীয় শিল্প-সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারের জন্য সাংস্কৃতিক কেন্দ্রটি গড়েছেন নীতা আম্বানি। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলো ভারতীয় নাট্যনির্দেশক ফিরোজ আব্বাস খানের পরিচালনায় ‘সিভিলাইজেশন টু নেশন: দ্য জার্নি অব আওয়ার নেশন’ শীর্ষক সংগীত সন্ধ্যা।
এদিকে সালমান খান এখন ‘টাইগার থ্রি’ নিয়ে ব্যস্ত। এতে অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখকে। এছাড়া বি-টাউনে শোনা যাচ্ছে, ‘টাইগার ভার্সেস পাঠান’ নামে একটি নতুন সিনেমায় তারা একসঙ্গে অভিনয় করবেন। প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস শিগগিরই ধুমধাম আয়োজনে এর আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে। ২০২৪ সালের জানুয়ারিতে এর শুটিং শুরু হবে বলে আশা করা হচ্ছে।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস