Connect with us

ওটিটি

‘স্কুইড গেম টু’তে ফিরছেন যারা, নতুন যুক্ত হলেন কারা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

নেটফ্লিক্সের বিশ্ব কাঁপানো ‘স্কুইড গেম’ ওয়েব সিরিজে তুলে ধরা হয় এমন কিছু প্রতিযোগীর গল্প যারা জীবনযুদ্ধে পরাজিত ও ধারদেনায় বিপর্যস্ত। এমন ৪৫৬ জন প্রতিযোগীকে টাকার লোভ দেখিয়ে মরণপণ খেলায় নামিয়ে দেওয়া হয়। জিতলে বেঁচে থাকার অধিকার। আর হারলে মৃত্যু অবধারিত। একপর্যায়ে প্রতিযোগীরা একে অপরকে মেরে ফেলার নির্মম খেলা শুরু করে। শেষ পর্যন্ত জয়ী প্রতিযোগী পায় নগদ ৪৫ দশমিক ৬ বিলিয়ন ওন। কোরিয়ান সিরিজটির দ্বিতীয় মৌসুমের জন্য মুখিয়ে আছে সারাবিশ্বের দর্শক। সেই অপেক্ষার অবসান হবে ২০২৪ সালে। ‘স্কুইড গেম’-এর কয়েকজন অভিনেতা ফিরছেন সিক্যুয়েলে। সেই সঙ্গে যুক্ত হচ্ছেন নতুন কয়েকজন। গত সপ্তাহে ব্রাজিলে অনুষ্ঠিত নেটফ্লিক্সের টুডুম ইভেন্টে ‘স্কুইড গেম টু’র অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হয়। জেনে নিন ‘স্কুইড গেম টু’তে ফিরছেন যারা, নতুন যুক্ত হচ্ছেন কারা।

‘স্কুইড গেম’ সিরিজের শেষ দৃশ্যে দেখা যায়, প্রধান চরিত্র সাং জি-হান আবার মরণখেলায় শামিল হওয়ার সিদ্ধান্ত নেয়। তার ভূমিকায় ফিরছেন লি জং-জে।

স্কুইড গেমের তত্ত্বাবধায়ক মুখোশধারী দ্য ফ্রন্ট ম্যানের ভূমিকায় ফিরছেন লি বায়ুং হান।

বর্গাকার আকৃতির ভাঁজ করা লাল-নীল কাগজ খেলার প্রতিনিধি হিসেবে গং ইয়ু’র ফেরা নিশ্চিত করা হয়েছে।

দ্য ফ্রন্ট ম্যানের ভাই পুলিশ কর্মকর্তা হোয়াং জুন-হো গুলিবিদ্ধ হয়ে পাহাড় থেকে সাগরে পড়ে গেলেও বেঁচে আছে! ওয়াই হা জুন এই চরিত্রে ফিরছেন।

(বাঁ থেকে) ইম সি-ওয়ান, কাঙ হা নিউল, পার্ক সং হুন এবং ইয়াং দং গেন। কোরিয়ান এই চার অভিনেতা ‘স্কুইড গেম টু’তে যুক্ত হচ্ছেন।

দ্বিতীয় মৌসুমের কোনো নারী চরিত্র এখনো ঘোষণা করা হয়নি। ‘স্কুইড গেম’ সিরিজে তিন অভিনেত্রী জং হো-ইয়ান, লি ইয়ু মি এবং কিম জু রিয়ং-এর মৃত্যু দেখানো হয়েছে। ফলে তাদের ফেরার সম্ভাবনা ক্ষীণ। তবে জং হো-ইয়ান উত্তর কোরিয়ার শরণার্থী যমজ বোনের চরিত্রে অভিনয় করছেন বলে গুঞ্জন রয়েছে।

মরণখেলার মূল পরিকল্পনাকারী এবং সবচেয়ে বয়স্ক প্রতিযোগীর চরিত্রে ও ইয়াং-সু ফিরবেন কিনা নিশ্চিত নয়। কারণ গত বছর তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ রয়েছে।

‘স্কুইড গেম’ সিরিজে রেড লাইট! গ্রিন লাইট! বলতে শোনা যায় বিশাল আকৃতির পুতুল ইয়াং হি’কে। সে রেড লাইট বললেই মহাবিপদ। আর গ্রিন লাইট বললে স্বস্তি। এবার তার প্রেমিক পুতুল চেওল সু থাকছে।

‘স্কুইড গেম’ সিরিজের মতোই দ্বিতীয় মৌসুম পরিচালনা করেছেন হোয়াং ডং হিউক। গল্পকার এবং নির্বাহী প্রযোজকও তিনিই।

২০২১ সালের সেপ্টেম্বরে মুক্তির পর ‘স্কুইড গেম’কে কেন্দ্র করে বিশ্বজুড়ে ঝড় ওঠে। প্রথম ২৮ দিনেই ১৬৫ কোটি ঘণ্টা দেখা হয়েছে এই ওয়েব সিরিজ। নেটফ্লিক্সের ইতিহাসে এটাই সবচেয়ে সফল সিরিজ।

সিনেমাওয়ালা প্রচ্ছদ