Connect with us

নাটক

১৫ বছর পর ফিরছে ‘চিরকুমার সংঘ’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

চিরকুমার সংঘ

‘চিরকুমার সংঘ (সংস্করণ-২০২২)’ নাটকে সামিরা খান মাহি ও হাসান মাসুদ (ছবি: কাজী সাজ্জাদ/সিনেমাওয়ালা)

‘চিরকুমার সংঘ’ ছিল পরিচালক হিসেবে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের দ্বিতীয় নাটক। দীর্ঘ ১৫ বছর পর ফের এটি নির্মাণ করলেন তিনি। তবে এবারেরটি হলো সংস্করণ-২০২২।

একটি কলোনির কয়েকজন তরুণের মজার কাণ্ড নিয়ে সাজানো হয় নাটকটি। প্রকাশ্যে প্রেম ও বিয়েবিরোধী হলেও তারা সবাই লুকিয়ে মেয়েদের মন জয়ের চেষ্টা করে। এবারের গল্পেও তেমন কয়েকটি চরিত্র দেখা যাবে।

‘চিরকুমার সংঘ’র অভিনয়শিল্পীদের মধ্যে এবারের নাটকে আছেন হাসান মাসুদ, কচি খন্দকার, সিদ্দিকুর রহমান ও সোহেল খান। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন সামিরা খান মাহি, জামিল হোসাইন ও তানজিম হাসান অনিক।

চিরকুমার সংঘ

(বাঁ থেকে) তানজিম হাসান অনিক, কচি খন্দকার, সিদ্দিকুর রহমান, জামিল হোসাইন ও বাপ্পি (ছবি: কাজী সাজ্জাদ/সিনেমাওয়ালা)

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় কুমিল্লায় নাটকটির শুটিং হয়েছে। এতে একটি নতুন র্যাপ গান থাকছে। এটি গেয়েছেন র্যাপস্টা দাদু। তার সঙ্গে যৌথভাবে গানটি লিখেছেন জনি হক।ৃ সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ।

ভাইসব প্রোডাকশন প্রযোজিত ‘চিরকুমার সংঘ (সংস্করণ-২০২২)’ ঈদুল আজহায় বাংলাভিশন ও সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ