Connect with us

ঢালিউড

সালমান শাহ স্মরণে ভক্তদের মিলাদ, টিভিতে আয়োজন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

সালমান শাহ

সালমান শাহ (জন্ম: ১৯ সেপ্টেম্বর ১৯৭১, মৃত্যু: ৬ সেপ্টেম্বর ১৯৯৬)

দেশীয় সিনেমার ক্ষণজন্মা রাজপুত্র সালমান শাহ মৃত্যুর ২৭ বছর পরেও সমান জনপ্রিয়। লাখো-কোটি দর্শকের হৃদয়ে আজো বিরাজমান তিনি। ভক্তদের মন থেকে স্বপ্নের নায়ককে হারানোর শোক এখনো যেন কাটেনি। অকালে তাঁর প্রস্থানের শূন্যতা এক দীর্ঘশ্বাস।

অমর নায়ক সালমান শাহের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার অপমৃত্যু ঘটে। ঢাকার ইস্কাটনে নিজের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তবে ভক্তদের কাছে এই ঘটনা যেন চিরকালীন রহস্য হয়েই থাকবে। নায়ক আর বেঁচে নেই জেনে ভক্তদের আত্মহননের পথ বেছে নেওয়ার খবর এসেছিলো সংবাদমাধ্যমে। এমন হৃদয় নিংড়ানো ভালোবাসা পাওয়া যেকোনো দেশে বিরল।

সালমান শাহ

সালমান শাহ (জন্ম: ১৯ সেপ্টেম্বর ১৯৭১, মৃত্যু: ৬ সেপ্টেম্বর ১৯৯৬)

সালমান শাহের মৃত্যুবার্ষিকীতে ভক্তরা শ্রদ্ধা-ভালোবাসায় তাঁকে স্মরণ করেন। সোশ্যাল মিডিয়া ফেসবুকে এই নায়কের নামে অনেক পেজ আছে। সেগুলোর মধ্যে টিম সালমান শাহ, সালমান শাহ (ইমন) এবং সালমান শাহ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা মাসুদ রানা নকীব। টিম সালমান শাহ আজ মিলাদ ও দোয়ার আয়োজন করেছে। ঢাকার মোহাম্মদপুরে টাউন হলে শহীদ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর প্রিয় নায়কের রুহের মাগফিরাত কামনায় অংশ নেবেন ভক্তরা।

সালমান শাহ

সালমান শাহ (ছবি: ফেসবুক)

এদিকে বৈশাখী টেলিভিশনে আজ দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচার হবে অনুসন্ধানীমূলক বিশেষ তথ্যচিত্র ‘স্মৃতিতে সালমান শাহ’। এতে উঠে এসেছে প্রয়াত চিত্রনায়কের জানা-অজানা অনেক কিছু। সালমান শাহের মা নীলা চৌধুরী, মামা আলমগীর কুমকুম, স্ত্রী সামিরা, তাদের বাসার মালী জাকির, প্রত্যক্ষদর্শী ডলি বেগম, পরিচালক সোহানুর রহমান সোহান, ছটকু আহমেদ, চিত্রনায়ক ফেরদৌস, নিরব হোসেন, ডন, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, আশনা হাবিব ভাবনা, উপস্থাপক সাকিব সুলেরী, সাংবাদিক দুলাল খান কথা বলেছেন এই তথ্যচিত্রে। সেই সঙ্গে রয়েছে সালমান শাহর অপমৃত্যু মামলার চূড়ান্ত প্রতিবেদন জমাদানকারী পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদারের বক্তব্য। বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থানা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে তথ্যচিত্রটির গ্রন্থনা ও ধারাবর্ণনা করেছেন তারেক সিকদার।

সালমান শাহ

সালমান শাহ (ছবি: ফেসবুক)

সালমান শাহ ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট শহরের দাড়িয়াপাড়ায় আবেহায়াত ভবনে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম চৌধুরী শাহরিয়ার ইমন। টেলিভিশনে কয়েকটি নাটকে অভিনয় করে নজর কাড়েন তিনি। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়। চিত্রনায়িকা মৌসুমীর এটি প্রথম সিনেমা ছিলো। সেই সঙ্গে প্লেব্যাকে অভিষেক হয় আগুনের।

সালমান শাহ

সালমান শাহ (ছবি: ফেসবুক)

সময়ের চেয়ে এগিয়ে থাকা সালমান শাহ এখনো নতুনদের কাছে অনুসরণীয়। অনেকে তাঁর মতো ফ্যাশনে নিজেদের উপস্থাপন করেন। ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই তারকা নব্বই দশকে সাড়া জাগানো ২৭টি সিনেমায় অভিনয় করেন। এগুলোতে দর্শকেরা এখনো তাঁকে মুগ্ধ হয়ে দেখেন। ভক্ত-দর্শকের ভালোবাসায় খ্যাতির চূঁড়ায় উঠেছিলেন তিনি। কিন্তু ৩ বছর ৫ মাস ১২ দিনে থেমে যায় তাঁর রুপালি ক্যারিয়ার।

সালমান শাহ (ছবি: ফেসবুক)

আজকের এই দিনে শ্রদ্ধাভরে ও ভালোবাসায় তাঁকে স্মরণ করছে সিনেমাওয়ালা নিউজ পরিবার। স্বপ্নের নায়ক সালমান শাহ মানুষের অন্তরে বেঁচে আছেন, থাকবেন অনন্তকাল।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ