Connect with us

হলিউড

স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস ২০২৪: মনোনয়ন পেলেন কারা?

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

(বাঁ থেকে) ফ্লোরেন্স পিউ, এমিলি ব্লান্ট, কিলিয়ান মারফি ও রবার্ট ডাউনি জুনিয়র (ছবি: অ্যাকাডেমি)

হলিউডের ৩০তম স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে। ২০২৩ সালের সিনেমা এবং টেলিভিশনে সেরা পারফরম্যান্সের জন্য অনেকে জায়গা করে নিয়েছেন এতে।

এবারের এসএজি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা প্রকাশিত হয়েছে গত ১০ জানুয়ারি। আগামী ২৪ ফেব্রুয়ারি বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করবেন আয়োজকেরা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে অনুষ্ঠানটি সরাসরি দেখাবে নেটফ্লিক্স।

সিনেমা শাখা
সেরা অভিনয়শিল্পীর সম্মিলন
আমেরিকান ফিকশন, বার্বি, দ্য কালার পারপল, কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন, ওপেনহাইমার

সেরা অভিনেতা
ব্র্যাডলি কুপার (মায়েস্ত্রো), কোলম্যান ডমিঙ্গো (রাস্টিন), পল জিয়ামাটি (দ্য হোল্ডওভারস), কিলিয়ান মারফি (ওপেনহাইমার), জেফ্রি রাইট (আমেরিকান ফিকশন)

সেরা অভিনেত্রী
অ্যানেট বেনিং (নায়াড), লিলি গ্ল্যাডস্টোন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), ক্যারি মালিগ্যান (মায়েস্ত্রো), মার্গো রোবি (বার্বি), এমা স্টোন (পুয়োর থিংস)

সেরা পার্শ্ব-অভিনেতা
স্টারলিং কে. ব্রাউন (আমেরিকান ফিকশন), উইলেম ড্যাফো (পুয়োর থিংস), রবার্ট ডি নিরো (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার), রায়ান গসলিং (বার্বি)

সেরা পার্শ্ব-অভিনেত্রী
এমিলি ব্লান্ট (ওপেনহাইমার), ড্যানিয়েল ব্রুকস (দ্য কালার পারপল), পেনেলোপি ক্রুজ (ফেরারি) জোডি ফস্টার (নায়াড), ডে’ভাইন জয় র‌্যান্ডলফ (দ্য হোল্ডওভারস)

সেরা স্টান্টদের সমাহার
বার্বি, গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি ভলিউম থ্রি, ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি, জন উইক: চ্যাপ্টার ফোর, মিশন: ইমপসিবল-ডেড রেকোনিং পার্ট ওয়ান

‘ওপেনহাইমার’, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ ও ‘বার্বি’র অভিনয়শিল্পীরা (ছবি: অ্যাকাডেমি)

টেলিভিশন শাখা
সেরা অভিনয়শিল্পীর সমাহার (ড্রামা সিরিজ)
দ্য ক্রাউন, দ্য গিল্ডেড এজ, দ্য লাস্ট অব আস, দ্য মর্নিং শো, সাকসেশন

সেরা অভিনয়শিল্পীর সমাহার (কমেডি সিরিজ)
অ্যাবট এলেমেন্টারি, ব্যারি, দ্য বিয়ার, অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং, টেড লাসো

সেরা অভিনেতা (টেলিভিশন মুভি অথবা লিমিটেড সিরিজ)
ম্যাট বোমার (ফেলো ট্রাভেলার্স), জন হ্যাম (ফার্গো), ডেভিড ওয়েলোয়ো (লমেন: বেজ রিভস), টনি শালুব (মিস্টার মঙ্ক’স লাস্ট কেস: অ্যা মঙ্ক মুভি), স্টিফেন ইয়ান (বিফ)

সেরা অভিনেত্রী (টেলিভিশন মুভি অথবা লিমিটেড সিরিজ)
উজো আদুবা (পেইনকিলার), ক্যাথরিন হান (টাইনি বিউটিফুল থিংস), ব্রি লারসন (লেসন্স ইন কেমিস্ট্রি), বেল পাউলি (অ্যা স্মল লাইট), অ্যালি ওয়াং (বিফ)

সেরা অভিনেতা (ড্রামা সিরিজ)
ব্রায়ান কক্স (সাকসেশন), বিলি ক্রুডাপ (দ্য মর্নিং শো), কিয়েরান কালকিন (সাকসেশন), ম্যাথিউ ম্যাকফ্যাডিয়েন (সাকসেশন), পেড্রো পাসকাল (দ্য লাস্ট অব আস)

সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ)
জেনিফার অ্যানিস্টন (দ্য মর্নিং শো), এলিজাবেথ ডেবিকি (দ্য ক্রাউন), বেলা রামজি (দ্য লাস্ট অব আস), কেরি রাসেল (দ্য ডিপ্লোম্যাট), সারাহ স্নুক (সাকসেশন)

সেরা অভিনেতা (কমেডি সিরিজ)
ব্রেট গোল্ডস্টেইন (টেড লাসো), বিল হেডার (ব্যারি), এবোন মস-বাকরাক (দ্য বিয়ার), জেসন সুডেকিস (টেড লাসো), জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার)

সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ)
অ্যালেক্স বোর্স্টেইন (দ্য মার্ভেলাস মিসেস মেইজেল), র‍্যাচেল ব্রসনাহ্যান (দ্য মার্ভেলাস মিসেস মেইজেল), কিন্টা ব্রানসন (অ্যাবট এলিমেন্টারি), আয়ো এডেবিরি (দ্য বিয়ার), হানা ওয়াডিংহাম (টেড লাসো)

সেরা স্টান্টদের সমাহার (টেলিভিশন সিরিজ)
আসোকা, ব্যারি, বিফ, দ্য লাস্ট অব আস, দ্য মান্ডালোরিয়ান

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ