Connect with us

বলিউড

হুমা কুরেশির সঙ্গে সিনেমায় শিখর ধাওয়ানের নাচ

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

শিখর ধাওয়ান

‘ডাবল এক্সএল’ সিনেমায় হুমা কুরেশির সঙ্গে শিখর ধাওয়ান (ছবি: ইনস্টাগ্রাম)

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও হুমা কুরেশি অভিনীত ‘ডাবল এক্সএল’ ইতিবাচকভাবে খবরের শিরোনামে আসছে কয়েকদিন পরপর। এর গল্প স্বাভাবিকের চেয়ে মোটা দুই নারীকে কেন্দ্র করে, যারা নিজেদের স্বপ্ন খুঁজে ফিরছে। এতে সোনাক্ষী ও হুমার সঙ্গে আছেন দুই নায়ক জহির ইকবাল ও মাহাত রাঘবেন্দ্র। এবার উন্মোচন হলো এই সিনেমার আরেকটি বড় চমক।

‘ডাবল এক্সএল’ সিনেমায় আছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। তাকে দেখা যাবে একটি বিশেষ চরিত্রে। হুমা কুরেশির সঙ্গে তার নাচের মুহূর্তে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে।

শিখর ধাওয়ান

‘ডাবল এক্সএল’ সিনেমায় হুমা কুরেশির সঙ্গে শিখর ধাওয়ান (ছবি: ইনস্টাগ্রাম)

শিখর ধাওয়ান উল্লেখ করেছেন, অভিনয়ের সিদ্ধান্তটি স্বতস্ফূর্তভাবেই নিয়েছেন। তার কথায়, ‘দেশের হয়ে খেলার জন্য সবসময় ব্যস্ত থাকতে হয়। আমার অবসর কাটানোর প্রিয় একটি মাধ্যম হলো ভালো বিনোদনমূলক সিনেমা দেখা।’

৩৬ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘যখন আমার কাছে এই সুযোগটি এলো এবং গল্পটি শুনলাম, তখন আমার ওপর গভীর প্রভাব ফেলেছে। এতে পুরো সমাজের জন্য চমৎকার একটি বক্তব্য আছে। আমি আশা করি, সিনেমাটি দেখে তরুণ-তরুণীরা নিজেদের স্বপ্নপূরণের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে।’

সোনাক্ষী সিনহা ও হুমা কুরেশি

‘ডাবল এক্সএল’ সিনেমার পোস্টারে সোনাক্ষী সিনহা ও হুমা কুরেশি (ছবি: ইনস্টাগ্রাম)

সাতরাম রামানি পরিচালিত কমেডি ধাঁচের সিনেমাটিতে শরীরের ওজন নিয়ে গতানুগতিক ধারণাকে চ্যালেঞ্জ জানানোর পাশাপাশি আছে একটি জোরালো বক্তব্য। সেটি হলো, কেউ যদি স্বপ্ন দেখতে পারে তাহলে সেটা অর্জনও করা যায়।

আগামী ৪ নভেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘ডাবল এক্সএল’।

সিনেমাওয়ালা প্রচ্ছদ