ঢালিউড
সুস্থ হয়ে শুটিংয়ে পরীমণি
চিত্রনায়িকা পরীমণি এখন ভালো আছেন। ফলে আজ (২১ অক্টোবর) আবার নিজের নতুন সিনেমা ‘ডোডোর গল্প’র শুটিংয়ে ফিরেছেন তিনি। এবার টানা কাজ করার ইচ্ছে আছে তার। সোশ্যাল মিডিয়ায় নায়িকা নিজেই আবার শুটিংয়ে ফেরার কথা জানিয়েছেন।
প্রথম সন্তানের মা হওয়ায় দুই বছরের বিরতি দিয়ে ‘ডোডোর গল্প’র মাধ্যমে সিনেমার শুটিংয়ে ফেরেন পরী। কিন্তু শুটিংয়ের চারদিনের মাথায় হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। তিনি ভীষণ জ্বরে ভুগেছেন। আশার করা হলো, সুস্থ হয়ে কাজে ফিরেছেন নায়িকা।
‘ডোডোর গল্প’তে সংগ্রামী ও স্বনির্ভর মা কাজল চৌধুরী চরিত্রে দেখা যাবে পরীকে। তার ২০ বছরের সংগ্রামকে চিত্রায়িত করা হবে এতে। প্রায় ২০ বছর নিরন্তর অনুসন্ধানের পর হারানো ছেলেকে খুঁজে পাবে কাজল। এর মাধ্যমে দীর্ঘদিন পর চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতাকে দেখা যাবে আলোকচিত্রী রায়হান চরিত্রে।
২০২১-২০২২ অর্থবছরের সরকারি অনুদানে (৬০ লাখ টাকা) ‘ডোডোর গল্প’ পরিচালনা করবেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ তারই। এর সহ-প্রযোজক অডিও-ভিডিও প্রতিষ্ঠান জি-সিরিজের স্বত্বাধিকারী নাজমুল হক ভূঁইয়া (খালেদ), নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান।
ছেলে রাজ্যকে নিয়ে তোলা কয়েকটি স্থিরচিত্র শেয়ার দিয়ে সোশ্যাল মিডিয়ায় পরীমণি লিখেছেন, “আজ অনেকদিন ধরে হাসপাতালেই যাচ্ছে আমার। প্রথমে জ্বর নিয়ে ভর্তি হলাম। এর দুই দিন পর আমার নানা ভাই! আমি সুস্থ হয়ে এখন নানাকে সেবা দিচ্ছি। বাসা থেকে হাসপাতাল, আবার বাসা; এভাবেই দিন যাচ্ছে। ফেসবুকের জন্য সময় বের করতে পারছি না ঠিক। কিন্তু যতটুকুই আসি, প্রায় সবাই আমার পদ্মফুলের কথা বলেন, ওর নতুন ছবি কিংবা ভিডিও দেখার আগ্রহের কথা জানান। আমার কী যে ভালো লাগে! আমার বাচ্চাটাকে সবাই কতো ভালোবাসেন! এই ছবিগুলো হাসপাতালের নিচেই তোলা। বাসায় ফিরে সব কাজ শেষ করে দেখলাম, এই মধ্যরাত ছাড়া আর এগুলো লেখার সময় করতে পারবো না আরো কয়েকটা দিন। আবার ‘ডোডোর গল্প’র শুটিংয়ে যোগ দিচ্ছি। এই তো। জীবন কতোভাবেই সুন্দর, তাই না?”
পরী উল্লেখ করেছেন, নতুন একটি কাজের বৈঠক করেছেন হাসপাতালের করিডোরেই। শিগগিরই তিনি এর ব্যাপারে জানাবেন। এটি পরিচালনা করবেন মেহেদি হাসিব। পরীর শেয়ার করা ছবিগুলো তুলে দিয়েছেন তিনিই।
সিনেমার পাশাপাশি ওটিটির দুটি কাজ আছে পরীমণির হাতে। এরমধ্যে বিঞ্জ-এর জন্য ওয়েব ফিল্ম ‘মায়া’ পরিচালনা করছেন রায়হান রাফী। ঙ্কর আহসানের উপন্যাস অবলম্বনে অনম বিশ্বাসের পরিচালনায় তৈরি হচ্ছে সাত পর্বের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এতে গৃহিণী সুপ্তি চরিত্রে দেখা যাবে তাকে। এর গল্প একটি উপজেলা শহরের একজন গ্যাংস্টারকে কেন্দ্র করে।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস