Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

এবারের টোকিও উৎসবে জাপানি সিনেমার জয়জয়কার

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

৩৭তম টোকিও ফিল্ম ফেস্টিভ্যালের বিজয়ীরা

টোকিও আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ৩৭তম আসরে তিনটি পুরস্কার জিতলো জাপানি সাদাকালো সিনেমা ‘তেকি কমেত’। উৎসবের সর্বোচ্চ পুরস্কার টোকিও গ্রাঁ প্রিঁ, সেরা পরিচালক ও সেরা অভিনেতা শাখায় পুরস্কৃত হয়েছে এটি। এর গল্প স্ত্রী-হারা এক অবসরপ্রাপ্ত কলেজ অধ্যাপককে কেন্দ্র করে। হঠাৎ লোকটির কাছে একটি বার্তা আসে যে, তার শত্রু আসছে!

গতকাল (১ নভেম্বর) বিকালে টোকিওর তোহো সিনেমাস হিবিয়ায় সমাপনী আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। গত ২৮ অক্টোবর শুরু হওয়া ১০ দিনের এই উৎসবে দেখানো হয়েছে ২০৮টি সিনেমা। এরমধ্যে অন্যতম আকর্ষণ ছিলো রিডলি স্কট পরিচালিত ‘গ্ল্যাডিয়েটর টু’।

টোকিওর তাকারাজুকা থিয়েটারে উৎসবের উদ্বোধনী দিনে দেখানো হয় জাপানের শিরাইশি কাজুয়া পরিচালিত সামুরাই অ্যাকশন থ্রিলার ‘ইলেভেন রেবেলস’। এবারের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে বিচারকদের প্রধান ছিলেন হংকংয়ের অভিনেতা-পরিচালক টনি লিয়াং। তার নেতৃত্বে বিচারক হিসেবে কাজ করেছেন হাঙ্গেরির পরিচালক ইলদিকো আনিয়েদি, জাপানি অভিনেত্রী হাশিমোতো আই, ফরাসি অভিনেত্রী কিয়ারা মাস্ত্রোইয়ান্নি, হংকংয়ের পরিচালক জনি টো। তাদের মধ্যে কিয়ারা মাস্ত্রোইয়ান্নি অভিনীত ‘মার্সেলো মিয়ো’ ছিল সমাপনী সিনেমা। এটি পরিচালনা করেছেন ফ্রান্সের ক্রিস্তফ অনোঁরে।

‘তেরি কমেত’ সিনেমার দৃশ্য (ছবি: হ্যাপিনেট ফ্যান্টম স্টুডিওস)

৩৭তম টোকিও আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের বিজয়ী তালিকা
টোকিও গ্রাঁ প্রিঁ (গভর্নর অব টোকিও অ্যাওয়ার্ড)
তেকি কমেত (দাইহাচি ইয়োশিদা, জাপান)

ইভান দাভিদ গাওনা (ছবি: টোকিও ফিল্ম ফেস্টিভ্যাল)

স্পেশাল জুরি প্রাইজ
আদিয়োস আমিগো (পরিচালক: ইভান দাভিদ গাওনা, কলম্বিয়া)

দাইহাচি ইয়োশিদা (ছবি: টোকিও ফিল্ম ফেস্টিভ্যাল)

সেরা পরিচালক
দাইহাচি ইয়োশিদা (তেকি কমেত, জাপান)

কিয়োজো নাগাৎসকা (ছবি: টোকিও ফিল্ম ফেস্টিভ্যাল)

সেরা অভিনেতা
কিয়োজো নাগাৎসকা (তেকি কমেত, জাপান)

‘ট্রাফিক’ সিনেমায় আনামারিয়া বার্তোলোমেই (ছবি: মাইন্ডসেট প্রোডাকশন্স)

সেরা অভিনেত্রী
আনামারিয়া বার্তোলোমেই (ট্রাফিক, রোমানিয়া)

‘মাই ফ্রেন্ড অ্যান ডেলি’ সিনেমার দৃশ্য (ছবি: নাইনটিন পিকচার্স)

সেরা শিল্প নির্দেশনা
মাই ফ্রেন্ড অ্যান ডেলি (দং জিজিয়েন, চীন)

অডিয়েন্স অ্যাওয়ার্ড
বিগ ওয়ার্ল্ড (ইয়েং লিনা, চীন)

এমিনে ইলদিরিম (ছবি: টোকিও ফিল্ম ফেস্টিভ্যাল)

এশিয়ান ফিউচার সেরা সিনেমা অ্যাওয়ার্ড
অ্যাপোলন বাই ডে অ্যাথেনা বাই নাইট (এমিনে ইলদিরিম, তুরস্ক)

এথিক্যাল ফিল্ম অ্যাওয়ার্ড
ডাহোমে (মাতি দিওপ, সেনেগাল/ফ্রান্স)

(বাঁ থেকে) মিয়াকে শো এবং ফু তিয়েন-ইয়ু (ছবি: টোকিও ফিল্ম ফেস্টিভ্যাল)

আকিরা কুরোসাওয়া অ্যাওয়ার্ড
ফু তিয়েন-ইয়ু (তাইওয়ান)
মিয়াকে শো (জাপান)

হলিউড রিপোর্টার’স ট্রেইলব্লেজার অ্যাওয়ার্ড
তাদানোবু আসানো (জাপান)

আজীবন সম্মাননা
বেলা তার (হাঙ্গেরি)

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ