Connect with us

ঢালিউড

শুভ-ফারিয়াকে নিয়ে ‘ফুটবল ৭১’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

নুসরাত ফারিয়া ও আরিফিন শুভ

বড় পর্দায় আবার একসঙ্গে অভিনয় করবেন চিত্রনায়ক আরিফিন শুভ ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তাদের নতুন সিনেমার প্রাথমিক নাম ‘ফুটবল ৭১’। নামেই বোঝা যাচ্ছে, ১৯৭১ সালের প্রেক্ষাপটে স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প থাকবে এতে। এটি পরিচালনা করবেন অনম বিশ্বাস।

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ‘ফুটবল ৭১’। এর শুটিং শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। কলকাতায়ও কিছু দৃশ্যের কাজ হওয়ার কথা রয়েছে।

নুসরাত ফারিয়া ও আরিফিন শুভ

নুসরাত ফারিয়া ও আরিফিন শুভ (ছবি: ফেসবুক)

শুভ ও ফারিয়া ২০১৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমী ও প্রেমী’ এবং শামীম আহমেদ রনি পরিচালিত ‘ধ্যাততেরিকি’ সিনেমায় জুটি বাঁধেন। শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: দ্য মেকিং অব অ্যা নেশন’ সিনেমায় একফ্রেমে দেখা যাবে তাদের। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চরিত্রে শুভ এবং শেখ হাসিনার ভূমিকায় আছেন নুসরাত ফারিয়া।

আরিফিন শুভ

আরিফিন শুভ (ছবি: ফেসবুক)

আরিফিন শুভ সম্প্রতি আরেকটি সিনেমায় যুক্ত হয়েছেন। এতে তার বিপরীতে থাকবেন আফসান আরা বিন্দু। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় আগামী ২০ ডিসেম্বর থেকে এর শুটিং শুরু হচ্ছে।

অন্যদিকে নুসরাত ফারিয়া অভিনীত ‘পাতালঘর’ কয়েকদিন আগে ভারতের গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (আইএফএফআই) ৫৩তম আসরে দেখানো হয়েছে। এজন্য তিনি গোয়া গিয়েছিলেন। নূর ইমরান মিঠুর পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও আফসানা মিমি।

নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া (ছবি: ইনস্টাগ্রাম)

সম্প্রতি থাইল্যান্ডে সৌমিক হালদারের পরিচালনায় কলকাতার সিনেমা ‘বিবাহ অভিযান টু’র শুটিং শেষ করেছেন নুসরাত ফারিয়া। ২০১৯ সালে বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘বিবাহ অভিযান’ সিনেমাতেও ছিলেন তিনি। তার পাশাপাশি নতুন পর্বে ফিরছেন অঙ্কুশ হাজরা, অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার ও প্রিয়াঙ্কা সরকার। নুসরাত ফারিয়ার হাতে কলকাতার আরেকটি সিনেমা আছে। এর নাম ‘ভয়’।

অনম বিশ্বাস

অনম বিশ্বাস (ছবি: ফেসবুক)

অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘আয়নাবাজি’ সিনেমার চিত্রনাট্যকার হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন অনম বিশ্বাস। এরপর জয়া আহসানের প্রযোজনায় ‘দেবী’র মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। কিছুদিন আগে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় তার ওয়েব ফিল্ম ‘দুই দিনের দুনিয়া’।

সিনেমাওয়ালা প্রচ্ছদ