Connect with us

ওটিটি

‘স্কুইড গেম টু’র ট্রেলারে ফিরলো ৪৫৬ নম্বর খেলোয়াড়

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘স্কুইড গেম টু’ ওয়েব সিরিজের দৃশ্য (ছবি: নেটিফ্লক্স)

বিশ্ব কাঁপানো দক্ষিণ কোরিয়ান ওয়েব সিরিজ ‘স্কুইড গেম’=এর দ্বিতীয় মৌসুমের প্রথম ট্রেলার প্রকাশ্যে আনলো ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। এর মাধ্যমে তিন বছর পর প্রাণঘাতী কিছু খেলার রণক্ষেত্রে ফিরে এসেছে ৪৫৬ নম্বর খেলোয়াড়। দক্ষিণ কোরিয়ান তারকা লি জং-জে ৪৫৬ নম্বর খেলোয়াড় সং জি-হান চরিত্রে ফিরছেন। তার সঙ্গে আছেন শত শত নতুন প্রতিযোগী। 

ট্রেলারের প্রথম দৃশ্যে দেখা যায়, মুখোশধারী রক্ষীরা প্রতিযোগিতায় নতুন প্রতিযোগীদের স্বাগত জানায়। সবাইকে ‘রেড লাইট গ্রিন লাইট’ শীর্ষক প্রথম খেলায় অংশ নিতে পাঠানো হয়, ঠিক প্রথম মৌসুমের মতো। বিশাল আকৃতির যান্ত্রিক পুতুল পেছনে ঘুরলেই প্রতিযোগীদের নির্দিষ্ট লাইন অতিক্রমের জন্য এগোতে হবে। কিন্তু পুতুলটি ফিরে তাকালেই সবাইকে মূর্তির মতো দাঁড়িয়ে বা বসে থাকতে হবে। তখন একেবারেই নড়াচড়া করা যাবে না। নড়লেই ধেয়ে আসবে গুলি! নতুন মৌসুমে ‘রেড লাইট গ্রিন লাইট’ খেলায় নিজের অভিজ্ঞতা দিয়ে অন্য প্রতিযোগীদের বাঁচাতে চেষ্টা করে সং জি-হান। কিন্তু একজন খেলোয়াড়কে যখন বলা হয় তার ওপর একটি মৌমাছি বসেছে, তখনই ঘটতে থাকে বিপত্তি।

‘স্কুইড গেম টু’ ওয়েব সিরিজে লি জং-জে (ছবি: নেটিফ্লক্স)

প্রথম মৌসুমের মতোই প্রতিযোগীরা খেলা বন্ধ করতে কিংবা খেলা চালিয়ে যেতে ভোট দিতে পারবে। যদিও সং জি-হান সবাইকে এই রণক্ষেত্র থেকে বেরিয়ে আসার জন্য খেলা থামাতে উদ্বুদ্ধ করে। কিন্তু খেলোয়াড়রা তার অনুরোধ উপেক্ষা করে উল্টো স্লোগান দেয়, ‘ওয়ান মোর গেম’। তখন তাদের মাথার ওপর শূকর আকৃতির কাচের ব্যাংকে নগদ টাকায় ভরাট হতে থাকে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে পরিচালক হোয়াং ডং-হিউক বলেন, ‘এবারের প্রতিযোগী কারা ও কেন তারা প্রাণঘাতী খেলায় অংশ নিতে এসেছে, সেসব খুঁজে বের করতে সং জি-হানের প্রচেষ্টাই হলো দ্বিতীয় মৌসুমের মূল গল্প।’

হোয়াং ডং-হিউক উল্লেখ করেছেন, নতুন মৌসুমে আরো আকর্ষণীয় গেমস ও আগের মৌসুমের তুলনায় অনেক চরিত্রের উপস্থিতি থাকছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রথম মৌসুমের অভাবনীয় সাফল্যের পর কীভাবে দ্বিতীয় মৌসুমকে আরো ভালো বানানো যায় সেই বিষয়ে তিনি বেশ চাপ অনুভব করছিলেন।

‘স্কুইড গেম টু’ ওয়েব সিরিজে ফ্রন্ট ম্যান চরিত্রে লি বিয়ং-হান (ছবি: নেটফ্লিক্স)

সং জি-হান ছাড়াও ফিরে আসছে কালো-মুখোশধারী রহস্যময় ফ্রন্ট ম্যান। প্রাণঘাতী খেলার তত্ত্বাবধান করে সে। নিখোঁজ ভাইকে খুঁজতে ছদ্মবেশে গেমস এলাকায় ঢুকে পড়া গোয়েন্দা পুলিশ হোয়াং জুন-হো’কে আবার দেখা যাবে।

‘স্কুইড গেম’ সিরিজের দ্বিতীয় মৌসুম নেটফ্লিক্সে মুক্তি পাবে আগামী ২৬ ডিসেম্বর। এর তৃতীয় ও ফাইনাল মৌসুম আসবে ২০২৫ সালে।

প্রথম মৌসুমে হতাশা ও ঋণে জর্জরিত ৪৫৬ জনের একটি দল বিপুল অঙ্কের নগদ পুরস্কারের জন্য একে অপরের সঙ্গে মরণপণ লড়াই করে। তাদের মধ্যে কেবল বেঁচে থাকে সং জি-হান। এটি মুক্তির প্রথম ২৮ দিনে ১১ কোটি ১০ লাখ ব্যবহারকারী দেখেছে। ফলে নেটফ্লিক্সের সবচেয়ে সফল সিরিজের তকমা পেয়েছে। ‘স্কুইড গেম’ দেখতে প্রথম চার সপ্তাহে দর্শকরা ব্যয় করেছে ১৬৫ কোটি ঘণ্টা।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ