Connect with us

ঢালিউড

সিলেটবাসীর জন্য তহবিল গঠনের কথা ভাবছেন শাকিব

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

শাকিব খান

শাকিব খান (ছবি: ফেসবুক)

দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেট ও সুনামগঞ্জ ভয়াবহ বন্যায় আক্রান্ত। উজান থেকে আসা ঢলে সিলেট বিভাগের ৮০ শতাংশ এলাকা এখন পানির নিচে। এর মধ্যে সুনামগঞ্জের ৯০ শতাংশ এলাকা ডুবে গেছে। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষ। আশ্রয়কেন্দ্রে গিয়েও জায়গা মিলছে না অনেকের। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বানভাসি মানুষ।

এমন পরিস্থিতিতে সবাইকে সাধ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সিলেটবাসীর জন্য তহবিল গঠনের কথা ভাবছেন জনপ্রিয় এই অভিনেতা। শনিবার (১৮ জুন) সোশ্যাল মিডিয়ায় নিজের এই ভাবনার কথা জানান তিনি।

আমেরিকা থেকে শাকিব লিখেছেন, ‘এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে থাকলেও সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে জেনেছি, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। বন্যাকবলিত মানুষের দুর্দশা আমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। মানবিক দৃষ্টিকোণ থেকে ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষের পাশে আছি। তাদের মৌলিক চাহিদা পূরণে আমার সামর্থ্যের মধ্যে অর্থ সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছি। সেই সঙ্গে একটি তহবিল গঠনেরও কথা ভেবেছি; যা থেকে প্রাপ্ত অর্থ ও অন্যান্য সহায়তা পৌঁছে যাবে কষ্টে থাকা সেইসব বানভাসি মানুষের সাময়িক সংকট মোকাবিলায়।’‌

বন্যাদুর্গতদের যেকোনো ধরনের সহায়তা দিয়ে যারা পাশে থাকতে চান, তাদের জন্য একটি ই-মেইল ঠিকানা দিয়েছেন শাকিব। বাংলাদেশ ও প্রবাসে থাকা আগ্রহী বিত্তবানদের প্রতি তার আহ্বান, ‘আপনারাও নিজেদের সামর্থ্যের মধ্য থেকে বানভাসি অসহায় মানুষের পাশে দাঁড়ান। সৃষ্টিকর্তা আমাদের সহায় হোক। সবার জন্য প্রার্থনা।’‌

সিনেমাওয়ালা প্রচ্ছদ