Connect with us

ওটিটি

সাত দিনে ১ কোটি মিনিট, দেশ-বিদেশে মেহজাবীনের অভিনয়ে মুগ্ধতা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘আমি কী তুমি?’ ওয়েব সিরিজে মেহজাবীন চৌধুরী (ছবি: আইস্ক্রিন)

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ওয়েব সিরিজ ‘আমি কী তুমি?’ সাত দিনে ১ কোটি মিনিট দেখা হয়েছে। গত ২৭ জুলাই মুক্তি পায় এটি। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ও চ্যানেল আইয়ের স্ট্রিমিং প্ল্যাটফর্ম আইস্ক্রিনকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

ভিকি জাহেদের পরিচালনায় প্যারালাল দুনিয়া তুলে ধরা হয়েছে আট পর্বের রোমাঞ্চকর ওয়েব সিরিজটিতে। তিথি নামের একটি মেয়েকে ঘিরে এর গল্প। তার জীবনের লক্ষ্য সিনেমার নায়িকা হওয়া। অভিনয় তাকে প্রতিমুহূর্তে আকৃষ্ট করে। তিথির বাবা একজন পুলিশ। শহরে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নারী একের পর এক খুন হওয়ার কূলকিনারা করতে ব্যস্ত তিনি।

‘আমি কী তুমি’ ওয়েব সিরিজে মেহজাবীন চৌধুরী (ছবি: আইস্ক্রিন)

একদিন রহস্যময় ক্রিস্টাল (কাঁচের মার্বেল) বৃষ্টির পর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে তিথির জীবনে। এর মাধ্যমে তার জন্য সিগমা বাংলাদেশ নামে প্যারালাল জগতের দরজা খুলে যায়, যেখানে করলা মিষ্টি, তুষার পড়ে, ফ্রি টাকা তোলার এটিএম বুথ পাওয়া যায় এবং ইভটিজিং করলেই আপনাআপনি শক খেতে হয়!

‘আমি কী তুমি?’ ওয়েব সিরিজে মেহজাবীন চৌধুরী (ছবি: আইস্ক্রিন)

তিথি চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। ‘আমি কী তুমি?’র প্রথম পোস্টারে মুখে অক্সিজেন মাস্ক ও মাথায় ফুলের বেড়িতে তাকে দেখে দর্শকদের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি হয়। সিরিজ মুক্তির পর প্রশংসায় ভাসছেন তিনি। কারও কারও মতে, দিন দিন যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন এই তারকা। কেউ কেউ বলেছেন, তিনি দুর্দান্ত বৈচিত্র্যময় অভিনেত্রী হিসেবে নিজেকে আবার প্রমাণ করেছেন।

‘আমি কী তুমি?’ ওয়েব সিরিজে মেহজাবীন চৌধুরী (ছবি: আইস্ক্রিন)

সিরিজের একটি দৃশ্যে লাল শাড়িতে খোঁপায় ফুল গুজে রাখা তিথির মতো সেজে অনেক নারী দর্শক সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন। এমন সাজগোজ রীতিমতো ভাইরাল! শুধু বাংলাদেশ নয়, ভারতীয় দর্শকেরাও সিরিজটিতে মেহজাবীনের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন। প্রবাসী বাংলাদেশিরাও তার অভিনয় দেখে বাহবা দিয়েছেন। একইসঙ্গে ভিকি জাহেদের নির্মাণশৈলীর প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন। সবাই এখন দ্বিতীয় মৌসুমের অপেক্ষায়।

‘আমি কী তুমি?’ ওয়েব সিরিজের অভিনয়শিল্পীরা (ছবি: আইস্ক্রিন)

সহকারী পরিচালক রাহাত চরিত্রে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদি। এছাড়া আছেন শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু, তারিক আনাম খান, ওয়াহিদা মল্লিক জলি, ইন্তেখাব দিনার, আবদুল্লাহ আল সেন্টু, আনোয়ার শাহী, রফিউল কাদের রুবেল, তৌহিদা তাসনিম তিফা। বিশেষ চরিত্রে সাদিয়া ইসলাম মৌ মুগ্ধতা ছড়িয়েছেন বলে মনে করেন অনেকে। এবারই প্রথম ওটিটির জন্য কাজ করলেন তিনি।

‘আমি কী তুমি?’ ওয়েব সিরিজের অভিনয়শিল্পীরা (ছবি: আইস্ক্রিন)

ওয়েব সিরিজটির মাধ্যমে দুই পৃথিবীর দুই ধরনের মানুষের জীবনের গল্প নিখুঁতভাবে গেঁথেছেন ভিকি জাহেদ। তার পরিচালনায় এর আগে ‘চিরকাল আজ’, ‘কাজলের দিনরাত্রি’, ‘রেডরাম’, ‘ঘুণ’, ‘রেহনুমা’, ‘ইরিনা’, ‘দ্য সাইলেন্স’ এবং ‘পুনর্জন্ম’ ফ্র্যাঞ্চাইজে কাজ করেছেন মেহজাবীন।

সিনেমাওয়ালা প্রচ্ছদ