Connect with us

ঢালিউড

‘সুড়ঙ্গ’র পূর্বাভাসে নিশোর শ্বাসরুদ্ধকর যাত্রা!

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘সুড়ঙ্গ’র দৃশ্যে আফরান নিশো (ছবি: চরকি)

ঈদুল আজহায় প্রথমবার সিনেমা হলে আসছেন আফরান নিশো। তার প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ কেমন হবে? সেই কৌতূহল আরো বাড়িয়ে দিতে অবমুক্ত হলো এর অফিসিয়াল পূর্বাভাস। এতে জনপ্রিয় এই অভিনেতার শ্বাসরুদ্ধকর যাত্রার পূর্বাভাস মিলেছে। মোট ৮২টি দৃশ্য নিয়ে সাজানো হয়েছে এটি। তবে কোনও সংলাপ রাখা হয়নি।

‘সুড়ঙ্গ’র দৃশ্যে আফরান নিশো (ছবি: চরকি)

রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’তে আফরান নিশো ও চিত্রনায়িকা তমা মির্জার রসায়ন দেখা যাবে। অফিসিয়াল পূর্বাভাসের বিভিন্ন দৃশ্যে আরো কয়েকজন অভিনয়শিল্পীকে দেখা গেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য মোস্তফা মনোয়ার, শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক বেপারি।

গত ১০ মে প্রকাশিত ‘সুড়ঙ্গ’র ফার্স্ট লুক টিজারে আফরান নিশোকে সুড়ঙ্গর ভেতরে ঢুকতে দেখা যায়। তার প্রথম ঝলক বেশ আলোচিত হয়।

‘সুড়ঙ্গ’র দৃশ্যে আফরান নিশো ও তমা মির্জা (ছবি: চরকি)

সিলেটের সুনামগঞ্জের দুর্গম এলাকা, চট্টগ্রামের বিভিন্ন এলাকাসহ ঢাকার অনেকে স্থানে কয়েক ধাপে সিনেমাটির শুটিং হয়েছে। ‘সুড়ঙ্গ’ যৌথভাবে প্রযোজনা করছে আলফা আই স্টুডিওস এবং চরকি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ