Connect with us

ঢালিউড

হাউসফুল ‘ওমর’, বাড়লো শো, দর্শক-তারকা সবার মুখে রাজের প্রশংসা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ওমর’ সিনেমার পোস্টার (ছবি: সিনেমাওয়ালা)

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’ দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন সাধারণ দর্শক ও শোবিজ তারকারা। দর্শক চাহিদা থাকায় মুক্তির দুই দিন যেতেই শো-টাইম বাড়ানো হয়েছে। পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে সিনেমাহলে ভিড় করেছেন অনেকে। সিনেমাটির প্রতি সবার আগ্রহ দিন দিন বেড়ে চলেছে।

বেশিরভাগ দর্শক ‘ওমর’ সিনেমায় শুরু থেকে শেষ পর্যন্ত থাকা টুইস্টের প্রশংসা করেছেন। তাদের মন্তব্য, পুরোটাই সাসপেন্স! এজন্য দর্শকেরা আটকে ছিলেন বড় পর্দায়। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্মাণশৈলী ও অভিনয়শিল্পীদের নৈপুণ্য বেশ প্রশংসিত হচ্ছে। ৫-এ ৪ রেটিং দিচ্ছেন সবাই। সাধারণ দর্শকদের কথায়, ‘গল্পটাই হিরো! এমন গল্প নিয়ে বাংলাদেশে খুব একটা সিনেমা হয়নি। ব্যতিক্রম ও অসাধারণ একটি গল্প। শ্বাসরুদ্ধকর উত্তেজনা, হাসি, থ্রিলার সবকিছুতে ভরপুর। এক সেকেন্ডের জন্য বিরক্তি আসেনি। এ ধরনের বাংলা সিনেমা কখনো দেখিনি। কেউ এই সিনেমা দেখলে বাসায় গিয়ে আরো পাঁচজনকে দেখতে বলবে।’

‘ওমর’ সিনেমায় শরিফুল রাজ ও দর্শনা বণিক (ছবি: সিনেমাওয়ালা)

ওমর চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। তার প্রতি ভালো লাগা থেকে অনেক দর্শক সিনেমাটি দেখেছেন। তাদের বেশিরভাগই এই তারকার অভিনয় দক্ষতাকে প্রশংসায় ভাসিয়েছেন। পাশাপাশি নাসিরউদ্দিন খানের অভিনয়ের গুনগান গেয়েছেন ভক্তরা।

প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ এবং চিত্রনায়ক মান্নাকে উৎসর্গ করা হয়েছে ‘ওমর’। এজন্য কৌতূহল থেকে সিনেমাটি দেখছেন অনেক দর্শক।

‘ওমর’ সিনেমার পোস্টার (ছবি: সিনেমাওয়ালা)

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, “মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ক্যারিয়ারের শুরু থেকেই তাকে আমরা কাছ থেকে দেখেছি। ‘ওমর’ দেখে বুঝলাম সে এখন অনেক পরিণত। তার উন্নতিতে আমার খুব ভালো লাগছে। সিনেমাটিতে শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের যে সাসপেন্স দেওয়া দরকার, সবই এই গল্পে আছে। দর্শকদের সম্পৃক্ত করার আবেগ যতটা দরকার ততটুকুই আছে। প্রত্যেক অভিনয়শিল্পীর কাজ দারুণ লেগেছে। আমার মনে হয়েছে, একটি নৌকায় সব কলাকুশলী একসঙ্গে ট্রাভেল করছে। কেউই নৌকা থেকে পড়ে যায়নি। সবাই সমান্তরাল অভিনয় করেছেন। এটি একজন পরিচালকের কৃতিত্ব।”

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেন, ‘আমরা যেটা ভাবছি কিংবা অনুমান করছি, কিছুক্ষণ পরপর সেই বিষয়টা বদলে যাচ্ছে। পুরোপুরি রোমাঞ্চকর জার্নি বলা যায় গল্পটিকে। যেকোনো সম্পর্কই মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। এখানে বাবা, ছেলে, ভাইবোনের সম্পর্ক দেখানো হয়েছে। শেষটা এতো আবেগপ্রবণ যে, সবারই ভালো লাগার মতো।’

অভিনেত্রী সাবিলা নূর বলেন, “আগে থেকেই শরিফুল রাজের অভিনয় ভালো লাগে। ‘ওমর দেখার পর সেই ভালো লাগা আরো বেড়ে গেলো। প্রত্যেকেই দুর্দান্ত অভিনয় করেছেন। বিভিন্ন জনরার মিশ্রণ বলা যায় এই সিনেমাকে। শেষটা দেখলে সবাই আবেগপ্রবণ হয়ে যাবেন।”

‘ওমর’ সিনেমায় শরিফুল রাজ ও নাসিরউদ্দিন খান (ছবি: সিনেমাওয়ালা)

পরিচালক চয়নিকা চৌধুরী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘মুহাম্মদ মোস্তফা কামাল রাজ যদি আমার বড় ভাই হতো তাহলে আজ তার পা ছুঁয়ে ধন্যবাদ জানাতাম। অবাক হয়ে গেলাম একজন পরিচালক পুরো একটি সিনেমায় নায়িকা ছাড়া শুধু গল্প, নির্মাণ ও অভিনয় দিয়ে টানটান উত্তেজনায় দর্শকদের বসিয়ে রাখলেন। এমন ঘটনা দেখিনি কখনোই। আমি শতভাগ নিশ্চিত কোনো দর্শক চোখের পলক ফেলতে পারেননি। চোখ ফেরাতেও পারেননি। এত সুন্দর সিনেমা! ‍মুহাম্মদ মোস্তফা কামাল রাজ তার আগের সব সিনেমাকে ছাপিয়ে বানিয়েছেন ‘ওমর’। প্রত্যেক শিল্পী এককথায় অসাধারণ।’

ঢাকার ব্লকবাস্টার সিনেমাসে ‘ওমর’ ঈদের প্রথম দুই দিন তিনটি শো টাইম থাকলেও তৃতীয় দিনে বেড়ে হয়েছে চারটি শো। যমুনা ফিউচার পার্কে অবস্থিত এই মাল্টিপ্লেক্সে সিনেমাটি দেখা যাচ্ছে সকাল ১১টা ৩৫ মিনিট, দুপুর ১টা ৩৫ মিনিট, বিকেল ৪টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে।

‘ওমর’ সিনেমায় শরিফুল রাজ (ছবি: মাস্টার কমিউনিকেশন্স)

আরেক অভিজাত মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সে বিভিন্ন শাখায় প্রতিদিন ‘ওমর’ সিনেমার ১১টি প্রদর্শনী হচ্ছে। এগুলো হলো ঢাকার পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মল (সকাল ১১টা, দুপুর ১টা ৪৫ মিনিট, সন্ধ্যা ৭টা), ধানমন্ডির সীমান্ত সম্ভার (সকাল ১১টা ১৫ মিনিট, বিকেল ৪টা ৫০ মিনিট), মহাখালীর এসকেএস টাওয়ার (দুপুর ২টা ১০ মিনিট, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট), মিরপুর-১ নম্বরের সনি স্কয়ার (দুপুর ২টা, সন্ধ্যা ৭টা ২০ মিনিট) এবং চট্টগ্রামের বালি আর্কেড শাখা (সকাল ১১টা ২০ মিনিট, বিকেল ৪টা ৫০ মিনিট)।

অ্যাকশন কাট এন্টারেটেইনমেন্টের পরিবেশনায় ঈদের দিন থেকে ২১টি সিনেমা হলে চলছে ‘ওমর’। বাকি ১৫টি পর্দা হলো– লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), সিলভার স্ক্রিন, সিনেমা প্যালেস (চট্টগ্রাম), মিতালী (সরাইগাছি, রাজশাহী), চিত্রালী (খুলনা), রাজমণি (মুলাডুলি, পাবনা), রাধানাথ (রেলস্টেশন রোড, শ্রীমঙ্গল), তাজ (নওগাঁ), উল্কা (জয়দেবপুর, গাজীপুর), বিলাস (সাভার), মধুমিতা (ভৈরব), সোনিয়া (বগুড়া), সত্যবতী (শেরপুর), আনন্দ (কুলিয়ারচর), বিজিবি অডিটোরিয়াম (সিলেট)।

‘ওমর’ সিনেমার পোস্টার (ছবি: সিনেমাওয়ালা)

‘ওমর’ সিনেমায় শরিফুল রাজ ছাড়াও অভিনয় করেছেন নাসিরউদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর, নাফিস আহমেদ, রোজি সিদ্দিকী, তানজিলা হক মাইশা, আইমন সিমলা। মাস্টার কমিউনিকেশন্সের ব্যানারে এটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। শিল্প নির্দেশনায় সামুরাই মারুফ।

সিনেমাটির গান গেয়েছেন দিলশাদ নাহার কনা, আরফিন রুমি, ‘নাসেক নাসেক’ তারকা অনিমেষ রায় ও ভারতের ঈশান মিত্র। গানের কথা লিখেছেন জনি হক, সোমেশ্বর অলি ও রাসেল মাহমুদ। সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ এবং ভারতের স্যাভি। আইটেম গান ‘ভাইরাল বেবি’তে নেচেছেন ভারতীয় নায়িকা দর্শনা বণিক।

ঢালিউড

সালমান শাহের প্রতি শাবনূরের শ্রদ্ধা, ‘ওপারে ভালো থেকো’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

শাবনূর ও সালমান শাহ (ছবি: ফেসবুক)

দেশীয় সিনেমার বরপুত্র সালমান শাহ সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ (১৯৯৩) সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। মাত্র ৩ বছর ৫ মাস ১২ দিনের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেছেন ক্ষণজন্মা এই তারকা। এরমধ্যে ১৪টিতেই নায়িকা ছিলেন শাবনূর। নায়কের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন এই চিত্রনায়িকা।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৬ বছর বয়সে নিভে যায় সালমান শাহের জীবনপ্রদীপ। আজ (৬ সেপ্টেম্বর) তাঁর ২৮তম মৃত্যুবার্ষিকীতে অস্ট্রেলিয়া প্রবাসী শাবনূর ফেসবুকে নিজের অ্যাকাউন্ট ও পেজে লিখেছেন, ‘আজ সিনেমার রাজপুত্র সালমান শাহের ২৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকাই সিনেমায় বিশাল শূন্যতা তৈরি করে বিদায় নিয়েছিলেন সবার প্রিয় নায়ক সালমান শাহ। ক্ষণজন্মা এই নক্ষত্রের প্রতি বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। ওপারে ভালো থেকো সালমান।’

ফেসবুকে ‘স্বপ্নের পৃথিবী’ সিনেমায় সালমান শাহের একটি মুহূর্তের ছবি ও নিজের একটি স্থিরচিত্র শেয়ার দিয়েছেন শাবনূর। তার মতো আরো অনেকে সোশ্যাল মিডিয়ায় ‘স্বপ্নের নায়ক’কে স্মরণ করেছেন।

‘তোমাকে চাই’ সিনেমায় শাবনূর ও সালমান শাহ (ছবি: সাথী ফিল্মস)

সালমান শাহ ও শাবনূর ‘তুমি আমার’ সিনেমায় প্রথমবার জুটি বাঁধেন। এটি মুক্তি পায় ১৯৯৪ সালের ২২ মে। তাদের বেশিরভাগ সিনেমা ব্যবসায়িক সাফল্য পেয়েছে। নায়কের জীবদ্দশায় এই তালিকা থেকে মুক্তি পেয়েছে ‘সুজন সখী’ (১২ আগস্ট, ১৯৯৪), ‘বিক্ষোভ’ (৯ সেপ্টেম্বর, ১৯৯৪), ‘স্বপ্নের ঠিকানা’ (১১ মে, ১৯৯৫), ‘মহামিলন’ (২২ সেপ্টেম্বর, ১৯৯৫), ‘বিচার হবে’ (২১ ফেব্রুয়ারি, ১৯৯৬), ‘তোমাকে চাই’ (২১ জুন, ১৯৯৬), ‘স্বপ্নের পৃথিবী’ (১২ জুলাই, ১৯৯৬)।

শাবনূর ও সালমান শাহ (ছবি: ফেসবুক)

সালমান শাহের অপমৃত্যুর পর শাবনূরের সঙ্গে তার জুটি গড়া ৬টি সিনেমা মুক্তি পায়। এগুলো হলো ‘জীবন সংসার’ (১৮ অক্টোবর, ১৯৯৬), ‘চাওয়া থেকে পাওয়া’ (২০ ডিসেম্বর, ১৯৯৬), ‘প্রেম পিয়াসী’ (১৮ এপ্রিল, ১৯৯৭), ‘স্বপ্নের নায়ক’ (৪ জুলাই, ১৯৯৭), ‘আনন্দ অশ্রু’ (১ আগস্ট, ১৯৯৭) এবং ‘বুকের ভেতর আগুন’ (৫ সেপ্টেম্বর, ১৯৯৭)।

পড়া চালিয়ে যান

ঢালিউড

সালমান শাহ আজও ভক্তদের ‘অন্তরে অন্তরে’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

সালমান শাহ (ছবি: ফেসবুক)

অমর নায়ক সালমান শাহের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৬ বছর বয়সে নিভে যায় ক্ষণজন্মা এই তারকার জীবনপ্রদীপ। তাঁর মৃত্যুবার্ষিকীতে ভক্তরা শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করেন। এবারও ব্যতিক্রম নয়। 

সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেশীয় সিনেমার এই রাজপুত্রের নামে কিছু পেজ আছে। সেগুলোর মধ্যে টিম সালমান শাহ, সালমান শাহ (ইমন) এবং সালমান শাহ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা মাসুদ রানা নকীব। টিম সালমান শাহ আজ মিলাদ ও দোয়ার আয়োজন করেছে। ঢাকার তেঁজগাও থানার উল্টো দিকে মসজিদ বায়তুশ শরফে বাদ আসর প্রিয় নায়কের রুহের মাগফিরাত কামনা করবেন ভক্তরা।

সালমান শাহ (ছবি: ফেসবুক)

সালমান শাহ ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট শহরের দাড়িয়াপাড়ায় আবেহায়াত ভবনে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম চৌধুরী শাহরিয়ার ইমন। টেলিভিশনে কয়েকটি নাটকে অভিনয় করে নজর কাড়েন তিনি। ১৯৯৩ সালের ২৫ মার্চ সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়। চিত্রনায়িকা মৌসুমীর এটি প্রথম সিনেমা ছিলো। সেই সঙ্গে এর মাধ্যমেই প্লেব্যাকে অভিষেক হয় আগুনের।

সালমান শাহ (ছবি: ফেসবুক)

নব্বই দশকে সাড়া জাগানো ২৭টি সিনেমায় অভিনয় করেন সালমান শাহ। দর্শকেরা এখনো এগুলো মুগ্ধ হয়ে দেখেন। ভক্ত-দর্শকের ভালোবাসায় খ্যাতির চূঁড়ায় উঠেছিলেন তিনি। কিন্তু ৩ বছর ৫ মাস ১২ দিনে থেমে যায় তাঁর রুপালি ক্যারিয়ার।

সালমান শাহ (ছবি: ফেসবুক)

২৭টি সিনেমার মধ্যে ১৪টিতে শাবনূরের সঙ্গে জুটি বেঁধেছিলেন সালমান। এছাড়া মৌসুমী, শাহনাজ, লিমা, কাঞ্চি, শাবনাজ, বৃষ্টি ও সোনিয়ার বিপরীতে দেখা গেছে তাকে। ছাত্রনেতা, প্রতিবাদী তরুণ, গ্রামের ছেলেসহ সব চরিত্রেই তার সহজাত অভিনয় দক্ষতা ও চরিত্রের ভেতরে মিশে যাওয়ার গুণ ছিলো দারুণ।

সালমান শাহ (ছবি: ফেসবুক)

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়। সিলেটে হযরত শাহজালালের (রা.) মাজারের পাশে চিরনিদ্রায় শায়িত আছেন স্বপ্নের নায়ক।

পড়া চালিয়ে যান

ঢালিউড

নোয়াখালীতে বন্যাকবলিত এলাকায় বুবলী

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

নোয়াখালীতে বন্যাকবলিত এলাকায় শবনম বুবলী (ছবি: ফেসবুক)

নোয়াখালীতে বন্যাকবলিত এলাকায় গেলেন চিত্রনায়িকা শবনম বুবলী। নৌকায় চড়ে বানভাসি মানুষের ঘরে ঘরে ত্রাণ বিতরণ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এ প্রসঙ্গে নিজের অনুভূতি জানিয়েছেন নায়িকা। 

আজ (২৯ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটের দিকে ফেসবুকে বন্যার্তদের নিয়ে দুটি পোস্ট করেছেন বুবলী। এরমধ্যে একটিতে নোয়াখালীতে তোলা বেশ কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেছেন তিনি। অন্য পোস্টে তার একটি ভিডিওতে দেখা যাচ্ছে- শুকনা খাবার, বিশুদ্ধ পানি, স্যালাইনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বোঝাই একটি পিকআপ ভ্যানের সামনে বুবলী। পরে সেটি পৌঁছে যায় নোয়াখালীতে। এরপর নৌকায় চড়ে বন্যাদুর্গতদের দুয়ারে ত্রাণ সহায়তা নিয়ে যান তিনি।

দুটি পোস্টেই বুবলী লিখেছেন, ‘বন্যার্ত মানুষগুলোকে কাছ থেকে দেখে কষ্টগুলো আরো দ্বিগুণ অনুভব হলো। আমার মতো করে সবসময় এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে চেষ্টা করি। কারণ এটা আমার মানসিক শান্তি।’

নোয়াখালীতে বন্যাকবলিত এলাকায় শবনম বুবলী (ছবি: ফেসবুক)

বুবলী যোগ করেছেন, ‘সত্যিকার অর্থে সবার একাত্মতা ও ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্ত মানুষগুলোর জন্য ঢাকায় প্রচুর উপহারসামগ্রী জমা হয়েছে। কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থার খুব নাজুক অবস্থা গ্রামের দিকে।’

সবার প্রতি বুবলীর অনুরোধ, ‘বন্যার্তদের কাছে যেন তাদের প্রাপ্য উপহারসামগ্রী পৌঁছায় সেদিকে সবাই মিলে সহযোগিতা করি।’

পড়া চালিয়ে যান
Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ