Connect with us

হলিউড

হলিউডে ধর্মঘট: নতুন ‘অ্যাভাটার’সহ থমকে গেছে যেসব সিনেমা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমার দৃশ্য (ছবি: টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স)

হলিউডে অভিনয়শিল্পীদের ধর্মঘটের কারণে ‘অ্যাভাটার’ ও ‘গ্ল্যাডিয়েটর’-এর সিক্যুয়েলসহ নির্মাণাধীন অনেক সিনেমার কাজ বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, লালগালিচা বিছানো প্রিমিয়ারসহ সব ধরনের প্রচারণামূলক আয়োজন ব্যাহত হচ্ছে। এছাড়া পিছিয়ে যেতে পারে এমি অ্যাওয়ার্ডস এবং কমিক-কন।

১১ সপ্তাহ ধরে ধর্মঘটে থাকা হলিউডের চিত্রনাট্যকারদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন অভিনয়শিল্পীরা। এ কারণে কাজ বন্ধ হয়ে যাওয়ায় দর্শকপ্রিয় সিরিজ এবং নতুন অনেক সিনেমা নির্মাণে নেতিবাচক প্রভাব পড়বে বলে শঙ্কা রয়েছে।

নিজেদের ইউনিয়ন স্ক্রিন অ্যাক্টরস গিল্ড–আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টসের (এসএজি-এএফটিআরএ) সঙ্গে শীর্ষস্থানীয় প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান ও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যকার আলোচনা ফলপ্রসূ না হওয়ায় হলিউড অভিনেতা-অভিনেত্রীরা ধর্মঘট করছেন। লস অ্যাঞ্জেলসে ১ লাখ ৬০ হাজার অভিনয়শিল্পী কাজ বন্ধ রেখেছেন। এরমধ্যে ১০ হাজার অভিনেতা-অভিনেত্রী প্রথম সারির সহকর্মীদের তুলনায় উল্লেখযোগ্য হারে কম পারিশ্রমিক পান।

(বাঁ থেকে) রামি মালেক, ম্যাট ডেমন, এমিলি ব্লান্ট, ফ্লোরেন্স পিউ ও সিলিয়ান মারফি (ছবি: টুইটার)

ধর্মঘট চলাকালীন অভিনেতা-অভিনেত্রীরা কোনও সিনেমার শুটিং করতে পারবেন না। এমনকি নিজেদের অভিনীত সিনেমার প্রিমিয়ারসহ কোনো প্রচারণায় থাকা যাবে না। এ কারণে ধর্মঘটের ঘোষণা আসতেই লন্ডনে গত ১৩ জুলাই রাতে ‘ওপেনহাইমার’ সিনেমার প্রিমিয়ারে কিছু সময় অবস্থানের পরই বেরিয়ে যান অভিনেতা কিলিয়ান মারফি, ম্যাট ডেমন, এমিলি ব্লান্ট, রবার্ট ডাউন জুনিয়র, ফ্লোরেন্স পিউ, রামি মালেক, ব্রিটিশ তারকা দম্পতি জশ হার্টনেট ও টামজিন এজারটন। অভিনেতা-অভিনেত্রীদের কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন বহুল আলোচিত সিনেমাটির পরিচালক ক্রিস্টোফার নোলান। পারমাণবিক বোমার কারিগর আমেরিকান বিজ্ঞানী জে. রবার্ট ওপেনহেইমারকে কেন্দ্র করে এই সিনেমার গল্প। আশঙ্কা করা হচ্ছে, ধর্মঘটের কারণে আগামী ১৭ জুলাই নিউইয়র্কে এর প্রিমিয়ার ব্যাহত হতে পারে।

ক্রিস্টোফার নোলান, তার স্ত্রী এমা থমাস ও তাদের চার সন্তান (ছবি: টুইটার)

এসএজি-এএফটিআরএ ১৩ জুলাই এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, ২০২০ সাল থেকে টিভি এবং সিনেমাহলের জন্য নির্মিত কন্টেন্টের চুক্তিতে থাকা সদস্যরা ধর্মঘটে যুক্ত রয়েছে।

হলিউডে মুক্তি প্রতীক্ষিত বেশকিছু সিনেমার প্রচারণামূলক সংবাদ সম্মেলন ও লালগালিচা সংবলিত প্রিমিয়ার বাতিল হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য– ডিজনির ‘হন্টেড ম্যানসন’ (২৮ জুলাই), ‘টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টেলস: মিউট্যান্ট মেহেম’ (২ আগস্ট), ব্রিটিশ লেখিকা আগাথা ক্রিস্টির গোয়েন্দা সাহিত্য অবলম্বনে কেনেথ ব্রানা পরিচালিত ‘অ্যা হন্টিং ইন ভেনিস’ (১৫ সেপ্টেম্বর)। মারভেল স্টুডিওসের ‘ব্লেড’ এবং ‘থান্ডারবোল্টস’-এর মতো সিনেমার মুক্তি বিলম্বিত হবে। শ্রমচুক্তি সংকট নিরসন না হওয়া পর্যন্ত এমন আরও কিছু সিনেমা আটকে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

‘গ্ল্যাডিয়েটর’ সিনেমায় রাসেল ক্রো (ছবি: ইউনিভার্সাল পিকচার্স)

আইএমডিবি’র তথ্যানুযায়ী, বর্তমানে ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা থাকা বেশকিছু সিনেমা নির্মাণাধীন। এ তালিকায় রয়েছে ‘ওয়ান্ডার ওম্যান থ্রি’, ‘গোস্টবাস্টারস ফোর’, ‘মুফাসা: দ্য লায়ন কিং’, জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার থ্রি’ ও ‘অ্যাভাটার ফোর’, রায়ান রিনোল্ডস ও হিউ জ্যাকম্যানের ‘ডেডপুল থ্রি’, টিম বার্টনের ‘বিটলজুস’ সিনেমার সিক্যুয়েল। এসব সিনেমার চিত্রনাট্য তৈরির কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু অভিনয়শিল্পীদের ধর্মঘটের কারণে এসব কাজের বৃহৎ অংশ স্থবির হয়ে আছে। এগুলোর পরবর্তী সময়সূচি মেলানোর ক্ষেত্রে বিপর্যয় নেমে আসার শঙ্কাই বেশি। এছাড়া আমেরিকার বাইরে মরক্কো ও মাল্টায় প্যারামাউন্ট পিকচার্সের ‘গ্ল্যাডিয়েটর’ সিনেমার সিক্যুয়েলের শুটিং ব্যাহত হচ্ছে।

ফিল্মএলএ’র পরিসংখ্যান অনুযায়ী, লস অ্যাঞ্জেলেসে গত সপ্তাহে পূর্ণদৈর্ঘ্য সিনেমা এবং রিয়েলিটি শোসহ টিভি অনুষ্ঠানের শুটিং করার আবেদনের হার ২০২২ সালের একই সময়ের তুলনায় ৬৪ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যান্য বছর এই সময়ে চিত্রনাট্য সংবলিত কয়েক ডজন অনুষ্ঠানের শুটিং হতো। কিন্তু এবার কোনো স্ক্রিপ্টযুক্ত টিভি সিরিজের শুটিং করার আবেদন আসেনি।

‘স্ট্রেঞ্জার থিংস’ সিরিজে মিলি ববি ব্রাউন (ছবি: নেটফ্লিক্স)

ওটিটিতে অচলাবস্থার শঙ্কা
নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিওসহ অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্ম কোরিয়ান ও ভারতীয় সিরিজ অবমুক্ত করার প্রক্রিয়া অব্যাহত রাখতে পারে। তবে ওটিটিতে হলিউডের প্রযোজনাগুলো বন্ধ থাকবে। ধর্মঘটের কারণে নেটফ্লিক্সের ‘স্ট্রেঞ্জার থিংস’ ও ‘দ্য স্যান্ডম্যান’, হুলু’র “দ্য হ্যান্ডমেইড’স টেল”সহ জনপ্রিয় সিরিজের নতুন মৌসুমের শুটিং স্থগিত রয়েছে।

আমেরিকান সিরিজ ব্যাহত
লস অ্যাঞ্জেলেসে শুটিংয়ের অনুমতি প্রদানকারী সংস্থা ফিল্মএলএ জানিয়েছে, ২০১৪ সাল থেকে প্রতিবছর পে-টিভি, ডিজিটাল সাবস্ক্রিপশন ও সম্প্রচারের জন্য মৌলিক আমেরিকান সিরিজের সংখ্যা বেড়েছে। কিন্তু ধর্মঘটের কারণে আমেরিকান সিরিজগুলোর কাজ বন্ধ রয়েছে। এছাড়া সিনেমা ও স্ক্রিপ্টযুক্ত টিভি অনুষ্ঠানের কাজ থমকে আছে। এবারের গ্রীষ্মে এনবিসি চ্যানেলের ‘নাইট কোর্ট’-এর দ্বিতীয় সিরিজ এবং ‘শিকাগো মেড’, ‘শিকাগো ফায়ার’ ও ‘শিকাগো পি.ডি’, সিবিএস নেটওয়ার্কের ‘এনসিআইএস’ ও ‘ইয়াং শেলডন’, ফক্স চ্যানেলের ‘ফ্যামিলি গাই’ ও ‘দ্য সিম্পসন্স’-এর শুটিং হওয়ার কথা ছিলো। এখন এগুলোর কাজ বন্ধ রয়েছে।

ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির জন্য সাময়িক স্বস্তির ব্যাপার হলো, চিত্রনাট্যকারদের ধর্মঘটের কারণে এইচবিও’র ‘হাউস অব দ্য ড্রাগন’ সিরিজের নির্মাণে ন্যূনতম ব্যাঘাত ঘটবে না। কারণ স্ক্রিপ্ট পুরোপুরি প্রস্তুত ছিলো। যদিও অভিনয়শিল্পীরা ধর্মঘটে থাকায় এমন অনেক লিখিত চিত্রনাট্য অব্যবহৃত অবস্থায় পড়ে থাকতে পারে।

ধারণা করা হচ্ছে, নির্দিষ্ট কিছু সিনেমা ও সিরিজের কাজ চলমান রাখতে অভিনয়শিল্পী ও নির্মাতাদের মধ্যে পার্শ্বচুক্তি হতে পারে। এছাড়া এসএজি-এএফটিআরএ’র শ্রমচুক্তির আওতায় না থাকা স্বাধীন প্রযোজনাগুলোর কাজ চলমান থাকবে।

‘হাউস অব দ্য ড্রাগন’ সিরিজের দৃশ্য (ছবি: এইচবিও)

শরতে যেমন থাকবে টিভি আয়োজন
সাধারণত সেপ্টেম্বরে ছোট পর্দায় ড্রামা ও কমেডি সিরিজের নতুন মৌসুম শুরু হয়ে থাকে। তবে এবার সেসব পিছিয়ে যাওয়াটা স্বাভাবিক। আমেরিকান টিভি চ্যানেলগুলো আসন্ন শরতের আয়োজনে ‘দ্য মাস্কড সিঙ্গার’, ‘দ্য অ্যামেজিং রেস’, ‘সারভাইভার’, ‘কিচেন নাইটমেয়ারস’, ‘বিগ ব্রাদার’ এবং ‘দ্য ব্যাচেলর’-এর মতো স্ক্রিপ্টবিহীন অনুষ্ঠানের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে।

শরত মৌসুমে টেলিভিশন নেটওয়ার্ক ফক্স এবং এবিসি বড় বাজেটের রিয়েলিটি শো সম্প্রচারের ঘোষণা দিয়েছে। ধর্মঘটের প্রভাবে এবিসি পুনঃপ্রচার করবে জনপ্রিয় কমেডি সিরিজ ‘অ্যাবট এলেমেন্টারি’। তবে সংবাদধর্মী অনুষ্ঠান স্বাভাবিক নিয়মে চলতে থাকবে। কারণ এগুলোর লেখকেরা ভিন্ন ইউনিয়নের আওতাভুক্ত।

হলিউড

হলিউডে ফুল বিক্রেতা তরুণীর প্রেম

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

আমেরিকান অভিনেত্রী ব্লেক লাইভলির নতুন সিনেমা ‘ইট এন্ডস উইথ আস’ মুক্তি পেলো। ইংল্যান্ডের লন্ডনে লেইচেস্টার স্কয়ারে গতকাল (৮ আগস্ট) সিনেমাটির প্রিমিয়ারে অংশ নিয়েছেন তিনি। ২০১৬ সালে প্রকাশিত আমেরিকান সাহিত্যিক কোলিন হুভারের জনপ্রিয় উপন্যাস ‘ইট এন্ডস উইথ আস’ অবলম্বনে তৈরি হয়েছে এর চিত্রনাট্য। 

‘ইট এন্ডস উইথ আস’ সিনেমার প্রিমিয়ারে ব্লেক লাইভলি।

লন্ডনের লেইচেস্টার স্কয়ারে ব্লেক লাইভলি ও আইরিশ-পুয়ের্তোরিকান অভিনেত্রী ইসাবেলা ফেরার।

ব্লেক লাইভলি ও ইসাবেলা ফেরারের চারপাশে অনেক ফুলের সুবাস।

প্রিমিয়ারে ব্লেক লাইভলিকে সঙ্গ দিয়েছেন স্বামী কানাডিয়ান অভিনেতা রায়ান রিনোল্ডস।

আমেরিকান সাহিত্যিক কোলিন হুভার।

‘ইট এন্ডস উইথ আস’ সিনেমায় লিলি ব্লুম চরিত্রে অভিনয় করেছেন ব্লেক লাইভলি। যুক্তরাষ্ট্রের বোস্টনে ফুল বিক্রির দোকান খোলে এই তরুণী।

গল্পে সুদর্শন নিউরোসার্জন রায়েল কিনকেডের প্রেমে পড়ে লিলি। রায়েল কিনকেড চরিত্রে অভিনয় করেছেন জাস্টিন ব্যালডোনি। তিনিই সিনেমাটি পরিচালনা করেছেন।

সম্পর্ক ঘনীভূত হতেই রায়েলের মধ্যে অপমানজনক আচরণ দেখতে শুরু করে লিলি। শৈশব থেকে বাবার নিপীড়ন দেখে বেড়ে ওঠায় মানসিক আঘাত তাকে তাড়া করে। এ কারণে ভবিষ্যতের কথা ভেবে রায়েলের সঙ্গে ছাড়াছাড়ির কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় সে।

একপর্যায়ে দৃশ্যপটে হাজির হয় লিলির প্রথম প্রেম অ্যাটলাস কোরিগ্যান। এই চরিত্রে আছেন আমেরিকান তারকা ব্র্যান্ডন স্ক্লেনার।

‘ইট এন্ডস উইথ আস’ পরিচালক হিসেবে জাস্টিন ব্যাল্ডোনির তৃতীয় সিনেমা।

টেলর সুইফটের গাওয়া ‘আই বেট ইউ থিংক অ্যাবাউট মি’ গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ব্লেক লাইভলি। ‘ইট এন্ডস উইথ আস’ সিনেমায় সহ-প্রযোজক হিসেবে কাজ করেছেন ৩৬ বছর বয়সী এই আমেরিকান তারকা।

গত মে মাসে ‘ইট এন্ডস উইথ আস’-এর ট্রেলার মুক্তির প্রথম ২৪ ঘণ্টায় ১২ কোটি ৮০ লাখ বার দেখা হয়।

গত ৭ আগস্ট আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ‘ইট এন্ডস উইথ আস’। আজ (৯ আগস্ট) যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে মুক্তি পেয়েছে সিনেমাটি।

পড়া চালিয়ে যান

হলিউড

বক্স অফিসে রেকর্ড গড়েছে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমার পোস্টারে হিউ জ্যাকম্যান ও রায়ান রিনোল্ডস (ছবি: ডিজনি)

মারভেল স্টুডিওসের ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ বক্স অফিসে রেকর্ড গড়েছে। যুক্তরাষ্ট্র ও কানাডা মিলিয়ে মুক্তির প্রথম সপ্তাহে এর টিকিট বিক্রি থেকে এসেছে ২০ কোটি ৫০ লাখ ডলার (২ হাজার ৪১০ কোটি টাকা)। চলতি বছর উত্তর আমেরিকায় সেরা ওপেনিং (মুক্তির দিন থেকে প্রথম রবিবার পর্যন্ত) এটাই। সর্বকালের হিসাবে প্রথম সপ্তাহে সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় এটি আছে আট নম্বরে।

‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ মারভেলের প্রথম আর-রেটেড সিনেমা। আর-রেটেড (প্রাপ্তবয়স্কদের উপযোগী) সিনেমা হিসেবেও মুক্তির প্রথম সপ্তাহে অভূতপূর্ব সাফল্য পেয়েছে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডেডপুল’-এর ১৩ কোটি ৪০ লাখ ডলার (১ হাজার ৫৭৫ কোটি টাকা) আয়কে টপকে গেছে নতুন সিনেমাটি। পরিবেশনা সংস্থা ওয়াল্ট ডিজনি এই তথ্য জানিয়েছে।

গত ২৪ জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পায় ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’। উত্তর আমেরিকার বাইরে বিশ্বের অন্যান্য দেশে টিকিট বিক্রি থেকে এসেছে ২৩ কোটি ৩৩ লাখ ডলার (২ হাজার ৭৪২ কোটি টাকা)।

হিউ জ্যাকম্যান ও রায়ান রিনোল্ডস (ছবি: ডিজনি)

ডেডপুল চরিত্রে যথারীতি অভিনয় করেছেন কানাডিয়ান তারকা রায়ান রিনোল্ডস। উলভারিনের ভূমিকায় অনেকদিন পর বড় পর্দায় ফিরেছেন অস্ট্রেলিয়ান তারকা হিউ জ্যাকম্যান।

‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমায় রায়ান রিনোল্ডস ও হিউ জ্যাকম্যান (ছবি: ডিজনি)

‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ দেখতে সিনেমাহলে ভিড় করায় ভক্তদের সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ধন্যবাদ জানিয়েছেন রায়ান রিনোল্ডস। তার বন্ধু গায়িকা টেলর সুইফট গত সপ্তাহে দর্শকদের সিনেমাহলে যাওয়ার আহ্বান জানান। তার মতে, রায়ান রিনোল্ডস ক্যারিয়ারসেরা নৈপুণ্য দেখিয়েছেন নতুন পর্বে।’

‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমার পোস্টার (ছবি: ডিজনি)

নতুন গল্পে দেখা যায়, ডেডপুল নিজের সুপারহিরো অতীত থেকে পালানোর চেষ্টা করছে। কিন্তু মাল্টিভার্সের কারণে উলভারিনের সঙ্গে দেখা হয়ে যায় তার।

‘ডেডপুল’কেন্দ্রিক তৃতীয় সিনেমা ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ পরিচালনা করেছেন শন লেভি। ২০১৮ সালে মুক্তি পায় ডেভিড লিচ পরিচালিত ‘ডেডপুল টু’।

হিউ জ্যাকম্যান ও রায়ান রিনোল্ডস (ছবি: ডিজনি)

‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ বলা চলে মারভেল সিনেম্যাটিক ইউনিভার্সকে (এমসিইউ) পুনরুজ্জীবিত করলো। কারণ গত বছর ‘দ্য মারভেলস’ মুক্তির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রে মাত্র ৪ কোটি ৭০ লাখ ডলার (৫৫২ কোটি টাকা) আয় করতে পেরেছে। এমসিইউ’র সবচেয়ে নিম্ন ওপেনিং এটাই।

ডিজনির আরেক সিনেমা ‘ইনসাইড আউট টু’ গত জুনে উত্তর আমেরিকায় মুক্তির প্রথম সপ্তাহে ১৫ কোটি ৪২ লাখ ডলার (১ হাজার ৮১৫ কোটি টাকা) আয় করে।

পড়া চালিয়ে যান

হলিউড

‘আয়রন ম্যান’ থেকে ভিলেন ডক্টর ডুম হচ্ছেন রবার্ট ডাউনি জুনিয়র

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

সান দিয়েগো কমিক-কনে রবার্ট ডাউনি জুনিয়র (ছবি: এক্স)

‘আয়রন ম্যান’ তারকা রবার্ট ডাউনি জুনিয়র চমকে দিলেন ভক্তদের। মারভেল কমিকসের অন্যতম পরাক্রমশালী ভিলেন ডক্টর ভিক্টর ভন ডুম রূপে বড় পর্দায় আসার ঘোষণা দিয়েছেন তিনি। জাদুবিদ্যা ও বিজ্ঞান উভয় ক্ষেত্রে এই চরিত্রের দক্ষতার জুড়ি নেই। এর মধ্য দিয়ে পাঁচ বছর পর আবার মারভেল দুনিয়ায় দেখা যাবে অস্কারজয়ী এই তারকাকে। 

গতকাল (২৭ জুলাই) সান দিয়েগো কমিক-কনে হল-এইচ প্যানেলে হাজির হন ৫৯ বছর বয়সী রবার্ট ডাউনি জুনিয়র। তিনি বলেন, ‘জটিল চরিত্রে অভিনয় করতে ভালো লাগে আমার।’ তখন ভক্তরা তার নাম ধরে শোরগোল করছিলো। অনুষ্ঠানে ছিলেন মারভেল স্টুডিওসের সভাপতি কেভিন ফাইগি।

সান দিয়েগো কমিক-কনে রবার্ট ডাউনি জুনিয়র (ছবি: এক্স)

মারভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ (মে, ২০২৬) ও ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ারস’ (মে, ২০২৭) ছবি দুটিতে থাকবেন রবার্ট ডাউনি জুনিয়র। এগুলো পরিচালনা করবেন রুশো ভ্রাতৃদ্বয়। তাদের পরিচালিত ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ (২০১৯) সিনেমায় টনি স্টার্ক তথা আয়রন ম্যান চরিত্রের মৃত্যু দেখানো হয়। ২০০৮ সাল থেকে ১১ বছর আয়রন ম্যানের ভূমিকায় দেখা গেছে তাকে।

সান দিয়েগো কমিক-কনে রবার্ট ডাউনি জুনিয়র (ছবি: এক্স)

নতুন দুটি ‘অ্যাভেঞ্জার্স’ মুক্তির আগে দর্শকদের তিনটি সিনেমা উপহার দেবে মারভেল স্টুডিওস। এগুলোর তারকারা সান দিয়েগো কমিক-কনে হাজির হন। তারা হলেন ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ সিনেমার অ্যান্থনি ম্যাকি ও হ্যারিসন ফোর্ড, ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’ তারকা ভ্যানেসা কার্বি ও পেদ্রো পাসকাল ও ‘থান্ডারবোল্টস’-এর ফ্লোরেন্স পিউ ও ডেভিড হারবার।

পড়া চালিয়ে যান
Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ