Connect with us

বলিউড

সালমানের দেখা পেতে সাইকেলে ১১০০ কিলোমিটার পাড়ি

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

সালমান খান (ছবি: টুইটার)

বলিউডের উদার মনের সুপারস্টারদের মধ্যে সালমান খান অন্যতম। ভারতসহ বিশ্বজুড়ে তার ভক্ত কোটি কোটি। সম্প্রতি তাদেরই একজন মুগ্ধ করেছেন ৫৭ বছর বয়সী এই অভিনেতাকে। বলা যায়, অকল্পনীয় একটি কাজ করা ওই ভক্তের নিষ্ঠা ও আন্তরিকতায় চমকে গেছেন তিনি।

সালমানের জন্মদিনে তার সঙ্গে দেখা করতে উন্মুখ ছিলেন লোকটি। নিজের স্বপ্নপূরণের জন্য ভারতের মধ্যপ্রদেশের জাবালপুর শহর থেকে মুম্বাই পর্যন্ত বিশাল দূরত্ব সাইকেলে পাড়ি দিয়েছেন তিনি। মূলত এজন্য মুগ্ধ হয়েছেন বলিউডের ‘ভাইজান’। তার নিজেরও সাইকেল চালানোর প্রতি আলাদা ভালো লাগা আছে।

সাধারণত ভক্তরা এক রাজ্য থেকে অন্য রাজ্যে প্রিয় তারকাকে দেখতে গাড়ি, বাস কিংবা ট্রেনে যাতায়াত করে থাকেন। অনেকে বেছে নেন আকাশপথ। কিন্তু জাবালপুরের ওই ভক্ত নিজের সাইক্লিং দক্ষতাকে কাজে লাগিয়েছেন। তিনি সাইকেল চালিয়ে ১১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন।

ভক্তের পাশে সালমান খান (ছবি: ইনস্টাগ্রাম)

এমন প্রচেষ্টায় মুগ্ধ সালমান খান সেই ভক্তের সঙ্গে নিজের অ্যাপার্টমেন্টের সামনে আলাদাভাবে দেখা না করে পারেননি। তারা একসঙ্গে বেশকিছু সময় কাটিয়েছেন। তাদের আড্ডার বিষয় ছিলো ‘টাইগার থ্রি’সহ সালমানের নতুন সিনেমাগুলো। প্রিয় তারকার সঙ্গে দেখা ও কথা বলার সুযোগ পেয়ে যারপরনাই খুশি লোকটি। সাইকেল নিয়ে তাদের একসঙ্গে দাঁড়িয়ে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সালমানের ফ্যানপেজগুলো এটি ইনস্টাগ্রামে শেয়ার করেছে।

এসকে সমীর নামের ওই ভক্তের সাইকেলে লেখা রয়েছে সালমানের চ্যারিটি ব্র্যান্ড বিইং হিউম্যানের নাম। এছাড়া সামনে সালমানের সাইকেল চালানোর একটি ছবি দেখা গেছে।

সালমান খান (ছবি: টুইটার)

নতুন বছরে সালমানের দুটি সিনেমা মুক্তি পাবে। ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২১ এপ্রিল সিনেমা হলে আসবে ফরহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’। এতে তার বিপরীতে থাকছেন পূজা হেগড়ে।

দিওয়ালি উপলক্ষে ১০ নভেম্বর মুক্তি পাবে সালমানের টাইগার ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘টাইগার থ্রি’। এতে আরও আছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি। এছাড়া অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ