টেলিভিশন
‘স্কুইড গেম’ অভিনেতার ইতিহাস, সেরা অভিনেত্রী জেন্ডায়া
প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের ৭৪তম আসরে নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’ সিরিজের জন্য সেরা অভিনেতা হয়েছেন দক্ষিণ কোরিয়ান তারকা লি জঙ-জে। ‘ইউফোরিয়া’ সিরিজের জন্য আমেরিকান তারকা জেন্ডায়া পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।
সোমবার (১২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলসে মাইক্রোসফট থিয়েটারে জমকালো অনুষ্ঠানে ৭৪তম এমি অ্যাওয়ার্ডস বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ২০২১ সালের ১ জুন থেকে ২০২২ সালের ৩১ মে পর্যন্ত প্রচারিত টিভি অনুষ্ঠানগুলো পুরস্কারের জন্য বিবেচনা করেছে অ্যাকাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস (এটিএএস)।
এমি অ্যাওয়ার্ডস ২০২২: বিজয়ী তালিকা
সেরা ড্রামা সিরিজ: সাকসেশন (এইচবিও/এইচবিও ম্যাক্স)
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): লি জঙ-জে (স্কুইড গেম, নেটফ্লিক্স)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): জেন্ডায়া (ইউফোরিয়া, এইচবিও/এইচবিও ম্যাক্স)
সেরা পার্শ্ব অভিনেতা (ড্রামা সিরিজ): ম্যাথু ম্যাকফেডিয়েন (সাকসেশন)
সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা সিরিজ): জুলিয়া গারনার (অজার্ক, নেটফ্লিক্স)
সেরা পরিচালক (ড্রামা সিরিজ): হোয়াং ডং হিউক (স্কুইড গেম)
সেরা চিত্রনাট্যকার (ড্রামা সিরিজ): জেসি আর্মস্ট্রং (অল দ্য বেলস সে, সাকসেশন)
কমেডি সিরিজ
সেরা কমেডি সিরিজ: টেড লাসো (অ্যাপল টিভি প্লাস)
সেরা অভিনেতা (কমেডি সিরিজ): জেসন সুডেইকিস (টেড লাসো)
সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ): জিন স্মার্ট (হ্যাকস)
সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি সিরিজ): ব্রেট গোল্ডস্টেইন (টেড লাসো)
সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি সিরিজ): শেরিল লি র্যালফ (অ্যাবট এলিমেন্টারি, এবিসি)
সেরা পরিচালক (কমেডি সিরিজ): এমজে ডেলানি (নো ওয়েডিংস অ্যান্ড অ্যা ফিউনেরাল, টেড লাসো)
সেরা চিত্রনাট্যকার (কমেডি সিরিজ): কুইন্টা ব্রানসন (পাইলট, অ্যাবট এলিমেন্টারি)
লিমিটেড সিরিজ
সেরা লিমিটেড অথবা অ্যান্থলজি সিরিজ: দ্য হোয়াইট লোটাস (এইচবিও/এইচবিও ম্যাক্স)
সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ): মাইকেল কিটন (ডোপসিক, হুলু)
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ): আমান্ডা সিফ্রাইড (দ্য ড্রপআউট, হুলু)
সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ): জেনিফার কুলিজ (দ্য হোয়াইট লোটাস)
সেরা পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ): মারে বার্টলেট (দ্য হোয়াইট লোটাস)
সেরা পরিচালক (লিমিটেড সিরিজ): মাইক হোয়াইট (দ্য হোয়াইট লোটাস)
সেরা চিত্রনাট্যকার (লিমিটেড সিরিজ): মাইক হোয়াইট (দ্য হোয়াইট লোটাস)
রিয়েলিটি শো
কম্পিটিশন অনুষ্ঠান: লিজোস ওয়াচ আউট ফর দ্য বিগ গার্লস (প্রাইম ভিডিও)
সেরা ভ্যারাইটি স্কেচ সিরিজ: স্যাটারডে নাইট লাইভ (এনবিসি)
সেরা ভ্যারাইটি টক সিরিজ: লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার (এইচবিও/এইচবিও ম্যাক্স)
সেরা চিত্রনাট্যকার (ভ্যারাইটি স্পেশাল): জেরড কারমাইকেল (জেরড কারমাইকেল: রোথানিয়েল, এইচবিও/এইচবিও ম্যাক্স)
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস