হলিউড
সবচেয়ে বাজে অভিনয়ের তিরস্কার পেলেন টম হ্যাঙ্কস
অস্কারে টানা দুইবার সেরা অভিনেতার পুরস্কার, পাঁচটি গোল্ডেন গ্লোব, সাতটি এমি অ্যাওয়ার্ডসসহ অসংখ্য সম্মাননা পাওয়া টম হ্যাঙ্কসকে ভাবা হয় তারকাদের তারকা। তার অসাধারণ অভিনয় বিভিন্ন দেশের অনেক তারকার কাছে পাঠ্য। সেই তাকেই ২০২২ সালে সবচেয়ে বাজে পার্শ্ব অভিনেতার তিরস্কার হজম করতে হলো।
গত বছর মুক্তিপ্রাপ্ত সংগীতশিল্পী এলভিস প্রিসলির বায়োপিক ‘এলভিস’-এর জন্য সবচেয়ে বাজে জুটির তিরস্কারও সইতে হয়েছে ৬৬ বছর বয়সী টম হ্যাঙ্কসকে। ফোলা চেহারা এবং হাস্যকর উচ্চারণের জন্য এই সমালোচনার তীর ছুটে গেলো তার দিকে। সিনেমাটিতে এলভিসের নির্দয় ও দুর্নীতিবাজ সাবেক ম্যানেজার কর্নেল টম পার্কার চরিত্রে দেখা গেছে তাকে।
৯৫তম অস্কার অনুষ্ঠানের দুই দিন আগে (১০ মার্চ) ৪৩তম গোল্ডেন রাস্পবেরি অ্যাওয়ার্ডসে তিরস্কৃতদের চূড়ান্ত তালিকা ইউটিউবে ঘোষণা করা হয়েছে।
হলিউডের ইজ্জত ডুবিয়ে ২০২২ সালের সবচেয়ে বাজে সিনেমা হয়েছে প্রয়াত অভিনেত্রী মেরিলিন মনরোর বায়োপিক ‘ব্লন্ড’। সবচেয়ে বাজে চিত্রনাট্যের তিরস্কার হজম করেছেন সিনেমাটির পরিচালক অ্যান্ড্রু ডমিনিক। যদিও ৯৫তম অস্কারে সেরা অভিনেত্রী শাখায় মনোনীতদের তালিকায় আছেন মনরো চরিত্রে অভিনয় করা আনা ডে আরমাস।
‘গুড মোর্নিং’ সিনেমার জন্য সবচেয়ে বাজে পরিচালকের স্বীকৃতি হজম করেছেন কলসন বেকার ও মড সান। কলসন বেকারের ছদ্মনাম হলো মেশিন গান কেলি। “ডিজনি’স পিনোকিও” সবচেয়ে বাজে রিমেক, রিপ-অফ অথবা সিক্যুয়েলের তকমা পেয়েছে।
‘মোরবিয়াস’ সিনেমার জন্য জারেড লেটো সবচেয়ে বাজে অভিনেতা এবং আদ্রিয়া আরজোনা সবচেয়ে বাজে পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতি হজম করেছেন। সবচেয়ে বাজে অভিনেত্রী শাখায় কাউকে তিরস্কার করা হয়নি। বরং আয়োজকরা নিজেরাই নিজেদের দুষেছেন! বাজে অভিনেত্রী শাখার মনোনয়ন তালিকায় ‘ফায়ারস্টার্টার’-এর জন্য ১২ বছর বয়সী রায়ান কিয়েরা আর্মস্ট্রংকে রাখাই এর কারণ। রেজি ব্যালট থেকে কিয়েরার নাম আগেই সরিয়ে দেওয়া হয়েছে।
ব্রিটিশ অভিনেতা কলিন ফেরেল নিজের হারানো সম্মান পুনরুদ্ধার করেছেন। ২০০৪ সালে “উইন্টারস টেল” সিনেমার জন্য রেজি অ্যাওয়ার্ডসে সবচেয়ে বাজে অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন তিনি। ২০২২ সালে অস্কারে মনোনীত সেরা অভিনেতাদের মধ্যে তিনিই পুরস্কার জয়ের দৌড়ে এগিয়ে।
গোল্ডেন র্যাস্পবেরি অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের উদ্যোক্তা ইউসিএলএ ফিল্ম স্কুলের দুই গ্র্যাজুয়েট জন জে. বি. উইলসন এবং মো মারফির আয়োজনে ১৯৮০ সাল থেকে প্রতিবছর হলিউডের দর্শকবিমুখ ছবিগুলোকে ব্যঙ্গ করে দেওয়া হয় রেজি অ্যাওয়ার্ডস। আমেরিকার ১১০০ জন এবং অন্যান্য দেশের দুই ডজন রেজি সদস্য ৪০ ডলারের বিনিময়ে অনলাইনে ভোট দিয়ে তিরস্কৃতদের তালিকা চূড়ান্ত করেছেন। বাজে কাজের স্বীকৃতি হিসেবে রেজি বিজয়ীরা পান সোনার স্প্রে দেওয়া ট্রফি। এর প্রতিটির মূল্য ৪.৯৭ ডলার।
একনজরে ৪৩তম গোল্ডেন রাস্পবেরি অ্যাওয়ার্ডস
সবচেয়ে বাজে সিনেমা
ব্লন্ড (নেটফ্লিক্স)
সবচেয়ে বাজে অভিনেতা
জারেড লেটো (মোরবিয়াস)
সবচেয়ে বাজে অভিনেত্রী
দ্য রেজিস (বাজে অভিনেত্রী মনোনয়নে সাঙ্ঘাতিক ভুলের কারণে)
সবচেয়ে বাজে পার্শ্ব অভিনেতা
টম হ্যাঙ্কস (এলভিস)
সবচেয়ে বাজে পার্শ্ব অভিনেত্রী
আদ্রিয়া আরজোনা (মোরবিয়াস)
সবচেয়ে বাজে জুটি
টম হ্যাঙ্কস এবং তার ফোলা চেহারা ও হাস্যকর উচ্চারণ (এলভিস)
সবচেয়ে বাজে প্রিক্যুয়েল, রিমেক, রিপ-অফ অথবা সিক্যুয়েল
ডিজনি’স পিনোকিও (ডিজনি প্লাস)
সবচেয়ে বাজে পরিচালক
মেশিন গান কেলি ও মড সান (গুড মোর্নিং)
সবচেয়ে বাজে চিত্রনাট্য
ব্লন্ড (অ্যান্ড্রু ডমিনিক)
রেজি রিডিমার অ্যাওয়ার্ড
কলিন ফেরেল
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস