Connect with us

ঢালিউড

সেন্সর বোর্ড বাতিল, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠনের প্রজ্ঞাপন (ছবি: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়)

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন হলো। আজ (২২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩-এর ধারা ৩-এর উপ-ধারা (১)-এর প্রদত্ত ক্ষমতাবলে সরকার বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য বলা হয়েছে।

কাজী নওশাবা আহমেদ (ছবি: নয়ন আহমেদ)

সার্টিফিকেশন বোর্ডে মোট ১৫ জন সদস্য রাখা হয়েছে। তাদের মধ্যে আছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, নির্মাতা ড. জাকির হোসেন রাজু, খিজির হায়াত খান, তাসমিয়া আফরিন মৌ, প্রযোজক-পরিচালক জাহিদ হোসেন ও রফিকুল আনোয়ার রাসেল, চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির।

খিজির হায়াত খান (ছবি: ফেসবুক)

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র)।

তাসমিয়া আফরিন মৌ (ছবি: ফেসবুক)

এছাড়া সদস্য হিসেবে আছেন আইন ও বিচার বিভাগের সিনিয়র সচিব/সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি (যুগ্মসচিব বা তদূর্ধ্ব পদমর্যাদার), বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ ও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান।

গত ১৫ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, দ্য সেন্সরশিপ অব ফিল্মস অ্যাক্ট, ১৯৬৩ (২০০৬ পর্যন্ত সংশোধন)-এর ধারা ৩ এবং দ্য বাংলাদেশ সেন্সরশিপ অব ফিল্মস রুলস, ১৯৭৭-এর বিধি ৪ মোতাবেক গত ১২ মে প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন করা হলো। বোর্ডের কার্যক্রম দ্য সেন্সরশিপ অব ফিল্মস অ্যাক্ট, ১৯৬৩ (২০০৬ পর্যন্ত সংশোধন)-এর ধারা ৩ এবং দ্য বাংলাদেশ সেন্সরশিপ অব ফিল্মস রুলস, ১৯৭৭ এবং দ্য কোড ফর সেন্সরশিপ অব ফিল্মস ইন বাংলাদেশ, ১৯৮৫ অনুযায়ী পরিচালিত হবে। সেই বোর্ড আজ বাতিল করা হলো।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ