Connect with us

বিশ্বসংগীত

১৫ বছর পর ফের বিয়ের পিঁড়িতে

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

ব্রিটনি স্পিয়ার্স

ব্রিটনি স্পিয়ার্স ও স্যাম আসগরি (ছবি: ফেসবুক)

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন আমেরিকান গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। প্রেমিক ইরানি অভিনেতা স্যাম আসগরির সঙ্গে বিয়ের বন্ধনে জড়ালেন ৪০ বছর বয়সী এই তারকা। বৃহস্পতিবার (১০ জুন) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েতে ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা।

সম্পর্ক ভেঙে যাওয়ায় ব্রিটনির বাবা, মা এবং বোন বিয়েতে ছিলেন না।

কয়েক মাস আগে আইনি জটিলতা থেকে মুক্ত হয়েছেন ৪০ বছর বয়সী ব্রিটনি। তার জীবনকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করছিলেন বাবা জেমস পারনেল স্পিয়ার্স। সেখান থেকে রেহাই পেতে আইনের আশ্রয় নেন তিনি।

২০০৮ সালে মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে নিজের স্বাস্থ্যসেবার সিদ্ধান্ত নিজে নিতে পারছেন না জানিয়েছিলেন ব্রিটনি। তখন মেয়ের সবকিছুর নিয়ন্ত্রণ নেন ব্রিটনির বাবা। সংরক্ষণকারী নামে পরিচিত আইনি অভিভাবকত্ব পান তিনি। কিন্তু এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন ব্রিটনি। বাবা আইনি অভিভাবকত্ব পাওয়ার কারণে বিয়ে কিংবা সন্তান জন্মদানের বিষয়ে নিজে সিদ্ধান্ত নিতে পারছেন না বলে গত বছরের জুনে আদালতে দাবি করেন ব্রিটনি। বাবার কব্জা থেকে মুক্ত হওয়ার পরই চলতি বছরের এপ্রিলে সন্তানসম্ভবা হওয়ার ঘোষণা দেন তিনি। কিন্তু মে মাসে গর্ভপাত হয় তার।

ব্রিটনি স্পিয়ার্স ও স্যাম আসগরি

ব্রিটনি স্পিয়ার্স ও স্যাম আসগরি (ছবি: টুইটার)

২০১৬ সালে ‘স্লামবার পার্টি’ গানের মিউজিক ভিডিওর সেটে স্যাম আসগরির সঙ্গে পরিচয় হয় ব্রিটনির। ধীরে ধীরে সেই সম্পর্ক প্রণয়ে রূপ নেয়। গত বছরের সেপ্টেম্বরে তারা আংটি বদল করেন।

স্যাম আসগরি পেশায় একজন অভিনেতা ও ফিটনেস ট্রেইনার। তার জন্ম তেহরানে। ১২ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি।

ব্রিটনি স্পিয়ার্স

ব্রিটনি স্পিয়ার্স (ছবি: টুইটার)

এর আগে দুইবার বিয়ে করেন ব্রিটনি। ২০০৪ সালে শৈশবের বন্ধু জেসন আলেকজান্ডারের সঙ্গে ঘর বাঁধেন তিনি। কিন্তু সেই সম্পর্ক টিকেছিলো মাত্র ৫৫ ঘণ্টা। বৃহস্পতিবার বিয়ের দিন গেট ভাঙচুর করেছিলেন তিনি। এ কারণে তাকে আটক করা হয়।

আমেরিকান নৃত্যশিল্পী কেভিন ফেডারলাইনকে ২০০৪ সালেই বিয়ে করেন ব্রিটনি। তাদের দুটি সন্তান আছে। শনের বয়স ১৬ বছর এবং জেডেনের বয়স ১৫ বছর। ২০০৭ সালে এই সংসারের ইতি ঘটে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ