Connect with us

বলিউড

সিনেমার কোন কাজকে সবচেয়ে চ্যালেঞ্জিং মনে করেন রাশ্মিকা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

রাশ্মিকা মান্দানা

রাশ্মিকা মান্দানা (ছবি: ইনস্টাগ্রাম)

দক্ষিণী সিনেমায় মন কাড়ার পর রূপে-গুণে বলিউড মাতাতে আসছেন অভিনেত্রী রাশ্মিকা মান্দানা। তার প্রথম হিন্দি সিনেমার নাম ‘গুডবাই’। বলিউডে অভিষেকের সঙ্গে আরেকটি উল্লেখযোগ্য কাজ করেছেন তিনি। হিন্দি ভাষায় পুরো সিনেমার ডাবিং নিজেই করেছেন ২৬ বছর বয়সী এই তারকা।

রাশ্মিকা মান্দানা

রাশ্মিকা মান্দানা (ছবি: ইনস্টাগ্রাম)

সেই অভিজ্ঞতা প্রসঙ্গে রাশ্মিকা বলেন, ‘যেকোনো ভাষায় ডাবিং করা সবসময় খুবই দুরূহ ব্যাপার মনে হয় আমার। সিনেমায় কাজের বেলায় এটাই আমার জন্য সবচেয়ে কঠিন। হিন্দিতে ডাবিং করা একটু চ্যালেঞ্জিং ছিল, তবে এর মাধ্যমে নতুন একটি ভাষা শিখতে পেরেছি। আমার ঝুলিতে আরেকটি ভাষা যুক্ত হলো।’

রাশ্মিকা মান্দানা

রাশ্মিকা মান্দানা (ছবি: ইনস্টাগ্রাম)

বিকাশ বহেলের পরিচালনায় সিনেমাটিতে তারা ভাল্লা চরিত্রে দেখা যাবে রাশ্মিকাকে। মেয়েটি একইসঙ্গে বলিষ্ঠ ও মজার। সমাজের প্রতিটি বাঁধাধরা সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে সে। যুক্তিতে বিশ্বাসী করলেও তার কাছে আবেগের গুরুত্ব আছে।

রাশ্মিকা মান্দানা

রাশ্মিকা মান্দানা (ছবি: ইনস্টাগ্রাম)

‘গুডবাই’ সিনেমার গল্প দর্শকদের আবেগ ছুঁয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এটি জীবনের দুঃসময়ে প্রিয়জনের গুরুত্ব তুলে ধরবে।

রাশ্মিকা মান্দানা

রাশ্মিকা মান্দানা (ছবি: ইনস্টাগ্রাম)

একতা কাপুর প্রযোজিত ‘গুডবাই’ আগামী ৭ অক্টোবর ভারতসহ বিভিন্ন দেশের সিনেমা হলে মুক্তি পাবে। এতে আরও আছেন অমিতাভ বচ্চন, নীনা গুপ্তা, সুনীল গ্রোভার, আশীষ বিদ্যার্থী, ইলি আভরাম ও পাভেইল গুলাতি।

রাশ্মিকা মান্দানা

রাশ্মিকা মান্দানা (ছবি: ইনস্টাগ্রাম)

কন্নড়, তেলুগু ও তামিল ভাষার সিনেমায় কাজ করেছেন রাশ্মিকা। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা: দ্য রাইজ’ তার জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। তিনি পরিণত হয়েছে ভারতের জাতীয় ক্রাশে! আগামী বছর মুক্তি পাবে ‘পুষ্পা: দ্য রুল’।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ