Connect with us

ঢালিউড

সাড়া ফেলেছে শাকিবের ‘তুফান’ গান, নাভেদের আরেক সাফল্য

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘তুফান’ গানে শাকিব খান (ছবি: চরকি)

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমার টাইটেল গান সাড়া ফেলেছে। এতে তাকে দারুণভাবে উপস্থাপন করা হয়েছে বলে মনে করছেন ভক্ত-দর্শকরা। এর গায়কী, কথা, সুর, সংগীত ও ভিজ্যুয়াল প্রশংসা কুড়িয়েছে। শাকিবের লুক, অঙ্গভঙ্গি ও চরিত্রের মেজাজের সঙ্গে গানটি জুতসই লেগেছে সবার। এর অন্যতম কৃতিত্ব সুরকার ও সংগীত পরিচালক নাভেদ পারভেজের। বলা যায়, ‘তুফান’ শিরোনামের গান তৈরি করে ঝড় তুলেছেন তিনি!

রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমার টিজারে গানটির কিছু অংশ শোনা গেছে। গত ৬ জুন রাতে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড, আন্তর্জাতিক পরিবেশক এসভিএফ ও ডিজিটাল পার্টনার চরকির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে একসঙ্গে প্রকাশিত হয়েছে পুরো গানের ভিডিও। এরপর থেকে শাকিবিয়ানসহ অনেক দর্শক অনলাইনে এটি নিয়ে মেতেছেন। ইউটিউবে ভিডিওটির মন্তব্যের ঘরে অনেকে মন্তব্য করেছেন, ‘গানটি দেখে সিনেমা দেখার আগ্রহ কয়েক গুণ বেড়ে গেলো।’

নাভেদ পারভেজ (ছবি: ফেসবুক)

নাভেদ পারভেজের সুর-সংগীতে রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমার টাইটেল গানও শ্রোতাপ্রিয়তা পেয়েছে। আবার একই পরিচালকের সিনেমার টাইটেল গানে সফল হলেন আমেরিকা প্রবাসী এই তরুণ সুরকার।

২ মিনিট ১৩ সেকেন্ড দৈর্ঘ্যের গান ‘তুফান’ গেয়েছেন আরিফ রহমান জয়। এতে র‍্যাপ করেছেন রাপাস্তা দাদু। এর কথা লিখেছেন তাহসান শুভ।

‘তুফান’ সিনেমায় শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা, মিশা সওদাগরসহ আরও অনেকেই। টাইটেল গানের আগে প্রকাশিত হয় সিনেমাটির আইটেম গান ‘লাগে উরাধুরা’।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ