Connect with us

বলিউড

সাইফ-কারিনার বাড়ির দেয়াল টপকে সীমা ভাঙলো পাপারাজ্জিরা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

কারিনা কাপুর ও সাইফ আলি খান (ছবি: টুইটার)

বলিউডের তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর এবং তাদের দুই ছেলেকে ঘিরে পাপারাজ্জিদের অবাঞ্ছিত ঝোঁক যেন সমস্ত সীমা অতিক্রম করেছে। গত ২ মার্চ প্রায় ২০ জন আলোকচিত্রী তাদের বাড়ির প্রাচীর ডিঙিয়ে ভেতরে ঢুকে পড়েছিলো। এতে দুই তারকার গোপনীয়তা লঙ্ঘনের পাশাপাশি ঝুঁকির মুখে পড়েছে তাদের সন্তানদের নিরাপত্তা।

তারকাদের ঘিরে পাপারাজ্জিদের অতিউৎসাহী মনোভাব দেখা যায় প্রায়ই। সম্প্রতি ডিনার পার্টি থেকে বাড়ি ফিরে সাইফ-কারিনা দেখেন, ২০ জন আলোকচিত্রী দেয়াল টপকে ঢুকে পড়েছে। তখন সাইফ খোঁচা মেরে বলেন, আমাদের বেডরুমেও আসুন!

৫২ বছর বয়সী এই অভিনেতা এক বিবৃতিতে বলেন, ‘প্রত্যেকেরই সীমা মনে রাখা উচিত। আমরা বরাবরই পাপারাজ্জিদের সহযোগিতা করে আসছি। কিন্তু সেসব বাড়ির ফটকের বাইরে।’

দুই ছেলে তৈমুর ও জেহের সঙ্গে কারিনা কাপুর ও সাইফ আলি খান (ছবি: টুইটার)

এর আগে বাড়িতে পাপারাজ্জিদের উৎপাত দেখা দেওয়ায় সাইফ বলেছিলেন, ‘আলোকচিত্রীদের সঙ্গে আমাদের ভালো বোঝাপড়া ছিলো। তারা বিমানবন্দর ও অন্যান্য স্থানে আমাদের সন্তানদের ছবি তুলতেই পারে। তবে বাড়ি কিংবা স্কুলের ভেতরে নয়। কিন্তু এখন তারা আমাদের বাড়িতে ঢুকে পড়ছে। আমাকে তাদের আবার মনে করিয়ে দিতে হবে যে, তারা আমাদের গোপনীয়তার বিষয়ে একমত হয়েছিলো।’

কারিনা কাপুর ও সাইফ আলি খান (ছবি: টুইটার)

৫২ বছর বয়সী এই অভিনেতার ব্যাখ্যা, ‘আমি জানি, ছবি তোলাই আলোকচিত্রীদের কাজ। কিন্তু তারা আমাদের বাড়িতে উঁকি দিতে পারে না। এমনকি প্রতিবেশীরাও এসব পছন্দ করে না। আমি আশা করি, তারা আর এর পুনরাবৃত্তি ঘটাবে না।’

এদিকে সাইফের হাতে এখন আছে ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’। এতে রাবণ চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটিতে তার সহশিল্পী প্রভাস ও কৃতি স্যানন।

কারিনা কাপুর (ছবি: ইনস্টাগ্রাম)

অন্যদিকে সুজয় ঘোষের পরিচালনায় নেটফ্লিক্সের ‘দ্য ডেভোশন অব সাসপেক্ট এক্স’ সিনেমার মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হচ্ছে কারিনা কাপুরের। তার হাতে আরো আছে হানসাল মেহতা পরিচালিত ‘দ্য বাকিংহ্যাম মার্ডারস’ সিনেমাটি। দুটিতেই তাকে দেখা যাবে মায়ের চরিত্রে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ