Connect with us

বলিউড

সাগরপাড়ে মোটরসাইকেলের ওপর শহিদ-কৃতির প্রেম!

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

শহিদ কাপুর ও কৃতি স্যানন (ছবি: ম্যাডক ফিল্ম)

সূর্য অস্ত যাচ্ছে। সাগরপাড়ে ঢেউয়ের সামনে মোটরসাইকেলে বসে আছেন বলিউড অভিনেতা শহিদ কাপুর ও অভিনেত্রী কৃতি স্যানন। সৈকতে অন্তরঙ্গ মুহূর্ত উপভোগ করছেন দু’জনে। তাদের নতুন সিনেমার ফার্স্টলুক পোস্টারে দেখা গেলো এই দৃশ্য। এবারই প্রথম জুটি বেঁধেছেন তারা।

তবে প্রচারণামূলক পোস্টারে সিনেমার নাম নেই। ওপরে লেখা, একটি অসম্ভব প্রেমের গল্প! কেন অসম্ভব? জানা গেছে, গল্পে কৃতির চরিত্রটি একটি রোবটের। শহিদকে দেখা যাবে বিজ্ঞানী চরিত্রে। রোবটের প্রেমে পড়েন তিনি।

সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন অমিত জোশি ও আরাধনা সাহ। গল্প-চিত্রনাট্য তাদেরই। প্রযোজনায় দিনেশ বিজন, জ্যোতি দেশপাণ্ডে ও লক্ষ্মণ উটেকার।

প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাডক ফিল্ম জানিয়েছে, শহিদ ও কৃতি শুটিং শেষ করেছেন। আগামী অক্টোবরে এটি মুক্তি পাবে। এতে আরো অভিনয় করেছেন ধর্মেন্দ্র।

বলিউড তারকা সাইফ আলি খান ও দীপিকা পাড়ুকোনের রোমান্টিক-কমেডি ধাঁচের সিনেমা ‘ককটেল’ (২০১২), ‘লাভ আজকাল’ (২০০৯) প্রযোজনা করেছে ম্যাডক ফিল্ম। তাদের প্রযোজনায় ২০১৯ সালে ‘লুকা ছুপি’তে অভিনয় করেন কৃতি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ