Connect with us

ঢালিউড

‘সুড়ঙ্গ’র শুটিংয়ে দুর্গম এলাকায় ১০ দিন নিশো

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘সুড়ঙ্গ’র শুটিংয়ে আফরান নিশো (ছবি: চরকি)

ওটিটি, টেলিভিশন ও ইউটিউবের বিভিন্ন কনটেন্টের জন্য বহুবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অভিনেতা আফরান নিশো। এবার বড় পর্দা অর্থাৎ সিনেমা হলের জন্য কাজ করছেন তিনি। রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’র মাধ্যমে বড় পর্দায় দেখা যাবে তাকে। গত ২৮ ফেব্রুয়ারি জমকালো আয়োজনে এর মহরতে অংশ নেন এই তারকা। এরপর মার্চের প্রথম সপ্তাহে শুটিং শুরু হয়।

সিলেটের সুনামগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তের দুর্গম এলাকায় প্রায় ১০ দিন প্রথম ধাপের শুটিং করেছেন নিশো। কেমন লাগছে জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই অন্যরকম অনুভূতি কাজ করছে। কারণ এটাই আমার প্রথম সিনেমা। পরিচালক রায়হান রাফীর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। আমরা অনেক আলোচনা করে জেনে-বুঝে কাজটা করছি। এখনো দুই ধাপের শুটিং বাকি। আমাদের সবার পরিশ্রম ভিজ্যুয়ালি বা পারফরম্যান্সে খুঁজে পাবেন দর্শকরা। তারা উপভোগ্য, রুচিশীল ও মার্জিত কিছু পাবেন আশা করি।’

‘সুড়ঙ্গ’র দৃশ্যে আফরান নিশো (ছবি: চরকি)

‘সুড়ঙ্গ’তে নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী তমা মির্জা। তার কথায়, ‘নিশো ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ। তিনি আমাকে অনেক সহযোগিতা করেছেন, আমার কাজকে আরও সহজ করে দিয়েছেন। রায়হান রাফীর সঙ্গে আগে বেশকিছু কাজ করেছি। তিনি খুবই সহায়তাপ্রবণ পরিচালক।’

‘সুড়ঙ্গ’র শুটিংয়ে আফরান নিশো (ছবি: চরকি)

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে তমা বলেন, ‘সিনেমাটিতে আমার চরিত্র একটু কৌশলী। অনেক বছর পর এতো পরিশ্রমের সঙ্গে শুটিং করেছি। শুধু আমি না, পুরো টিমের অনেক কষ্ট হয়েছে। তবুও শান্তির ব্যাপার হলো, আমরা কোনো আপস করিনি। দিন শেষে কাজটা যে ভালো হচ্ছে সেটাই আমাদের পাওয়া।’

‘সুড়ঙ্গ’র শুটিংয়ে তমা মির্জা (ছবি: চরকি)

পরিচালক রায়হান রাফী বলেন, ‘সুড়ঙ্গ সিনেমার প্রথম ধাপের শুটিংয়ে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিলো লোকেশন। ভারত-বাংলাদেশ সীমান্তে অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলে কাজ করেছি। সেখানে বছরের অর্ধেক সময় পানি থাকে আর বাকি সময় মাটি। প্রায় ২০০ জনের টিম নিয়ে সেখানে সেট বানিয়ে শুটিং করার পুরো প্রক্রিয়া ছিলো আমার জন্য বিশাল চ্যালেঞ্জ। এবার আমরা দ্বিতীয় ধাপের শুটিং শুরু করবো। এবারের কাজ আমাদের জন্য আরো কঠিন। তবে দর্শক দেখে আনন্দ পেলে আমাদের কষ্ট সার্থক হবে।’

সিনেমাওয়ালা প্রচ্ছদ