Connect with us

গান বাজনা

‘স্বপ্নের বাজিগর’ মান্নাকে নিয়ে আসিফের গান

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মান্না ও আসিফ আকবর

প্রয়াত চিত্রনায়ক মান্নার সঙ্গে কণ্ঠশিল্পী আসিফ আকবরের সংগীত জীবনের জন্মসূত্র রয়েছে। ১৯৯৮ সালে আসিফের জীবনের প্রথম গানে পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন মান্না। তাই প্রয়াত নায়কের স্মরণে নতুন একটি গানে কণ্ঠ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আসিফ লিখেছেন, ‘গানটি গাইতে পেরে নিজের কাছে খুব প্রশান্তি লাগছে।’

গানটির কথা লিখেছেন মান্নার স্ত্রী শেলী কাদের। এর কথা এমন– ‘একটি কিশোর ছেলে সারাক্ষণ ভাবতো/রুপালি তারার দেশে ডানা মেলে ভাসবে/স্বপ্নের চাবিখানি ইতিউতি খুঁজতো/স্বপ্নপুরীর দ্বার কবে সে যে খুলবে/সময়ের ঘড়ি যেন টিক টিক চলছেই/বুঝে যায় সময় যে একদিন আসবেই/একদিন ঘটে যায় সেই মহাযোগ/স্বপ্নের সাথে তার হয় সংযোগ/এর মাঝে জানাজানি সে আর কেউ না/স্বপ্নের বাজিগর নাম তার মান্না/স্বপ্নের বাজিগর সে এক মান্না।’

মঙ্গলবার (৫ এপ্রিল) এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাশ।

প্রয়াত চিত্রনায়ক মান্নার জন্মদিন আগামী ১৪ এপ্রিল। তার স্মরণে নতুন গানটি প্রকাশ হবে।

কিশোর দাশ ও আসিফ আকবর

কিশোর দাশ ও আসিফ আকবর

২০০১ সালে ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামের মাধ্যমে সংগীতাঙ্গনে প্রতিষ্ঠিত হওয়ার আগে চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছিলেন আসিফ আকবর। তার গাওয়া প্রথম প্রকাশিত গান ‘রাজা নাম্বার ওয়ান’ (১৯৯৮) ছবিতে ব্যবহৃত ‘আমারই ভাগ্যে তোমারই নাম’। শওকত আলি ইমনের সুর ও সংগীতে এতে আলম আরা মিনুর সঙ্গে কণ্ঠ দেন আসিফ। পর্দায় গানটির সঙ্গে ঠোঁট মেলান চিত্রনায়ক মান্না ও চিত্রনায়িকা শাহনাজ।

১৯৬৪ সালে টাঙ্গাইলের কালিহাতীতে জন্মগ্রহণ করেন এ এস এম আসলাম তালুকদার মান্না। ১৯৮৪ সালে বিএফডিসি আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রে পথচলা শুরু হয় তার। টানা দুই যুগ ব্যবসাসফল অনেক সিনেমা উপহার দিয়েছেন তিনি। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মাত্র ৪৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন ঢালিউডের সুপারস্টার মান্না। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার একটি ভবনের নাম তার প্রতি সম্মান জানিয়ে রাখা হয়েছে ‘মান্না ডিজিটাল কমপ্লেক্স’।

সিনেমাওয়ালা প্রচ্ছদ